মাধ্যমিক পাশেই স্বাস্থ্য দপ্তরের অধীনে চাকরি, আবেদন পদ্ধতি জেনে নিন (West Bengal Health Recruitment 2023)
Chief Medical officer of Health-এর পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় সাব ডিভিশন অনুযায়ী আশা কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটরের নিযুক্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য বলা হয়েছে নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)
District Health & Family Welfare Samiti, Purba Bardhaman-এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
District Health & Family Welfare Samiti, Purba Bardhaman-এর পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় সাব ডিভিশন অনুযায়ী আশা কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা হল ১৭ টি। পূর্ব বর্ধমান জেলায় মোট চারটি ডিভিশনে আশা কর্মী নিয়োগ করা হবে। সাব ডিভিশন গুলি হল নিম্নরূপ-
- Sadar (North) Sub-Division
- Sadar (South) Sub-Division
- Kalna Sub-Division
- Katwa Sub-Division
শূন্যপদের বিবরণ (Vacancy details)
পূর্ব বর্ধমান জেলার মোট চারটি সাব ডিভিশনে আশা কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ১৭ টি এর মধ্যে প্রত্যেকটি ডিভিশনে আলাদা আলাদা ভাবে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদের বিভাগ রয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিশটি ফলো করার অনুরোধ করা হচ্ছে। নিম্নে সাব ডিভিশন অনুযায়ী শূন্য পদের বিবরণটি তুলে ধরা হলো-
Sr no | Sub-Division Name | Number of vacancies |
1 | Sadar (North) Sub-Division | ৮ |
2 | Sadar (South) Sub-Division | ৬ |
3 | Kalna Sub-Division | ১ |
4 | Katwa Sub-Division | ২ |
বয়সসীমা (Age Limit)
১.১.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর বয়স ৪০ বছরের কম হবে। তবে এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীদের বয়সের ছাড় রয়েছে। SC/ST ক্যাটাগরি প্রার্থীদের ৫ বছরের ছাড় ও OBC ক্যাটাগরি প্রার্থীদের ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন (Salary)
সংশ্লিষ্ট পদে নিয়োগকারী প্রার্থীদের মাসিক ১৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। আবেদনপত্র ডাউনলোড করে নিয়ে সেটি সঠিক তথ্য দ্বারা পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত একটি খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে নিকটবর্তী SDO অফিসে গিয়ে জমা করে আসতে হবে। আবেদনকারী প্রার্থীদের একটি লিস্ট বের করা হবে। প্রার্থীরা http://www.purbabardhwan.nic.in এই ওয়েবসাইটে গিয়ে লিস্টে তাদের নাম এসেছে কিনা তা চেক করতে পারবে। এই লিস্টে যাদের নাম আসবে সেসব প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। সেখানে প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা ও কম্পিউটার বেস্ড্ টেস্ট নেওয়া হবে। এই ইন্টারভিউয়ে উত্তীর্ণ প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ নথিপত্র (Important Documents)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে যে সমস্ত নথিগুলি লাগবে সেগুলো হল নিম্নরূপ-
- Madhyamik Admit card/Birth certificate
- Madhyamik Results
- HS Results
- Graduation Results
- Post Graduation Results
- Cast certificate
- Computer Knowledge certificate
- Voter Card/Ration Card
- Working Experience certificate
- Passport size photo
এছাড়াও আরও অন্যনো নথিপত্র লাগবে। এর ব্যাপারে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিশটি ফলো করার অনুরোধ করা হচ্ছে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এক্ষেত্রে প্রার্থীদের নির্বাচন করা হবে একটি লিখিত পরীক্ষা নেওয়ার পর ইন্টারভিউয়ের মাধ্যমে। এই লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ে যারা উত্তীর্ণ হতে পারবে তাদের চাকরিতে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য যে সমস্ত শিক্ষাগত যোগ্যতাগুলি লাগবে সেগুলো হল নিম্নরূপ-
- সামাজিক বিজ্ঞান/সমাজবিজ্ঞান/সামাজিক নৃবিজ্ঞান/MSW/MBA/অর্থনৈতিক/গ্রামীণ উন্নয়ন/গণযোগাযোগ/অথবা স্বাস্থ্য প্রকল্পে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা সহ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- কম্পিউটার সম্পর্কিত যাবতীয় জ্ঞান থাকা আবশ্যক।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)
আবেদনপত্র জমা করার শেষ তারিখ হল ২৪ নভেম্বর ২০২৩ বিকেল ৩:০০ pm এর মধ্যে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉 | 🔥যুক্ত হন |
Official Notice Link👉 | এখানে দেখুন |
Official Website Link👉 | এখানে দেখুন |
FAQ.
Q. District Health & Family Welfare Samiti, Purba Bardhaman-এর পক্ষ থেকে কোন জেলায় আশা কর্মী নিয়োগ করা হবে?
Ans: পূর্ব বর্ধমান জেলায়।
Q. District Health & Family Welfare Samiti, Purba Bardhaman-এর নির্ধারিত পদে মোট কতগুলি শূন্যপদ রয়েছে?
Ans: মোট ১৭ টি শূন্যপদ রয়েছে।
Q. District Health & Family Welfare Samiti, Purba Bardhaman-এর সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: আবেদনপত্র জমা করার শেষ তারিখ হল ২৪ নভেম্বর ২০২৩ বিকেল ৩:০০ pm এর মধ্যে