রাজ্যের ছাত্র-ছাত্রীরা ১০ লক্ষ টাকা পাবে পড়াশোনার জন্য! এই ভাবে অনলাইনে আবেদন করুন
বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রায় প্রত্যেকেই চায় শিক্ষিত হতে। কিন্তু শুধু চাইলেই তো হবে না তার জন্য অর্থের প্রয়োজন। বর্তমান যুগে উচ্চশিক্ষার জন্য ভালো রকমেরই অর্থের প্রয়োজন হয়। তাই আর্থিক অবস্থা ভালো না হওয়ার কারণে অনেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারেনা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার উচ্চশিক্ষার প্রসার ঘটনার জন্য বিভিন্ন পরিকল্পনা শুরু করেছে।
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এরকমই একটি পরিকল্পনা হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। আসুন তাহলে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম (West Bengal Student Credit Card Scheme 2024)
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক একটি পরিকল্পনা হল এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড পরিকল্পনা (West Bengal Student Credit Card Scheme)। এই স্কিমের প্রধান লক্ষ্যই হল উচ্চ শিক্ষার জন্য ঋণদান করা। এই স্কিম থেকে আপনি ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন। অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই এই স্কিমের জন্য আবেদন করা যাবে। অনলাইনের মাধ্যমে আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটটি হল http://wbscc.wb.gov.in/
স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম (West Bengal Student Credit Card Scheme) এর উদ্দেশ্য
পশ্চিমবঙ্গের প্রতিটি শিক্ষার্থীকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষার্থীদের ঋণদান করাই হল এই স্কিমের প্রধান উদ্দেশ্য। এই স্কিমে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন শিক্ষার্থীরা। চাকরি পাওয়ার ১৫ বছরের মধ্যে এই ঋণটি শোধ করতে হবে। এই স্কিমের ফলে শিক্ষার্থীরা চিন্তাহীন ভাবে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারবে। এর ফলে কর্মসংস্থান খুঁজে পেতে অসুবিধা হবে না। ফলে বেকারত্বের হারও অনেক কমে যাবে।
ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম এর সুবিধা (Benifits Of West Bengal Student Credit Card)
- পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের (West Bengal Student Credit Card Scheme) মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবে।
- ২০২১ সালের ২৪ শে জুন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।
- খুব কম সুদের হারে এই স্কিমের মাধ্যমে ঋণ পাওয়া যাবে।
- পশ্চিমবঙ্গের গত ১০ বছরের বেশি বসবাসকারীরাই এই সুবিধা পেতে পারবেন।
- দেশের বাইরে বিদেশেও স্নাতক, স্নাতকোত্তর বা অন্য কোনো ডিগ্রির পড়াশোনার জন্যও এই ক্রেডিট কার্ড থেকে ঋণ পাওয়া যাবে।
- দশম শ্রেণী বা তার থেকেও উঁচু ক্লাসের শিক্ষার্থীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
- ঋণের টাকা পাওয়ার জন্য শিক্ষার্থীদের একটি ক্রেডিট কার্ড দেওয়া হবে। ঋণের অর্থ এই ক্রেডিট কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের তুলতে হবে।
- চাকরি পাওয়ার ১৫ বছরের মধ্যে শিক্ষার্থীদের এই ঋণের অর্থ শোধ করতে হবে।
- ৪০ বছর বয়স পর্যন্ত এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড পরিকল্পনার সুবিধা পাওয়া যাবে।
যোগ্যতার মানদণ্ড (Student Credit Card Eligibility Criteria)
- এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর জন্য আবেদনকারী প্রার্থীকে দশ বছরের বেশি পশ্চিমবঙ্গে বসবাস করে থাকতে হবে।
- ৪০ বছর বয়স পর্যন্ত এই স্কিমের জন্য আবেদন করা যাবে।
আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র
- বার্থ সার্টিফিকেট
- আধার কার্ড
- রেশন কার্ড
- আবাসিক শংসাপত্র
- আয়ের শংসাপত্র
- ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস
- পাসপোর্ট সাইজের ফটো
- মোবাইল নম্বর
পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন (West Bengal Student Credit Card Apply Online)
রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
- প্রথমে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর যে পেজটি খুলবে সেখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে।
- এরপর যে রেজিস্ট্রেশন ফর্ম টি আসবে সেটি পূরণ করতে হবে।
- এরপর রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার একটি আইডি তৈরি হবে।
- স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কিত যাবতীয় কাজেই এই আইডিটি আপনার লাগবে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লগইন এবং আবেদন প্রক্রিয়া:
- স্টুডেন্ট লগইন এ ক্লিক করে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- এরপর একটি ড্যাশবোর্ড দেখতে পাওয়া যাবে।
- এরপর এডিট লোন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে।
- তারপর আবেদন পত্রটি আপনার সামনে দেখতে পাওয়া যাবে।
- এরপর আবেদন পত্রে নিজের সম্পূর্ণ বিবরণ দিতে হবে।
- এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে।
- এরপর প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
- তারপর আবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে।
- এরপর সেখানে আবার একটি নতুন পেজ খুলে যাবে।
- সেখান থেকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
- এরপর একটি ডায়লগ বক্স আপনি দেখতে পাবেন।
- এরপর সেখানে আপনি আবেদন পত্রটি জমা করতে চান কিনা সেটা জিজ্ঞেস করা হবে।
- এরপর আপনি YES অপশনে ক্লিক করলে আপনার এই প্রকল্পে আবেদন করা হয়ে যাবে।
অ্যাডমিনিস্ট্রেটর লগইন:
- প্রথমে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর আপনার সামনে একটি হোমপেজ খুলে যাবে।
- সেখানে অ্যাডমিনিস্ট্রেটর লগইন বলে একটি অপশন দেখতে পাবেন।
- এরপর নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- এভাবেই অ্যাডমিনিস্ট্রেটর লগইন আপনি করতে পারবেন।
স্টুডেন্ট লগইন করার পদ্ধতি:
- প্রথমে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর যে হোম পেজটি খুলবে সেখানে লগইন অপশনে ক্লিক করতে হবে।
- এরপর যে লগইন ফর্মটি দেখতে পাবেন সেখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করতে হবে।
- এইভাবে স্টুডেন্ট লগইন করতে পারবে।
স্টুডেন্ট ড্যাশবোর্ড:
- প্রথমে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর একটি হোমপেজ খুলবে সেখানে লগইন অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আবেদনকারী কে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- লগইন করার পর একটি ড্যাশবোর্ড অপশন দেখতে পাওয়া যাবে। সেখানে ক্লিক করতে হবে।
- এইভাবে স্টুডেন্ট ড্যাশবোর্ড অপশনটি দেখতে পাওয়া যাবে।
আবেদন ট্র্যাক করার পদ্ধতি:
- প্রথমে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর একটি হোমপেজ খুলবে।
- সেই হোমপেজে পাসওয়ার্ড এবং আইডি দিয়ে লগইন করতে হবে।
- লগইন হয়ে গেলে একটি ট্র্যাক অপশন দেখতে পাওয়া যাবে।
- সেই ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে।
- এরপর সার্চে ক্লিক করলে আপনার প্রয়োজনীয় তথ্য দেখতে পাওয়া যাবে।
প্রশিক্ষণ ম্যানুয়াল ডাউনলোড করবেন কিভাবে?
- প্রথমে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর যে হোম পেজটি খুলবে সেখানে একটি ম্যানুয়াল অপশন দেখতে পাওয়া যাবে।
- সেই ম্যানুয়াল অপশন এ ক্লিক করতে হবে।
- এরপর ম্যানুয়ালটি পিডিএফ আকারে আপনার সামনে আসবে।
- এরপর ডাউনলোড অপশন এ গিয়ে সেটিকে ডাউনলোড করে নিন।
শিক্ষার্থীর ব্যবহারকারী ম্যানুয়াল ডাউনলোড করবেন কিভাবে?
- প্রথমে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর একটি হোমপেজ খুলে যাবে। হোমপেজ এর ডাউনলোড অপশন এ ক্লিক করতে হবে।
- এরপর ইউজার ম্যানুয়াল অফ স্টুডেন্ট অপশনে ক্লিক করতে হবে।
- সেখান থেকে ব্যবহারকারীর ম্যানুয়াল পিডিএফ ফরম্যাটে দেখতে পাওয়া যাবে।
- এরপর ডাউনলোড অপশনে গিয়ে সেটিকে ডাউনলোড করতে হবে।
প্রতিষ্ঠানের ব্যবহারকারী ম্যানুয়াল ডাউনলোড করবেন কিভাবে?
- প্রথমে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর একটি হোমপেজ খুলে যাবে সেখানে ডাউনলোড অপশন এ ক্লিক করতে হবে।
- এরপর প্রতিষ্ঠানের ব্যবহারকারীর ম্যানুয়াল অপশনে ক্লিক করতে হবে।
- এরপর সেটি পিডিএফ আকারে আপনি দেখতে পাবেন।
- এরপর ডাউনলোড অপশন এ গিয়ে সেটিকে ডাউনলোড করে নিতে হবে।
HED এর ব্যবহারকারী ম্যানুয়াল ডাউনলোড করার পদ্ধতি:
- প্রথমে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর একটি হোমপেজ খুলবে সেই হোমপেজে ডাউনলোড অপশন এ ক্লিক করতে হবে।
- এরপর HED এর user manual অপশনে ক্লিক করতে হবে এবং একটি নতুন পেজ খুলে যাবে।
- এই পেজে একটি ডাউনলোড অপশন দেখতে পাওয়া যাবে সেই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে।
- ডাউনলোড অপশন এ ক্লিক করলে HED এর ব্যবহারকারী ম্যানুয়াল ডাউনলোড হয়ে যাবে।
ব্যাঙ্কের ব্যবহারকারী ম্যানুয়াল ডাউনলোড করবেন কিভাবে?
- প্রথমে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর যে হোম পেজটি খুলবে সেই হোমপেজে আপনাকে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে।
- সেখানেই User Manual of Bank বলে একটি অপশন দেখতে পাওয়া যাবে।
- সেই অপশনে ক্লিক করলে ম্যানুয়ালটি পিডিএফ ফরম্যাটে দেখতে পাওয়া যাবে।
- এরপর ডাউনলোড অপশন এ ক্লিক করলে সেই ম্যানুয়ালটি ডাউনলোড হয়ে যাবে।
অনলাইন আবেদন এবং ঋণ অনুমোদন প্রক্রিয়া:
- প্রথমে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর একটি হোমপেজ খুলবে সেই হোমপেজে আপনাকে অ্যাডমিনিস্ট্রেটরের লগইন অপশন এ ক্লিক করতে হবে।
- এরপর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- লগইন করার পর একটি ড্যাশবোর্ড খুলে যাবে।
- এরপর ড্যাশবোর্ড এর মধ্যে অ্যাপ্লিকেশন পেন্ডিং বলে একটি অপশন দেখতে পাওয়া যাবে।
- সেই অপশনে ক্লিক করতে হবে।
- এরপরে একটি নতুন পেজ দেখতে পাওয়া যাবে।
- সেই পেজে বাকি থাকা সমস্ত অ্যাপ্লিকেশন সহ এমএস এক্সেল শীট তৈরি করা হবে।
- ডাউনলোড করার জন্য আপনাকে ডাউনলোড এক্সেল বোতামে ক্লিক করে ডাউনলোড করতে হবে।
- এই অ্যাপ্লিকেশনটি দেখার জন্য আপনাকে ভিউ আইকনে ক্লিক করতে হবে
- ভিউ আইকনে ক্লিক করার পর একটি নতুন পেজ সামনে আসবে।
- এই পেজে আবেদনকারীর পূর্বে আপলোড করা সমস্ত প্রয়োজনীয় নথি ডাউনলোড করা যাবে।
- এরপর ড্যাশবোর্ডের পেন্ডিং মেনুতে ক্লিক করতে হবে।
- এরপর সেখান থেকে অ্যাপ্লিকেশনটি অনুমোদন হয়েছে কিনা জানতে ঋণ আইকনে ক্লিক করতে হবে।
- এখান থেকে আপনি লোনটি অনুমোদন বা লোনটি রিজেক্ট করতে পারবেন।
ঋণ মঞ্জুর হলে কি করবেন?
- ঋণ মঞ্জুর হলে কম্পিউটার স্ক্রিনে একটি নতুন পেজ খুলে যাবে।
- এখানে আপনি কত টাকার ঋণ নেবেন সেটি সংখ্যায় লিখতে হবে।
- এরপর অনুমোদন পত্রের কপিটি আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
যদি ঋণ প্রত্যাখ্যান করতে চান তাহলে কি করবেন?
- ঋণটি প্রত্যাখ্যান করতে চাইলে Loan Reject অপশনে ক্লিক করতে হবে। এরপর ড্রপডাউন অপশন থেকে রিজেক্ট এর কারণ নির্বাচন করতে হবে।
- এরপর বার্ডস প্যারামিটার গুলির জন্য বেঞ্চমার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
ইনস্টিটিউশন প্রোফাইল জমা দেওয়ার পদ্ধতি:
- প্রথমে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর যে হোম পেজটি খুলবে সেখানে লগইন অপশনে ক্লিক করে লগইন করতে হবে।
- এরপর যে পেজটি আসবে সেই পেজের সাবমিট প্রতিষ্ঠানের বিবরণে ক্লিক করুন।
- এরপর সেখানে প্রতিষ্ঠানের নাম,র্যাঙ্ক টাইপ, র্যাঙ্ক ডিটেলস, AISHE Code, প্রতিষ্ঠানের অবস্থান, প্রতিষ্ঠানের জেলা, নোডাল অফিসারের নাম, প্রতিষ্ঠানের ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম , অ্যাকাউন্ট নাম্বার আপলোড করতে হবে।
- এরপর সাবমিট অপশনে ক্লিক করুন।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Credit Card) নিয়ে কোনো রকম সমস্যা দেখা দিলে সরকার কর্তৃক যে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে সেই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। হেল্পলাইন নম্বর এবং ইমেল আইডিটি নিচে দেওয়া হল।
- হেল্পলাইন নম্বর- 18001028014
- ইমেল আইডি- contactwbscc@gmail.com, support-wbscc@bangla.gov.in