এই ৫০ টাকার নোটের মাধ্যমে লাখপতি হতে পারেন! পদ্ধতি যে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বর্তমানে পুরনো নোটের চাহিদা অনেক বেশি। সেই হিসেবে আপনার কাছে যদি পুরনো কোন নোট থাকে তাহলে সেগুলি সযত্নে নিজের কাছে রেখে দিন। কারণ এই নোট আপনাকে বাড়িতে বসে লাখপতি বানিয়ে দিতে পারে। বিশেষ করে আপনার কাছে যদি পুরনো আমলের ৫০ টাকার নোট থাকে তাহলে সেটি বিক্রি করে আপনি প্রচুর টাকা লাভ করতে পারবেন।

একাধিক অনলাইন সাইটগুলি ভারতীয় নোট বিশেষ করে পুরনো আমলের নোট অনেক চড়া দাম দিয়ে কিনে থাকে। এক একটি নোট প্রায় পাঁচ লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়। তবে এই নোট যারা কিনবে তারা আপনার নোটের মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য খুঁজবে যে বৈশিষ্ট্য গুলো থাকলে তবেই তারা আপনার থেকে নোটটি কিনবে। ৫০ টাকার নোটে নিম্নলিখিত বৈশিষ্ট্য গুলি থাকতে হবে-

১) নোটটি ৫০ টাকার পুরনো নোট হবে এবং তা ছেঁড়া বা নষ্ট হয়ে যাওয়া হবে না।

২) নোটের নম্বর অক্ষত অবস্থায় থাকতে হবে।

৩) এই নোটের সিরিয়াল নম্বর থাকতে হবে ৭৮৬ নম্বর।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

৪) নোটের মধ্যে থাকা সমস্ত বৈশিষ্ট্য গুলি যেন ক্ষতিগ্রস্ত না হয়।

কোথায় বিক্রি করা যাবে এই নোট?

অনলাইনে একাধিক ওয়েবসাইট রয়েছে যেগুলি পুরনো ভারতীয় নোট অনেক চড়া দামে কিনে থাকে। আপনি এসব ওয়েবসাইটেই পুরনো আমলের নোটগুলো বিক্রি করতে পারবেন। Indiamart.com, Coin Bazaar বা OLX এই ওয়েবসাইটগুলি পুরনো আমলের নোট কিনে থাকে।

কীভাবে বিক্রয় করবেন?

অনলাইনে একাধিক ওয়েবসাইটের নোট বিক্রি করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে-

১) প্রথমে আপনাকে নোট বিক্রির পোর্টালে যেতে হবে।

২) তারপর সেখানে গিয়ে প্রথমেই নিজেকে একজন বিক্রেতা হিসেবে নিবন্ধন করতে হবে।

৩) তারপর আপনার মোবাইল নম্বর ও ইমেইল নম্বর অ্যাড করতে হবে।

৪) তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ অর্থাৎ আপনার নোটের একটি ছবি সুস্পষ্টভাবে তুলে সেটি আপলোড করতে হবে।

৬) আপনার নোটটি যারা কিনবে তাদের পছন্দ হলে ক্রেতা হিসেবে আপনার সঙ্গে যোগাযোগ করবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important links)

WhatsApp গ্রুপে যুক্ত হনযুক্ত হন

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।