Multibagger Share: ১.৪০ কোটি টাকা মিলেছে মাত্র ১,০০০ টাকা বিনিয়োগে! এই এক শেয়ারেই কোটিপতি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

সঠিক শেয়ারে বিনিয়োগ এর জন্য দরকার সেই সম্পর্কে পড়াশোনা আর ধৈর্য্য রাখা।রাতারাতি বড়লোক হওয়া নয়।’সবুরে মেওয়া ফলবে’ অর্থাৎ ধৈর্য্য ধরে সময় নিয়ে অপেক্ষা করলেই আসবে সাফল্য।শেয়ার বাজারে টাকা কামানোর এটাই মূল ফান্ডা।

এই সূত্র মেনেই লুধিয়ানার এক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার কুলদীপ সিং (৬৫) আজ ১.৪০ কোটি টাকা কামিয়েছেন মাত্র ১০০০ টাকা বিনিয়োগ করে। তাও সেটি একটি মাত্র শেয়ার থেকে।

জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালসে তিনি মাত্র ১০০০ টাকা বিনিয়োগ করেছিলেন ১৯৮৬ সালে IPO এর সময়।সেই সময় তার বয়স কম থাকলেও ১০০০ টাকার মূল্য ছিল অনেক।তবুও অনেক ভাবনাচিন্তা করে এবং মনে সাহস নিয়ে এই ১০০০ টাকা তিনি IPO তে বিনিয়োগ করেছিলেন।তারপর ৭ জুন,২০২৪ তার সেই টাকা বিনিয়োগের বর্তমান মূল্য এসে দাড়িয়েছে ১.৩৬ কোটি টাকা,স্টক স্প্লিট ও বোনাস ইস্যুর পর।

মাত্র ১০০ টি শেয়ার IPO থেকে পেয়েছিলেন

কুলদীপ সিং একটি সাক্ষাৎকারে জানান তিনি ১০০ টি শেয়ার ১০ টাকা করে কিনেছিলেন ১৯৮৬ সালে।আর এখন জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালসের ৭৫৮০ টি শেয়ার তার কাছে রয়েছে।এই শেয়ার গুলির দাম ৭ জুন ২০২৪ এ ১৮০০ টাকায় ক্লোজ হয়েছে।পাঞ্জাব স্টেট কর্পোরেশন লিমিটেড এর ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন কুলদীপ সিং।সেখান থেকে তিনি অবসর নেন ২০১৭ সালে।তার আরও বিনিয়োগ রয়েছে বেশ কিছু শেয়ারে।তার বর্তমানে মোট পোর্টফোলিওর মূল্য প্রায় ৪ কোটি টাকা।

কীভাবে করলেন এতো আয়?

তিনি ধৈর্য্য ধরে প্রায় দীর্ঘ ৩৮ বছর ধরে শেয়ার হোল্ড করেছেন।এই কারনেই তিনি স্টক মার্কেট থেকে উপার্জন করেছেন এই প্রচুর পরিমাণ অর্থ।দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলেই ভালো মাত্রায় রির্টান পাওয়া যায়।এই জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বিশেষজ্ঞরা বলেন ৫-১০ বছরের লক্ষ্যমাত্রা নিয়ে বেশ কিছু শেয়ারে বিনিয়োগ করা যেতেই পারে।তবে দীর্ঘমেয়াদি বিনিয়োগ অর্থাৎ ৩০-৪০ বছরে রির্টান দেবে এমন শেয়ারেই বিনিয়োগ করা উচিত।এর অর্থ আপনার সঞ্চয় যেন মূল্যবৃদ্ধির সাথে তাল মিলিয়ে বৃদ্ধি পায়।এই ক্ষেত্রে আপনার মূল লক্ষ্য হওয়া উচিত অবসরের সময় বিরাট অঙ্কের টাকার ভাণ্ডার তৈরি করা।

রেকর্ড ব্রেকিং আয় ২৪ বছরে

জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস গত দুই দশকে দারুণ হারে বেড়েছে তাদের টপলাইন ও বটম লাইনে।একটা কর্পোরেট ডেটাবেসের থেকে পাওয়া ডেটা থেকে জানা যায় FY24 এ তাদের মোট সেলস বেড়ে হয়েছে ৩৪৮৪ কোটি টাকা।এটাই FY02 তে ২৭৬ কোটি টাকা ছিল।আবার একই সময়ে তাদের নিট মুনাফা ৪২.০৫ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৫৫২.৬৩ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।তাই সংস্থার শেয়ারের দামও বৃদ্ধি পেয়েছে স্বাভাবিক নিয়মে।আর এতেই কুলদীপের মতো সংস্থায় দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা বিনিয়োগকারীরা দারুন লাভ করেছে।

আরও পড়ুন:

Rupashree Prakalpa: রূপশ্রী প্রকল্পের ২৫,০০০ টাকা দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গ সরকার

Shreya Goswami

Content Writer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *