Chanakya Niti: চাণক্য় নীতি অনুসারে এই ৫ জায়গায় বাস করবেন না, তাহলে পতন অনিবার্য!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Chanakya Niti: প্রাচীন ভারতের ইতিহাসে একজন অন্যতম পন্ডিত ছিলেন আচার্য চাণক্য। ভারতীয় শাস্ত্রে আচার্য চাণক্য কে সর্বকালের সেরা পণ্ডিত হিসেবে গণ্য করা হয়। আচার্য চাণক্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের গুরুদেব। মানুষের জীবনে চলার বিভিন্ন প্রকার কৌশল নিয়ে রচিত তার গ্রন্থটির “চাণক্য নীতি” নামে বিশ্বখ্যাত।

যে সব ব্যক্তি প্রতিদিন চাণক্য নীতি অভ্যেস করেন এবং আচার্য চাণক্যের জীবন দর্শন এর মর্মার্থ বুঝে তা আত্মস্থ করতে পারেন, তাদের জীবনে কোন প্রকার দুঃখ দুর্দশা থাকে না।

বাসস্থান আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ চাহিদা।এই বাসস্থান হওয়া উচিত পরিষ্কার-পরিচ্ছন্ন এবং পবিত্র। আচার্য চাণক্য তার চাণক্য নীতিতে এই বাসস্থান সম্পর্কেই এমন পাঁচটি নীতি উল্লেখ করেছেন যা আমাদের বাসস্থান নির্ধারণ করার আগে কিংবা তৈরি করার আগে অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। আজকে প্রতিবেদনে সেই পাঁচটি নীতি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করা হলো।

১) আচার্য চাণক্য বলেছেন যে, যে স্থানের মানুষ ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে না, সেই স্থানের মানুষ পরস্পরের প্রতিও শ্রদ্ধাশীল নয়। এই প্রকার যে কোন স্থানকে আমাদের বাসস্থান হিসেবে বেছে নেওয়া উচিত নয়। কারণ এই প্রকার বাসস্থান কখনোই আপনার জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে না।

২) চাণক্য নীতি অনুযায়ী, যে স্থানে উপার্জন করার তেমন কোন উপায় নেই, সেই স্থানে কোন সুস্থ ব্যক্তি বসবাস করা শোভা পায় না। যে স্থানে উপার্জন করার উপায় নেই, সেখানে জীবনধারণ করা সম্পূর্ণভাবে অনুচিত। তাই এমন কোন স্থান যদি আপনি বাসস্থান হিসেবে বেছে নেন, তাহলে আপনার জীবনে কখনোই সুখ শান্তি আসবে না।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

৩) আচার্য চাণক্যের মতে, যে স্থানের বাসিন্দাদের সমাজ এবং আইন সম্পর্কে কোন প্রকার ভীতি থাকে না, সেই স্থানে বসবাস করা উচিত নয়। তার কারণ, আইন সম্পর্কে কোন প্রকার ভীতি না থাকার দরুন সেই স্থানের বাসিন্দারা নিজের কর্মফল সম্পর্কে কখনোই চিন্তিত হন না। আর এইরকম স্থান বাসস্থান হিসেবে কোন ভাবেই নিরাপদ নয়।

৪) আচার্য চাণক্য বলেছেন যে, যে স্থানের বাসিন্দারা বেশির ভাগই স্বার্থপর, সেই স্থান কখনো আদর্শ বাসস্থান হওয়ার যোগ্য নয়। কারণ এইরকম স্থানের বাসিন্দাদের জীবন সর্বদাই দুর্ভোগ এবং অশান্তিতে ভুগতে থাকে।

৫) চাণক্য নীতি অনুযায়ী, যে স্থানের বাসিন্দারা কোন প্রকার দান করেন না বা করার ইচ্ছা রাখেন না এবং অপরের সমস্যায় বিমুখ থাকেন, সেই স্থানে কোন সমাজবদ্ধ সভ্য ব্যক্তিরা বসবাস করতে পারে না। কারণ, এইরকম স্থানে থাকা বাসিন্দাদের জীবন সর্বদাই সঙ্গিহীন এবং নিরাপত্তাহীন হয়ে থাকে ।

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp গ্রুপে যুক্ত হন