Chanakya Niti: জীবনের কঠিন সময়ে এই ৫ ‘বন্ধু’ আপনাকে রক্ষা করবে! ঘরবে ভাগ্যের চাকা, আসবে সুখ
Chanakya Niti: আমাদের জীবনের একটা অবিচ্ছিন্ন অধ্যায় হলো সমস্যা। জীবনে চলার পথে প্রতি পদে পদে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। এক একটা সমস্যা এক একটা চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জের মুখোমুখি না হলে কখনোই একজন প্রকৃত মানুষ হয়ে ওঠা যায় না।
জীবনের প্রতিটি সমস্যার মোকাবিলা করার কিছু নির্দিষ্ট পদ্ধতি থাকে। তবে বেশিরভাগ সময়েই সেই কৌশল সম্পর্কে অবগত না থাকার কারণে আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই । তাই জীবনে সঠিক পথে চলতে গেলে আমাদের জানতে হবে “চাণক্য নীতি” (Chanakya Niti) ।
আচার্য চাণক্য(Chaanakya) ছিলেন একজন মহান পন্ডিত (scholar) এবং মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত মৌর্যের (Chandragupta Mourya) গুরু। প্রাচীন ভারতে কূটনীতি এবং অর্থনীতি শাস্ত্রে ওনার সমতুল্য কেউ ছিলেন না । এমনকি বর্তমান সময়েও তার কূটনৈতিক এবং অর্থনৈতিক জ্ঞান ও কৌশলের চর্চা ভারত তথা সমগ্র বিশ্বজউড়ে হয়। আচার্য চাণক্য দ্বারা রচিত নীতি শাস্ত্র “চাণক্য নীতি” নামে বিশ্বখ্যাত যাতে জীবনের চলার বিভিন্ন রকম কৌশল সম্পর্কে বর্ণনা করা হয়েছে । আমরা যদি জীবনে চলার পথে এই চাণক্য নীতি অনুসরণ করি , তাহলে জীবনের সফল হতে আমরা বাধ্য । তাই জীবনের কঠিন সময় কিভাবে এই চাণক্য নীতি আমাদের পথ দেখাবে , সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হলো আজকের প্রতিবেদনে।
স্বাস্থ্যই সম্পদ (Health is wealth):
শরীর সুস্থ – সবল না থাকলে জীবনের কোন কাজই আমরা করতে সক্ষম হব না। তাই আমাদের উচিত নিয়মিত শরীরের যত্ন নেওয়া । প্রতিনিয়ত শরীরচর্চা, পরিমিত আহার ইত্যাদির মাধ্যমে প্রতিনিয়ত শরীরকে সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ । এর পাশাপাশি আমাদের উচিত মানসিক স্বাস্থ্যেরও যত্ন নেওয়া। একটি সুস্থ শরীর এবং সতেজ মনই পারে যে কোন কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে।
ভবিষ্যতের জন্য সঞ্চয় (Saving for the Future) :
ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় একটা সুলক্ষণ। আয় অনুযায়ী পরিমিত ব্যয় এবং ভবিষ্যতে সুরক্ষার কথা ভেবে অর্থ সঞ্চয় করা – এই দুটি হল সফল জীবনের অন্যতম চাবিকাঠি। জীবনের যে কোন সমস্যার সমাধানের মূলে থাকে অর্থ। তাই আপনি যখন কোন কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন, তখন এই অর্থই আপনাকে পরম বন্ধুর মতো সহায়তা করবে। অর্থাভাব জীবনের কঠিন সময় কে কঠিনতম করে তোলে। তাই ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় একটা সফল জীবনের লক্ষণ।
সাহসিকতা (Bravery) :
জীবনের কঠিন সময়ে সমস্যার মোকাবিলা করার জন্য প্রয়োজন মনের অসীম সাহস এবং প্রিয়জনদের সাথে একতা। সব সময় যেমন অন্যের কথা বা সমালোচনা শোনার প্রয়োজন নেই, তেমনি অনেক কঠিন পরিস্থিতিতে নিজের পরিবার এবং বন্ধুদের থেকে বুদ্ধি নিলে এবং তাদের কথা মেনে চললে আমরা সেই পরিস্থিতি থেকে সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হই। তাই আমাদের উচিত নে সাহস রাখা এবং অহংকার থেকে বেরিয়ে এসে সঠিক সিদ্ধান্ত নেওয়া।
সঠিক পরিকল্পনা (Proper planning) :
প্রতিটি সমস্যা সমাধান থাকে এবং সমাধান খুঁজে বের করার একটা নির্দিষ্ট কৌশল থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সঠিক পরিকল্পনার অভাবে আমরা সেই সমাধান খুঁজে বের করতে সক্ষম হই না। তাই কঠিন পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে আমাদের উচিত ঠান্ডা মাথায় পরিস্থিতিকে বিশ্লেষণ করা এবং সমস্যার মোকাবিলার জন্য সঠিক পরিকল্পনা করা ।
সতর্কতা (Alertness) :
জীবনের কঠিন সময় গুলোতে সতর্ক থাকা খুব জরুরি। অসাবধানতার ফলে হওয়া যে কোন ছোটখাটো ভুল জীবনে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। তাই আমাদের উচিত যে কোন কঠিন পরিস্থিতিতে সতর্কতার সাথে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া ।
আচার্য চাণক্যের মতে উপরের এই নীতিগুলি যদি জীবনে মেনে চলা যায় , তাহলেজীবনে সফল হওয়া থেকে আমাদের কেউই আটকাতে পারবে না।