Indian Railways: ট্রেনের গায়ে লেখা ৫ ডিজিট কোডের ওয়েতহ জানেন? কী কাজে আসে এই নম্বর?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আপনি নিশ্চয়ই কমবেশি দূর পাল্লার ট্রেনে যাতায়াত করেছেন। কিন্তু কখনও কি লক্ষ্য করে দেখেছেন ট্রেনের প্রতিটি কামরার মধ্যেই একটি ৫ অক্ষরের নম্বর লেখা থাকে। জানেন কি এই নম্বরগুলির অর্থ কি?

প্রতিদিন হাজার হাজার দূরপাল্লার ট্রেন বিভিন্ন রুটের মধ্যে চলছে। ট্রেনের গায়ে লেখা ৫ অক্ষরের নম্বরগুলি ট্রেনকে শনাক্তকরণের জন্যই দেওয়া থাকে। ৫ অক্ষরের এই নম্বরের মধ্যে প্রথম দুটি নম্বর বোঝায় কোন সালে ট্রেনের এই কামরাটি তৈরি হয়েছে। শেষের তিনটি সংখ্যা কামরাটি কোন শ্রেণির কামরা সেটি বোঝায়।

ধরুন আপনি ট্রেনের যে কোচটিতে যাত্রা করছেন তার গায়ে লেখা ২২৩৫৮। অর্থাৎ ট্রেনের এই কোচটি ২০২২ সালে তৈরি হয়েছে। শেষের তিনটি নম্বর কামরাটি কোন শ্রেণির সেটি বোঝায়। অর্থাৎ কোচটি এসি, সিপার ক্লাস নাকি জেনারেল কামরা সেটি এই নম্বর দেখে বোঝা যায়।

১. এসি ফার্স্ট ক্লাসের জন্য ০০১ থেকে ০২৫ নম্বরগুলি বোঝায়।

২. ০২৬ থেকে ১০০ এই নম্বরগুলি বোঝায় এসি ২ টায়ারের জন্য।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

৩. ১০১ থেকে ১৫০ নম্বর বোঝায় এসি ৩ টায়ারের জন্য।

৪. চেয়ার কারের জন্য ১৫১ থেকে ২০০ নম্বরগুলি বোঝায়।

৫. ২০১ থেকে ৪০০ নম্বরগুলি স্লিপার ক্লাস বোঝায়।

৬. ৪০০ থেকে ৬০০ নম্বরগুলি জেনারেল কামরাকে বোঝায়।

৭. ৬০০ থেকে ৭০০ নম্বর গুলি সেকেন্ড ক্লাসের কামরাকে বোঝায়।

৮. এছাড়াও কোনও কোচের শেষ তিনটি নম্বর ৮০০ এবং এর বেশি হয় তবে সেটি জেনারেটর বা প্যান্ট্রি কারকে বোঝায়।

Shreya Goswami

Content Writer