National Green Tribunal Vacancy 2025: ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালে ১৮টি পদে কর্মী নিয়োগ! বেতন প্রতিমাসে ৪৭ হাজার টাকা।

National Green Tribunal Vacancy 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের দপ্তরে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার দুর্দান্ত একটি সুযোগ রয়েছে! পশ্চিমবঙ্গ রাজ্যে এমন অনেক চাকরিপ্রার্থী রয়েছেন, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে সরকারি দপ্তরের কর্মী হিসেবে নিযুক্ত হবেন বলে অধীর আগ্রহে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অথচ সরকারি দপ্তর গুলিতে কর্মী নিয়োগের প্রবল প্রতিযোগিতায় নিজেদের ঠাঁই করতে পারছেন না অনেকেই। তাই চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল এর পক্ষ থেকে বেশ কয়েকটি পৃথক পদের বিবরণ আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের জানাতে চলেছি।

ইচ্ছুক চাকরি প্রার্থীরা এখানে গ্রাজুয়েশন পাস যোগ্যতা থেকেই আবেদন জানাতে পারবেন। এছাড়াও বিভিন্ন পদে আবেদনের জন্য কোন কোন যোগ্যতা প্রয়োজন হবে? এখানে কোন কোন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে? প্রতি মাসে কর্মীরা কত বেতন পাবেন? কিভাবে নিয়োগ করা হবে? কিভাবে আবেদন জানাবেন? সমস্ত প্রয়োজনীয় তথ্যের উল্লেখ থাকবে আজকের প্রতিবেদনে।

Important Dates

আবেদন শুরুইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন শেষ ১৫/০৪/২০২৫

Read More: রেলওয়েতে ১০৮টি শুন্যপদে কর্মী নিয়োগ! মহিলারাও আবেদন করতে পারবেন।

National Green Tribunal Vacancy 2025

মূলত চারটি গুরুত্বপূর্ণ পদেই ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল এর পক্ষ থেকে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।

  1. এসিস্ট্যান্ট রেজিস্টারার।
  2. একাউন্টস অফিসার।
  3. প্রাইভেট সেক্রেটারি।
  4. প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি।

মোট শূন্যপদ

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, উল্লেখিত (National Green Tribunal Vacancy 2025) সমস্ত পদ মিলিয়ে মোট ১৮টি শূন্য পদ রয়েছে।

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা

  1. কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের যে কোন সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিরা উল্লেখিত পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন।
  2. তবে এসিস্ট্যান্ট রেজিস্টারার পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে আবশ্যিকভাবে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত LLB ডিগ্রি অর্জন করে থাকতে হবে।
  3. অপরদিকে অন্যান্য পদগুলির জন্য চাকরি প্রার্থীরা ন্যূনতম গ্রাজুয়েট হলেই আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন

পদের নামপ্রতিমাসে বেতন
প্রাইভেট সেক্রেটারি৪৭,৬০০/- টাকা
এসিস্ট্যান্ট রেজিস্টারার৬৭,৭০০/- টাকা
প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি৬৭,৭০০/- টাকা
একাউন্টস অফিসার৫৩,১০০/- টাকা

আবেদন পদ্ধতি

উল্লেখিত পদগুলির জন্য আবেদনে ইচ্ছুক সকল চাকরিপ্রার্থীকে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তির সাথে থাকা সম্পূর্ণ আবেদন পত্রটি প্রথমে প্রিন্ট করিয়ে নেবেন এবং তারপর হাতে-কলমে যথাযথ তথ্যের সাথে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল এর সদর কার্যালয়ে জমা করে দেবেন।

Important Links

National Green Tribunal Vacancy 2025Click Here
Official Notification Download PDF

Leave a Comment