SSC-রায়ে ‘যোগ্য’ চাকরিহারাদের উদ্দ্যেশ্যে কী পরামর্শ মোদীর? বিশেষ নির্দেশ দিলেন রাজ্য BJP-কে
গোটা দেশ জুড়ে চলছে নির্বাচনী প্রক্রিয়া (Lok Sabha Election 2024)। তাই প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী – কারোরই এখন বিরাম নেই। নির্বাচন প্রক্রিয়ার সাথে পাল্লা দিয়ে চলছে নির্বাচনের প্রচার। তাই শুক্রবার বাংলায় তিন দফায় ভোটের প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
ভাষণ দেওয়ার সময় পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী । নিয়োগ দুর্নীতির তীব্র নিন্দা করে তিনি বলেছেন- “শিক্ষক নিয়োগে লক্ষ লক্ষ যুবকের সঙ্গে প্রতারণা হয়েছে। নোটের বান্ডিল গুনতে গুনতে মেশিন ক্লান্ত হয়ে পড়তো বাংলায় । এত টাকা মেরেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বহু যোগ্য প্রার্থীর জীবন তছনছ হয়ে গেছে। বহু নির্দোষ মানুষ রয়েছেন যারা শিক্ষক হওয়ার যোগ্য। বাকিদের পাপের জন্য ওই নির্দোষরা বিপদে পড়েছেন। আমরা পার্টির তরফে যাদের চাকরি গেছে , তাদের মধ্যে যোগ্য ও নির্দোষদের সাহায্য করবো।”
চাকরি হারা মানুষদের ভরসা যোগাতে তিনি আরো বললেন যে – “প্রদেশ স্তরে একটা লিগ্যাল সেল আর সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম তৈরি করা হবে। বিজেপি এদের আইনি সাহায্য দেবে। ইমানদারদের সঙ্গে থাকবো। বাংলার ইউনিট এই কাজ করবে। যারা বেইমানি করেছে, তারা ভুগবে। কিন্তু যোগ্যরাও ফেঁসে গেছে । ” যেসব যোগ্য ব্যক্তি চাকরি হারিয়েছেন, তাদেরকে ন্যায় বিচার দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ।
কার্যত গোটা ভারতে এখন ভোটের আবহাওয়া। তাই মাননীয় প্রধানমন্ত্রীরও প্রচারকার্যে কোন বিরাম নেই। আপাতত দেশের দুই দফা ভোট সম্পূর্ণ হয়েছে। তাই তৃতীয় দফা ভোটের আগে আবারো নির্বাচনী প্রচারে বেরিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই সূত্রে শুক্রবার প্রধানমন্ত্রী এসেছেন পশ্চিমবঙ্গে – তিন দফায় ভোটের প্রচারে।
ভাষণে তিনি বলেন – “ঈশ্বররূপী জনতার আশীর্বাদ আমার মতো গোটা বিশ্বে কেউ পায়নি। বছর বছর এই আশীর্বাদ বেড়ে চলুক।” সভায় উপস্থিত আমজনতার উদ্দেশ্যে তিনি বলেন – “আমি ফূর্তি করার জন্য জন্মাইনি । আমি নিজের জন্য বাঁচতে চাই না। আপনাদের সেবা করার সংকল্প নিয়ে ভারত মাতার পায়ে মাথা পেতে দিয়েছি। ১৪০ কোটি দেশবাসীর সেবা করতে চাই।”
নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতটা তিনি রাজভবনে কাটিয়েছেন। শুক্রবার সকালে প্রথম দফার নির্বাচনী প্রচারের জন্য তিনি যান বর্ধমান। বর্ধমানে প্রচার সভা শুরু করেন সকাল ১১ টায়। এরপরে দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারের জন্য তিনি যান কৃষ্ণনগর। সেখানে সভা শুরু হয় সাড়ে ১২ টায়। কৃষ্ণনগরের সভা শেষ করে প্রধানমন্ত্রী রওনা দেন বোলপুরে – তৃতীয় দফার নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে। বোলপুরে সভা শুরু হওয়ার কথা দুপুর আড়াইটে। বোলপুরের সভা শেষ করে প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেবেন।