Scholarship: ২০,০০০ টাকা দেবে সরকার ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য, আবেদন পদ্ধতি জেনে নিন
ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ। এদের মধ্যেই লুকিয়ে থাকে আগামী ভবিষ্যতের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী ইত্যাদি প্রতিভা। বর্তমানে মূল্য বৃদ্ধির বাজারে সুষ্ঠুভাবে পড়াশোনা চালিয়ে যেতেও প্রয়োজন যথেষ্ট পরিমাণ অর্থের। এই অর্থের অভাবে বহু মেধাবী ছাত্র-ছাত্রী সঠিকভাবে পড়াশোনা চালাতে সক্ষম হয় না।
তাই ছাত্র-ছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রয়েছে একটি খুশির খবর। আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্র-ছাত্রীদের সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকার একটি স্কলারশিপ (Scholarship) এর আয়োজন করেছেন। মেধাবী হওয়া স্বত্ত্বেও যেসব ছাত্র-ছাত্রীরা যথেষ্ট অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণে সক্ষম হয় না, তাদের জন্যই কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প।
নির্দিষ্ট এই প্রকল্পের ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। প্রকল্পটিতে আবেদন করলে ছাত্রছাত্রীরা প্রতি মাসে বৃত্তি হিসেবে একটি নির্দিষ্ট অংকের টাকা পাবেন। এর ফলে ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার পথ সহজ হবে।
প্রকল্পের নাম (Name of scheme):
আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার যে প্রকল্পটি চালু করেছেন, তা হলো প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনা (PM scholarship)। এই স্কলারশিপ চালু হলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় অনেক সুবিধা হবে। উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে আর্থিক সমস্যা গুলি দূর করবে এই প্রকল্প।
বৃত্তির পরিমাণ (Amount):
এই প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনায় ছাত্রছাত্রীরা প্রতিবছর ২০০০০ টাকা করে বৃত্তি পাবে।
আবেদনের যোগ্যতা (Qualification):
১) কলেজ এবং ইউনিভার্সিটি ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবে। কারণ, উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিবছর মোটা অংকের ফি জমা করতে হয় ছাত্র-ছাত্রীদের।
২) কেবলমাত্র sc/st/obc গোত্রের ছেলেমেয়েরাই এই বৃত্তি পাবে।
৩) পরিবারের বার্ষিক আয় ২০০০০০ টাকার বেশি হওয়া চলবে না।
৪) ছাত্র-ছাত্রীদের সর্বশেষ পরীক্ষায় ৬০% এর অধিক নাম্বার থাকতে হবে।
৫) পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে পাওয়া যাবে না এই স্কলারশিপ।
৬) এছাড়া ছাত্র-ছাত্রীদের অবশ্যই সরকারি কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে।