৩০০০ টাকা প্রতি মাসে পাবে পড়ুয়ারা! কারা কী ভাবে আবেদন করবেন?
আমাদের দেশে এমন অনেক পড়ুয়া রয়েছে যারা টাকার অভাবে নিজেদের শিক্ষার কাজ চালিয়ে যেতে পারে না। সরকার তাদের কথা ভেবে একাধিক স্কলারশিপ চালু করেছে যার মাধ্যমে পড়ুয়ারা আর্থিক সাহায্য পেয়ে নিজেদের পড়াশোনা বজায় রাখতে পারে। তেমনি এক স্কলারশিপের ব্যাপারে আজ আমরা এই প্রতিবেদনে আপনাদের জানাবো যেখানে আবেদন করলে মোটা অংকের অনুদান পাওয়া যাবে।
স্কলারশিপের নাম ও বিবরণ
কেন্দ্রীয় সরকার পরিচালিত এই স্কলারশিপটির নাম হল প্রধানমন্ত্রী বৃত্তি প্রকল্প বা পি এম স্কলারশিপ স্কিম (PM Scholarship Scheme)। এই স্কলারশিপ এর মাধ্যমে পড়ুয়াদের এককালীন ৩০০০ টাকা অনুদান দেওয়া হবে।
সেন্ট্রাল আর্মি ডিপার্টমেন্টের তরফ থেকে এই স্কলারশিপের অর্থ প্রদান করা হয়। পড়ুয়ারা যাতে সঠিকভাবে নিজেদের উচ্চ শিক্ষার কাজ চালিয়ে যেতে পারে তার জন্য সরকার এই টাকা প্রদান করে থাকে। এই স্কলারশিপের মাধ্যমে আরপিএফ রাইফেলস এবং আরপিএসএফের কোন পুলিশ কর্মী যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে তাদের সন্তানদেরও এই বৃত্তি প্রদান করা হয়।
কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে?
১) দেশের প্রাক্তন সেনা কর্মী, রেল কর্মী, পুলিশ কর্মী, প্রাক্তন কোস্টগার্ড কর্মী বিশেষত যারা জঙ্গি ও নকশাল হামলায় শহীদ হয়েছেন তাদের সন্তান ও বিধবাদের জন্য এই বৃত্তি প্রদান করা হবে।
২) এই প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৬০% নম্বর নিয়ে পাস করতে হবে।
৩) এই প্রকল্পের জন্য প্রতিবছর ২৭৫০ জন পুরুষ এবং ২৭৫০ জন মহিলাকে নির্বাচন করে মোট ৫৫০০ জন আবেদনকারীকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
৪) আবেদনকারী প্রার্থী অবশ্যই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অথবা UGC স্বীকৃত অন্যান্য যে কোন স্বীকৃত প্রতিষ্ঠানের শিক্ষার্থী হবে।
৫) আবেদনকারী অবশ্যই নিয়মিত ডিগ্রিধারী পড়ুয়া হবে।
৬) যদি আবেদনকারী অন্য কোন স্কলারশিপের সুবিধা পেয়ে থাকে তাহলে সে এই প্রকল্পের সুবিধা পাবে না।
আরও পড়ুন: Post Office Scheme: কোটিপতি করে দিতে পারে পোস্ট অফিসের এই স্কিম, বিস্তারিত জেনে নিন
স্কলারশিপের অনুদান
এই স্কলারশিপের মাধ্যমে মহিলা প্রার্থীদের ৩০০০ হাজার টাকা এবং পুরুষ প্রার্থীদের ২৫০০ টাকা প্রদান করা হয়।
আবেদন প্রক্রিয়া
১) এই স্কলারশিপে আবেদন করতে হলে প্রার্থীকে প্রথমে সেন্ট্রাল আর্মি ডিপার্টমেন্টের মূল অফিসিয়াল ওয়েবসাইট www.ksb.gov.in এ যেতে হবে।
২) এরপর সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পর নিজের নাম, বৈধ ইমেইল আইডি ও ফোন নম্বর দ্বারা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
৩) এরপর নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে লগইন করে Apply Now বাটনে ক্লিক করতে হবে।
৪) এতে সামনে একটি আবেদন পত্র প্রদর্শিত হবে। সেটি নিজের উপযুক্ত তথ্য দ্বারা সঠিকভাবে পূরণ করতে হবে।
৫) আবেদনপত্র পূরণের সঙ্গে সঙ্গে নিজের উপযুক্ত নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
৬) এরপর সব শেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।