Pan Card: প্যান কার্ডে ভুলআছে? এবার ঘরে বসেই তা সংশোধন করতে পারবেন! জেনে নিন পদ্ধতি
বর্তমান সময়ে প্যান কার্ড (PAN Card) হল আধার কার্ডের মতোই একটি গুরুত্বপূর্ণ নথি। আর্থিক লেনদেন সহ ট্যাক্স ও কর আদায়ের একাধিক কাজ প্যান কার্ডের মাধ্যমে হয়ে থাকে। তাই এই কার যাতে সব সময় সঠিক ও নির্ভুল থাকে তা দেখে নেওয়াও আমাদের কর্তব্য।
তবে অনেক সময় এই প্যান কার্ডে (PAN Card) কিছু তথ্য ভুল থেকে যায়। আর এখন অধিকাংশ মানুষেরই প্যান কার্ডের (PAN Card) নাম সহ একাধিক তথ্য ভুল থাকছে। তবে এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই কারণ প্যান কার্ডে (PAN Card) ভুল থাকলে তা বাড়িতে বসেই সংশোধন করা যাবে।
যদি কারো প্যান কার্ডে কোন তথ্য ভুল দেওয়া থাকে তাহলে তার জন্য তাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করা যাবে নিম্নলিখিত পদ্ধতিতে-
১) এর জন্য প্রথমে আয়কর বিভাগের ওয়েবসাইটে www.incometaxindia.gov.inযেতে হবে।
২) সেখান থেকে “PAN Card Services” ট্যাবে ক্লিক করার পর “Change/Correction in PAN Card”-এ ক্লিক করতে হবে।
৩) “Application Type” বিকল্প নির্বাচন করার পর পরবর্তী পদক্ষেপ হিসেবে “Change or Correction in Existing PAN Data” নির্বাচন করতে হবে।
৩) এরপর স্ক্রিনে প্যান নম্বর লেখার একটি জায়গা দেখা যাবে সেখানে নিজের প্যান কার্ডের নম্বরটি সঠিকভাবে লিখতে হবে।
৪) সবশেষে “Submit” বাটনে ক্লিক করলে একটি নতুন পেজ খুলে যাবে এখান থেকে আপনার ভুল তথ্যগুলির সংশোধন করতে পারবেন। তবে “আইডির প্রমাণ” এবং “ঠিকানার প্রমাণ” হিসাবে আধার কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হবে।
৫) এরপর ভুল সংশোধনের জন্য “আবেদন ফি” প্রদান করতে হবে।
৬) সবশেষে “Submit”-এ ক্লিক করতে হবে
অনলাইনে আবেদনের জন্য যেসব নথিপত্র গুলি লাগবে তাহলে নিম্নরূপ-
১) আধার কার্ড
২) ভোটার আইডি কার্ড
৩) রেশন কার্ড
৪) পাসপোর্ট
৫) ড্রাইভিং লাইসেন্স
সবার কথা ভেবে অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন জানানোর সুবিধা রয়েছে। তার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে।
১) অফলাইনে আবেদন করার জন্য প্রথমে আয়কর বিভাগের ওয়েবসাইট থেকে প্যান কার্ড পরিবর্তন/সংশোধনের জন্য আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
২) এরপরে সেগুলি নিজের সঠিক তথ্য দ্বারা পূরণ করার পর তার সঙ্গে নিজের ফটো যোগ করতে হবে।
৩) আবেদনের ফর্মের সঙ্গে সঙ্গে “আবেদন ফি” প্রদান করতে হবে।
৪) সব আবেদনপত্র ঠিকঠাক তৈরি হয়ে গেলে সেটি নিকটস্থ আয়কর বিভাগের অফিসে জমা করতে হবে।
অনলাইনে আবেদন করতে যেসব নথিপত্র লেগেছিল অফলাইন আবেদন করার জন্য সেই একই নথি লাগবে।
তবে অনলাইনে সংশোধনের করতে গেলে ফ্রি হিসেবে দিতে হবে ৮৫ টাকা (১২.৩৬ শতাংশ সার্ভিস ট্যাক্স সহ) আর যারা অফলাইনে সংশোধনের জন্য আবেদন করবে তাদের আবেদন ফ্রি হিসেবে দিতে হবে ১১০ টাকা (১২.৩৬ শতাংশ সার্ভিস ট্যাক্স সহ)
যদি আপনার প্যান কার্ডের (PAN Card) নাম ভুল থাকার কারণে আপনি আইকর বিভাগের নিকট নাম সংশোধনের আবেদন করেন তাহলে আপনার আবেদন করার পর আইকর বিভাগ আপনার আবেদন যাচাই করে দেখবে। যদি সেটি গ্রহণযোগ্য হয় তাহলে একটি নতুন প্যান কার্ডের জন্য একটি রসিদ দেওয়া হবে। এরপরে আপনার আবেদন করার ১৫ থেকে ৩০ দিনের মধ্যে আপনি বাড়িতে বসে নতুন প্যান কার্ড পেয়ে যাবেন।