SBI Business Idea: ৫০ হাজার টাকা প্রতি মাসে আয় করুন, এই সুযোগ দিচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
SBI Business Idea: বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বর্তমানে এই মন্দার বাজারে ব্যবসা করে উপার্জন করতে পারবেন প্রচুর অর্থ। এই ব্যবসা করে ঘরে বসে উপার্জন করতে পারবেন ৫০০০০ টাকা অবধি। আপনি সরাসরি স্টেট ব্যাংকের (SBI) সঙ্গে ব্যবসা করে উপার্জন করতে পারবেন অর্থ। বেকার চাকরিপ্রার্থীদের কাছে স্বল্প টাকার বিনিময়ে বাড়ি বসে ব্যবসা করে উপার্জন করার এটি একটি দারুণ উপায়।
মাস কয়েক আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) তরফ থেকে লেনদেনের প্রক্রিয়াকে আরও সহজ করে তুলতে Whatsapp-এর মাধ্যমে ব্যাংকিং পরিষেবা চালু হয়েছে। এই কারণে ব্যাংকের সাথে কাজ করে মাসে মাসে লাখ টাকার বেশি উপার্জনের সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এখন আপনি ভাবতে পারেন এত টাকা উপার্জন করা কি সম্ভব? কিভাবে করবেন এই পরিমাণ উপার্জন জানুন বিস্তারিত (SBI Bank ATM Franchise Business)।
এই সময় স্টেট ব্যাংকের (State Bank of India) প্রধান উদ্দেশ্য হল দেশের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়া। সে কারণেই দেশের সকল প্রান্তে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ATM Franchise প্রদান করছে। আপনি আপনার নিজস্ব এলাকায় একটি ATM Franchise বসিয়ে নিয়ে প্রতি মাসে প্রায় ৫০ হাজার টাকার বেশি অর্থ উপার্জন করতে পারবেন। তবে এই পরিমাণ অর্থ উপার্জনের জন্য আপনাকে কিছু শর্ত মেনে চলতে হবে।
কী কী শর্ত পূরণ করতে হবে ATM Franchise বসিয়ে অর্থ উপার্জনের জন্য?
ATM Franchise বসিয়ে অর্থ উপার্জনের জন্য আপনাকে যে শর্তগুলি মেনে চলতে হবে তা হল-
১. এটিএম (ATM) মেশিন বসানোর জন্য কমপক্ষে ৫০ বর্গফুট থেকে ৬০ বর্গফুট জমি থাকতে হবে। সেটা আপনার নিজস্ব হতে পারে অথবা ভাড়া হলেও হবে।
২. আপনি যে এলাকায় এটিএম (ATM) বসাতে চান তার নিকটবর্তী কমপক্ষে ১০০ মিটারের মধ্যে কোন ATM মেশিন থাকলে হবে না।
৩. আপনি যে স্থানে এই ATM মেশিন বসাতে চান সেই জায়গাটি অবশ্যই গ্রাউন্ড ফ্লোরে হতে হবে। এর সঙ্গে সেই স্থানে এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ২৪ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ থাকতে হবে।
আরও পড়ুন: নিয়োগ হবে রেলের একটি সংস্থায় ম্যানেজার পদে চাকরির সুযোগ! রইলো বিস্তারিত
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র :
১. ব্যাংকের পাসবুক (Bank Account)
২. আধার কার্ড (Aadhaar Card) অথবা ভোটার কার্ড (Voter Card)
৩. রেশন কার্ড (Ration Card)
৪. জমির নথি অথবা রেন্টের নথি।
৫. GST রেজিস্ট্রেশন।
৬. এছাড়াও আরো অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র।
বর্তমানে এই ব্যবসা দ্রুত গতিতে বাড়ছে। আপনি যদি এই ব্যবসা করতে আগ্রহী থাকেন তবে আপনার নিকটবর্তী SBI ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন। এই সংক্রান্ত সমস্ত তথ্য ভালোভাবে বিস্তারিত জেনে তারপর পদক্ষেপ নিন।