নিয়োগ হবে রেলের একটি সংস্থায় ম্যানেজার পদে চাকরির সুযোগ! রইলো বিস্তারিত
রেলটেল কর্পোরেশন-এর তরফ থেকে ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১ টি শূন্য পদে ৩ বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। নূন্যতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদনের কাজ চলছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এতে আবেদন করতে পারে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
রেলটেল কর্পোরেশন-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
রেলটেল কর্পোরেশনে ম্যানেজার (Railtel Corporation Jobs) পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এই চাকরিতে ১ টি মাত্র শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন: Make Money: এবার ভোরে হাঁটলেই পাবেন মোটা টাকা! শুধু ইনস্টল করুন এই অ্যাপগুলো
বয়সসীমা (Age Limit)
এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
এই পদের জন্য যারা নির্বাচিত হবে তাদের প্যারেন্ট পে এবং ডেপুটেশন অ্যালাউয়েন্সের ভিত্তিতে বেতন প্রদান করা হবে।
নিয়োগের স্থান (Place of Employment)
এই চাকরির পদে যারা নির্বাচিত হবে তাদের নিয়োগ করা হবে নর্দার্ন রিজিয়নের দায়িত্ব দিয়ে দিল্লিতে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: Aadhaar Card তৈরিতে ৩০,০০০ টাকা বেতনে চাকরির সুযোগ দিচ্ছে UIDAI! জেনে নিন বিস্তারিত
আবেদন প্রক্রিয়া (Application Process)
সংশ্লিষ্ট পদে আবেদন করা যাবে অফলাইন মাধ্যমে। আবেদনের জন্য প্রথমে এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট https://www.railtel.in-এ যেতে হবে। সেখান থেকে আবেদনের ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে তারপর সেটি নিজের উপযুক্ত তথ্য দ্বারা ভালো করে পূরণ করতে হবে। পরে এর সঙ্গে নিজের কিছু প্রয়োজনীয় নথি জেরক্স করে মূল ফর্মের সঙ্গে তা যোগ করতে হবে। তারপর সবগুলি একটি খামের মধ্যে ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে জমা করে আসতে হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
যারা এই পদে চাকরির জন্য আবেদন করতে চায় তাদের যোগ্যতা হিসেবে ৪ বছর ৭ ম পে লেভেলে কোনও সরকারি সংস্থায় কাজ করে থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে। এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২২ এপ্রিল অর্থাৎ আগামী মে মাসের ২২ তারিখ পর্যন্ত এই চাকরির পদে আবেদন করা যাবে।