Make Money: এবার ভোরে হাঁটলেই পাবেন মোটা টাকা! শুধু ইনস্টল করুন এই অ্যাপগুলো
ঠিক কতটা পথ অতিক্রান্ত করলে পথিক হওয়া যায়? এর সঠিক উত্তর জানা এখনও অবধি সম্ভব হয়নি। কিন্তু আপনি যদি হাঁটাহাঁটি করেন তবে পকেটে আসতে পারেন দুই পয়সা। শুনতে অবাক লাগলেও এ কথা সত্যি। বর্তমানে এমন একাধিক অ্যাপ রয়েছে যেখানে হাঁটার জন্য দেওয়া হয় অর্থ। আপনি কত কিলোমিটার হাঁটছেন সেই হিসাব অনুযায়ী আপনার ওয়ালেটে জমবে অর্থ। স্বাস্থ্য ভালো রাখার সাথে সাথে আপনি করতে পারবেন অর্থ উপার্জন। তাই এই দুর্দান্ত সুযোগ হাতছাড়া করবেন না। আজকের এই প্রতিবেদন এই সুযোগ সম্পর্কেই জেনে নিন বিস্তারিত তথ্য।
সুইটকয়েন:
আপনি যদি হাজার পা অর্থাৎ প্রায় হাফ মেইল হাটেন তবে পাবেন ০.৯৫ সুইটকয়েন। আপনি ২০ মিনিটের জন্য পাবেন ডবল সুইট কয়েন উপার্জনের সুবিধা। আপনি ডিসকাউন্ট বা কেনাকাটার জন্য এই সুইট কয়েন ব্যবহার করতে পারবেন। IOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারী গ্রাহকরা এই অ্যাপটি ব্যবহার করে উপার্জন করতে পারবেন।
বেটারপয়েন্টস:
এটিও সুইটকয়েনের সমতুল্য। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকদের ব্যায়াম, হাঁটাহাটি, দৌড় বা সাইকেল চালানোর বিনিময়ে প্রদান করা হয় পয়েন্ট। ২ হাজার বেটারপয়েন্টেসের পরিবর্তে আপনি পাবেন ২ পাউন্ডের আর্গোস গিফট কার্ড। ৫ হাজার বেটারপয়েন্টেসে পরিবর্তে আপনি পাবেন ৫ পাউন্ডের কারি গিফট কার্ড। IOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা এই অ্যাপ ইন্সটল করতে পারবেন।
উইনওয়াক:
আপনি উইনওয়াক অ্যাপ এর মাধ্যমে প্রত্যাহক ১০০ পা থেকে ১০ হাজার পা হেঁটে উপার্জন করতে পারবেন। আপনি প্রায় ১০০ কয়েন অবধি উপার্জন করতে পারবেন। এই উপার্জিত কয়েনগুলি Costa, Primark এবং Marks & Spencer-এ ভাঙাতে পারবেন। ২১ হাজার কয়েনের পরিবর্তে আপনি পাবেন ১০ পাউন্ডের ভাউচার। কেবলমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা এই অ্যাপটি ইনস্টল করতে পারবেন।
আরও পড়ুন: Aadhaar Card তৈরিতে ৩০,০০০ টাকা বেতনে চাকরির সুযোগ দিচ্ছে UIDAI! জেনে নিন বিস্তারিত
উইওয়ার্ড:
এই অ্যাপ ব্যবহারকারীরা পা বা কদম হিসাবে ওয়ার্ড পেয়ে থাকেন। কোন গ্রাহক যদি ৩ হাজার পা হাঁটেন তবে তিনি পাবেন ৩ ওয়ার্ড। ২০ হাজার পা হাঁটলে পাবেন ২৫ ওয়ার্ড। প্রত্যহ নতুন করে ওয়ার্ড সেট থাকে। আপনি যদি ৩ হাজার ওয়ার্ড পান তবে তার বিনিময়ে পাবেন ১৫ পাউন্ড। এই অ্যাপে সরাসরি ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। IOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা এই অ্যাপটি ইনস্টল করতে পারবেন।
চ্যারিটি মাইলস:
এই অ্যাপটি অর্থ উপার্জনের মাধ্যম নয়। হাঁটাহাঁটি, দৌড়, নাচ বা সাইকেল চালানোর পরিবর্তে এই অ্যাপে গ্রাহকরা পেয়ে থাকেন পয়েন্ট এবং সেই পয়েন্ট কোনো দাতব্য প্রতিষ্ঠানে দান করতে হয় গ্রাহকদের। সংশ্লিষ্ট এই অ্যাপটিতে সাইন আপ করে দাতব্য চিকিৎসালয় বেছে নিতে হয় গ্রাহকদের। গ্রাহকরা যে পরিমাণ অর্থ এই অ্যাপের মাধ্যমে উপার্জন করেন সেটি চলে যায় সেই দাতব্য প্রতিষ্ঠানে।
আরও পড়ুন: Vastu Tips for Money Purse: এই ৫ জিনিস মানিব্যাগে অবশ্যই রাখুন,টাকা আসবে হু হু করে! অভাব হবে না
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন: Double Money: টাকা হয়ে যাবে ডবল! এই স্কিমে ৩ লাখ টাকা রাখলে পাবেন ৬ লাখ টাকা, দেখে নিন হিসেব