Vastu Tips for Money Purse: এই ৫ জিনিস মানিব্যাগে অবশ্যই রাখুন,টাকা আসবে হু হু করে! অভাব হবে না

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

কথায় আছে, টাকা দিয়ে নাকি সুখ কেনা যায় না। কিন্তু আমাদের জীবনে সুখ – স্বাচ্ছন্দ্য আনতে পারে এমন প্রতিটা জিনিসের জন্যই আমাদের অর্থের প্রয়োজন। ভালো বাড়ি বানানো , ভালো খাবার, ছেলে মেয়ের ভালো এডুকেশন (Education), ভালো চিকিৎসা (Treatment) – সবকিছুর জন্যই প্রয়োজন অর্থ । নিজের এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতেও প্রয়োজন অর্থের। তাই অর্থ আমাদের জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য, শান্তি, আত্মবিশ্বাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।

অর্থের পাশাপাশি যেসব জায়গায় আমরা টাকা – পয়সা রাখি, সেই জায়গাগুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণ :- বাড়ির আলমারি , মানিব্যাগ (Money Bag), টেবিলের ড্রয়ার ইত্যাদি । এই অর্থ রাখার স্থানগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অর্থের দেবী মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখার জন্য কিছু নিয়ম বিধি মেনে চলা অত্যাবশক।

অথচ ,অনেক সময়েই আমরা চিন্তাভাবনা না করেই এমন কিছু জিনিস এই স্থানগুলিতে রেখে দিই যার ফলে ভবিষ্যতে আমাদের আর্থিক সংকটে পড়তে হয়। বোকারো চাস ভবিষ্যৎ দর্শন কেন্দ্রের সিনিয়র জ্যোতিষী সত্যনারায়ণ শর্মা এই সমস্যার সমাধান এবং গুরুত্ব সম্পর্কে আমাদের অবগত করেছেন। সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর উদ্দেশ্যেই আজকের এই প্রতিবেদন।

শুভ জিনিস :

১) সম্পদের দেবী (Goddess of weath) হলেন মা লক্ষ্মী। লক্ষী দেবীর বীজ মন্ত্র খোদাই করা থাকে শ্রীযন্ত্রে । তাই আপনি যদি আপনার ঘরে শ্রীযন্ত্র স্থাপন করেন , তাহলে আপনার জীবনে সুখ- সমৃদ্ধি উপছে পড়বে ।

আরও পড়ুন: Double Money: টাকা হয়ে যাবে ডবল! এই স্কিমে ৩ লাখ টাকা রাখলে পাবেন ৬ লাখ টাকা, দেখে নিন হিসেব

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

২) আপনার মানিব্যাগে সর্বদা একটি শ্রীযন্ত্রের ছবি রাখবেন। আপনার জীবনে কখনো অর্থাভাব দেখা দেবে না।

৩) এছাড়াও আপনি আপনার মানিব্যাগে বা পার্সে মা লক্ষ্মীর ছবিও রাখতে পারেন । এটি অত্যন্ত শুভ । এর ফলে মা লক্ষ্মী আপনার উপরে আশীর্বাদী দৃষ্টি নিক্ষেপ করবেন এবং আপনি কখনো অর্থ সংকটের মুখোমুখি হবেন না ।

৪) বাস্তুশাস্ত্র মতে, ফিটকারিকে (Phitkari) অত্যন্ত শুভ মনে করা হয়। এটির ইতিবাচক শক্তিকে (positive energy) আকর্ষণ করার ক্ষমতা আছে । তাই আপনি আপনার মানিব্যাগ (Money bag) বা পার্সে এক টুকরো ফিটকারিও রাখতে পারেন । এর ফলে আপনি জীবনে আর্থিক উন্নতি লাভ করবেন। এছাড়াও ইতিবাচক শক্তির প্রভাবে আপনি অপরিমিত ব্যয়ের হাত থেকেও বাঁচবেন।

৫) ধান (Rice) হলো মা লক্ষ্মীর প্রতীক । অনেকেই লক্ষ্মী প্রতিমার পরিবর্তে ধানের শীষ বা ঘড়া ভর্তি ধান কেও মা লক্ষ্মী মেনে পুজো করে । তাই আপনি আপনার মানি ব্যাগে যদি একটি অবিচ্ছিন্ন ধানের শীষ রাখেন , এটি আপনার জীবনে অনেক সমৃদ্ধি বয়ে আনবে।

অশুভ জিনিস :

৬) জ্যোতিষশাস্ত্র (Astrology) মতে , এমন কিছু জিনিস আছে যা পার্সে রাখা অশুভ । উদাহরণ :- পুরনো টিকিট, পুরনো বিল ইত্যাদি । এই ধরনের জিনিস মানিব্যাগে রাখলে তা আপনার জীবন থেকে সমৃদ্ধিকে অনেক দূরে সরিয়ে দেয় । জীবনে ঋণের বোঝা বাড়ে।

৭) এছাড়াও গুটখা, তামাক , বিড়ি, সিগারেট ইত্যাদি নেশার দ্রব্য মানিব্যাগে রাখা অত্যন্ত অশুভ। মা লক্ষী হলেন পবিত্রতার প্রতীক । তাই নেশার জিনিসের মত অপবিত্র বস্তু মানিব্যাগে রাখার অর্থ মা লক্ষ্মীকে অসম্মান করা।

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp গ্রুপে যুক্ত হন