WB Scholarship 2025: বর্তমানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার উদ্দেশ্যে একাধিক স্কলারশিপ প্রকল্প চালু রয়েছে। তবে অনেক সময় ছাত্রছাত্রীরা বুঝে উঠতে পারে না, ঠিক কত নম্বর পেলে কোন স্কলারশিপে আবেদন করা যাবে। এই কারণে এবার বিস্তারিতভাবে জানানো হচ্ছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কত নম্বর পেলে কোন কোন স্কলারশিপের জন্য আবেদন করা সম্ভব। এখানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক যোগ্যতায় প্রতিটি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন ছাত্রছাত্রীরা।
WB Scholarship 2025
২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের পর থেকেই একাধিক স্কলারশিপের (WB Scholarship 2025) আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শুধু সরকারি স্কলারশিপ নয়, বিভিন্ন বেসরকারি সংস্থাও দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য নানা স্কলারশিপ প্রকল্প চালু করেছে। এই স্কলারশিপগুলির বেশিরভাগের জন্য মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৫০% নম্বর প্রয়োজন। তবে শর্ত হিসেবে প্রার্থীদের অবশ্যই পরবর্তী উচ্চশিক্ষার কোর্সে ভর্তি হতে হবে।
৫০% নম্বরে আবেদনযোগ্য সরকারি স্কলারশিপ
যেসব ছাত্রছাত্রী ইতিমধ্যেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ভর্তি হয়েছেন এবং পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর পেয়েছেন, তারা একাধিক সরকারি স্কলারশিপ (WB Scholarship 2025) এর জন্য আবেদন করতে পারবেন। উদাহরণস্বরূপ, মাধ্যমিক পরীক্ষায় ৭০০ নম্বরের মধ্যে কমপক্ষে ৩৫০ নম্বর বা উচ্চমাধ্যমিকে বেস্ট-অফ-ফাইভ অনুযায়ী ৫০০ নম্বরের মধ্যে অন্তত ২৫০ নম্বর পেলে এই স্কলারশিপগুলিতে আবেদন করা সম্ভব।
১) ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship) — তপশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক যোগ্যতায় এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বৃত্তির পরিমাণ ২,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত।
২) ন্যাশনাল স্কলারশিপ (National Scholarship) — মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়ুয়ারা আবেদন করতে পারেন। এই স্কলারশিপের মাধ্যমে বছরে ১০,০০০ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়।
৩) নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship) — পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী তহবিল থেকে দেওয়া হয়। ৫০%-৬০% নম্বর থাকলে আবেদনযোগ্য, বৃত্তির পরিমাণ বছরে প্রায় ১০,০০০ টাকা।
৪) ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship) — পিছিয়ে পড়া ও অর্থনৈতিকভাবে দুর্বল মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ও পার্সি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য। বছরে ৬,০০০ টাকা থেকে ৩৩,০০০ টাকা পর্যন্ত বৃত্তি মেলে।
Bharti Airtel Scholarship – Apply Now
৬০% বা তার বেশি নম্বরে সরকারি স্কলারশিপ
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্যও একাধিক মেধাভিত্তিক (WB Scholarship 2025) স্কলারশিপ রয়েছে। এর জন্য সাধারণত মাধ্যমিকে কমপক্ষে ৪২০ নম্বর (৭০০-এ) এবং উচ্চমাধ্যমিকে বেস্ট-অফ-ফাইভ অনুযায়ী অন্তত ৩০০ নম্বর প্রয়োজন।
১) স্বামী বিবেকানন্দ (SVMCM) স্কলারশিপ — বিকাশ ভবন স্কলারশিপ নামেও পরিচিত। কোর্স ভেদে বছরে ১২,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত বৃত্তি মেলে।
Apply Now- Click Here
২) ঐক্যশ্রী SVMCM স্কলারশিপ — তপশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণির মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। SVMCM-র মতোই বছরে ১২,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত বৃত্তি।
Apply Now- Click Here
উপরোক্ত সরকারি স্কলারশিপ ছাড়াও একাধিক বেসরকারি স্কলারশিপের সুযোগও রয়েছে। সবশেষে ২০২৫ সালের সব স্কলারশিপের বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি জানতে নিচের লিঙ্ক থেকে জেনে নিন: