Tour Plan: পাহাড়ের ঠান্ডায় বেড়াতে যেতে চান? রইলো এই ৫টি স্বর্গতুল্য ডেস্টিনেশন ও ট্যুর প্ল্যান!
প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছে প্রতিটি মানুষ। অথচ তারপরেও রুজিরুটির জন্য এই কাঠফাটা গরমে বের হতে হচ্ছে সকলকেই। স্কুল-কলেজ গুলিতেও এখনো গরমের ছুটি পড়েনি। ফলে বাড়ির ছেলে মেয়েদেরও নিয়মিত বেরোতে হচ্ছে এই গরমে। এমন গরমে প্রত্যেকেই মন চায় শীতের দেশ থেকে ঘুরে আসতে।
আমরা বাঙালিরা বরাবরই ভ্রমণ প্রিয় জাতি। দেশের ভেতরে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গাতে বাঙালির অবাধ বিচরণ। বাঙালির এই বিশেষ বৈশিষ্ট্যটাকে উস্কে দিতে এই প্রবল গরমে যদি কিছুদিনের ছুটি পাওয়া যায়, তবে সেটা হবে হাতে চাঁদ পাওয়ার মত সুখ।
তাই এই প্রবল গরমে কিছুদিনের ছুটিতে যদি আপনি শীতের দেশ বা পাহাড় ঘোরার পরিকল্পনা করছেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। এবারে ছুটিটা বরং একঘেয়ে দার্জিলিং-কালিম্পং এর বদলে কাটিয়ে আসুন কিছু নতুন জায়গায়। হিমাচল প্রদেশের বুকে আছে এমনই পাঁচটি চমৎকার জায়গা। হিমাচল প্রদেশের নাম শুনেই বাজেট নিয়ে চিন্তিত হয়ে পড়বেন না। আপনার বাজেট দার্জিলিং ট্যুরের মতোই থাকবে। স্বল্প খরচেই আপনি পাবেন নতুন জায়গায় ভ্রমণের স্বাদ। শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা। চলুন আজকের প্রতিবেদনে সেই বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।
তোশ :
হিমাচল প্রদেশের বুকে অবস্থিত একটি চমৎকার গ্রাম হল তোশ। আপনি যদি গ্রীষ্মের ছুটিতে শহুরে আমেজের বাইরে বেরিয়ে নতুন কিছুর স্বাদ পেতে চান, তাহলে তোশ হল আদর্শ জায়গা। নদীর তীরে সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম হল তোশ। এছাড়া তোশ থেকে মাত্র তিন ঘন্টার দূরত্বেই অবস্থিত ক্ষীরগঙ্গা। ট্রেকে করে খুব সহজেই আপনি পৌঁছে যাবেন সেখানে। তাই আপনি চাইলে আপনার এই গ্রীষ্মের ছুটিটা কাটতে পারে একটি সবুজে ঘেরা ছোট্ট পাহাড়ি গ্রামে।
কাসল :
হিমাচল প্রদেশের বুকে পার্বতী নদীর উপত্যকায় অবস্থিত ছোট্ট গ্রাম কাসল যা প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ। ছোট্ট সবুজে ঘেরা এই গ্রামে আপনি পেয়ে যাবেন স্বল্পমূল্যে রাত্রি যাপন করার জন্য জস্টেল।এছাড়াও কাসল থেকে আপনি যেতে পারবেন তীর্থান ভ্যালি, মনিকরণ, মালানা ইত্যাদি। তাই আপনার এবারের গ্রীষ্মের ছুটিটি না হয় এই সবুজে ঘেরা কাসলেই কাটুক।
ম্যাকলিয়ড গঞ্জ :
ম্যাকলিয়ড গঞ্জ হিমাচল প্রদেশের বুকে পাইন, ওক, দেবদারু গাছ দিয়ে সাজানো সুন্দর পাহাড়ি জনপদ হল ম্যাকলিয়ড গঞ্জ। ব্রিটিশ আমলে অনেক ব্রিটিশ এখানে বসবাস করত। অবশ্য এখন তিব্বতিদের আনাগনাই বেশি এই জনপদ টিতে। ধর্মশালা থেকে এই জনপদের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। আপনি চাইলে আপনার এবারের গ্রীষ্মের ছুটিটা ধর্মশালাতে অথবা ম্যাকলিয়ড গঞ্জে কাটাতেই পারেন।
নরকান্দা :
হিমাচল প্রদেশের বুকে অবস্থিত বরফে ঢাকা একটা ছোট্ট পাহাড়ি এলাকা হলো এই নরকান্দা। শিমলা থেকে নরকান্দার দূরত্ব ৬৫ কিলোমিটার। বসন্তকালে এই বরফে ঢাকা জায়গাটি চেরি ব্লসমে পরিপূর্ণ হয়। এছাড়া আপনি এই গরমে গেলেও এই জায়গায় হালকা বরফ পেয়ে যাবেন। বরফে ঢাকা এই সুন্দর পাহাড়ি গ্রামটির আরেকটি নাম আছে the land of apple and চেরি ব্লসম
কুলু :
হিমাচল প্রদেশের বুকে অবস্থিত ছোট্ট একটি বরফে ঢাকা শহর হল এই কুলু। কুলু উপত্যকার মধ্যে দিয়ে বিপাশা নদী প্রবাহিত হয়েছে। কুলুর উত্তরে আছে মানালি। কুলু থেকে এর দূরত্ব ৬৫ কিলোমিটার। তাই এবারের গরমের ছুটিটি আপনি অনায়াসেই কাটাতে পারেন মানালি, কুলু, লোহাকম্পার, হামপোতা পাত ইত্যাদি জায়গাতে। এছাড়া কুলু উপত্যকায় আপনি পেয়ে যাবেন প্যারা ব্লাইডিং, রিভার ড্রাফটিং এর মত অ্যাডভেঞ্চার স্পোর্টস।