WB Nabanna Scholarship 2025: অর্থের অভাবে পড়াশোনা থেমে না যায়—এই লক্ষ্যেই পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য নানা স্কলারশিপ প্রকল্প চালু করে থাকে। এরই মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো ‘নবান্ন স্কলারশিপ’। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপে আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই স্কলারশিপ কী, কাদের জন্য, কিভাবে আবেদন করতে হবে—সব বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।
কারা আবেদন করতে পারবেন?
২০২৫ সালের মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। মূলত যেসব পড়ুয়ারা আর্থিক কারণে উচ্চশিক্ষায় সমস্যার মুখে পড়েন, তাদের পাশে দাঁড়াতেই এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। আবেদন করা যাবে অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই।
কী সুবিধা মিলবে? (WB Nabanna Scholarship 2025)
এই স্কলারশিপের মাধ্যমে রাজ্যের ছাত্র-ছাত্রীদের নিম্নলিখিত আর্থিক সহায়তা দেওয়া হয়—
- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সাধারণ গ্রাজুয়েশন স্তরের পড়ুয়ারা বছরে ₹১০,০০০ পর্যন্ত সহায়তা পান।
- পেশাগত গ্রাজুয়েশন (যেমন: মেডিকেল, নার্সিং, ফার্মেসি, ইঞ্জিনিয়ারিং, আইন, পলিটেকনিক) বা পোস্ট গ্রাজুয়েশন পড়ুয়ারা বছরে ₹১২,০০০ পর্যন্ত সহায়তা পেতে পারেন।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলী
১. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অন্তত ৫০% নম্বর পেতে হবে।
৩. বার্ষিক পারিবারিক আয় ₹১,৬০,০০০-এর মধ্যে হতে হবে।
৪. শুধুমাত্র ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পড়ুয়ারা আবেদন করতে পারবেন।
How To Apply For WB Nabanna Scholarship 2025?
অনলাইন আবেদন:
- প্রথমে সরকারি ওয়েবসাইট cmrf.wb.gov.in এ গিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে নির্ধারিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
অফলাইন আবেদন:
- অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফলাইন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে।
- ফর্ম পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে সরাসরি নবান্ন ভবনে জমা দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্রের তালিকা
১. আধার কার্ড
২. পারিবারিক আয়ের প্রমাণপত্র
৩. জন্মের প্রমাণপত্র
৪. পরীক্ষার মার্কশিট (মাধ্যমিক/উচ্চমাধ্যমিক)
৫. বয়সের প্রমাণ
৬. রঙিন পাসপোর্ট সাইজ ছবি
নবান্ন স্কলারশিপ ২০২৫ একটি দারুণ সুযোগ রাজ্যের মেধাবী পড়ুয়াদের জন্য। তাই যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই যোগ্যতার আওতায় পড়েন, তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করে ফেলুন।
Important Link
🌐 WB Nabanna Scholarship 2025 | Click Here |