BECIL Recruitment 2025: ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেড (BECIL) বিপুল পরিমাণ শূন্য পদে কর্মী নিয়োগ করছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটির পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন দক্ষতায় এবং বিভিন্ন যোগ্যতায় কলকাতায় অবস্থিত চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট বা CNCI -তে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে।
ইচ্ছুক চাকরি প্রার্থীরা আজকের প্রতিবেদন থেকে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিন। এখানে পদের নাম, পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতনের পরিমাণ, শূন্য পদের সংখ্যার পাশাপাশি নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতির সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
নিয়োগ সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য
নিয়োগকারী সংস্থা | ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেড (BECIL) |
পদের নাম | বিবিধ গ্রুপ সি পোস্ট |
কর্মস্থল | চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট বা CNCI |
নিয়োগ পদ্ধতি | ইন্টারভিউ |
গুরুত্বপূর্ণ তারিখ | ১৬/০৪/২০২৫ |
Read More: রাজ্যের সরকারি হসপিটালে একাধিক শুন্যপদে কর্মী নিয়োগ! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন।
পদের বিবরণ ও শূন্য পদের সংখ্যা
- সোশ্যাল ওয়ার্কার- ১টি
- PICU টেকনিশিয়ান- ২টি
- নেটওয়ার্ক সাপোর্ট এক্সিকিউটিভ- ১টি
- জুনিয়র হিন্দি টাইপিস্ট- ১টি
পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা
১) সোশ্যাল ওয়ার্কার- চার বছরের অভিজ্ঞতা সহ BSW অথবা অন্ততপক্ষে ২ বছরের অভিজ্ঞতা সহ MSW ডিগ্রি।
২) PICU টেকনিশিয়ান- অন্ততপক্ষে ১ বছরের অভিজ্ঞতার পাশাপাশি বিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস এবং থিয়েটার টেকনোলজি নিয়ে স্নাতক অথবা ডিপ্লোমা ডিগ্রী।
৩) নেটওয়ার্ক সাপোর্ট এক্সিকিউটি- ৭ বছরের এক্সপিরিয়েন্সের পাশাপাশি নেটওয়ার্ক মনিটরিং বিষয়ে স্নাতক ডিগ্রী।
৪) জুনিয়র হিন্দি টাইপিস্ট- ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস এবং হিন্দি ভাষায় ৩০ টি শব্দ প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা।
বয়স সীমা (BECIL Recruitment 2025)
প্রতিটি পদের জন্য ন্যূনতম ১৮ বছর থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন
সোশ্যাল ওয়ার্কার | ২৪,০০০/- টাকা |
PICU টেকনিশিয়ান | ২৫,০০০/- টাকা |
নেটওয়ার্ক সাপোর্ট এক্সিকিউটিভ | ৩০,০০০/- টাকা |
জুনিয়র হিন্দি টাইপিস্ট | ২০,০০০/- টাকা |
নিয়োগ পদ্ধতি
এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রতিটি পদের চাকরিপ্রার্থীকে বাছাই করা হবে। উপরে উল্লেখিত ওয়াক-ইন ইন্টারভিউ এর তারিখের সঠিক সময়ের মধ্যে চাকরিপ্রার্থীদের কলকাতায় অবস্থিত CNCI এর বিল্ডিং এ পৌঁছে যেতে হবে। এর পাশাপাশি ওই দিন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সমস্ত প্রমাণপত্র পাশাপাশি বিভিন্ন নথিপত্র সঙ্গে রাখতে হবে।
How To Apply For BECIL Recruitment 2025?
এখানে আগে থেকে আবেদন জানানোর প্রয়োজন নেই। তবে প্রতিটি চাকরিপ্রার্থীকে “Broadcast Engineering Consultants India Ltd, Noida” -এই নামে একটি ডিমান্ড ড্রাফট চালান অফলাইন মাধ্যমে কাটিয়ে নিতে হবে। এক্ষেত্রে আবেদন মূল্য দেওয়ার জন্য যোগ্য প্রার্থীরাই এই ডিমান্ড ড্রাফটটি সংগ্রহ করবেন এবং ইন্টারভিউয়ের দিন আবেদন পত্রের সঙ্গে নির্দিষ্ট স্থানে নিয়ে যাবেন।
আবেদন মূল্য
- General/OBC: ২৯৫ টাকা
- SC/ST/PwD: কোন আবেদন মুল্য নেই
BECIL Recruitment 2025
Official Website | Click Here |
Official Notification | Download PDF |
1 thought on “BECIL Recruitment 2025: কেন্দ্রের সরকারি অফিসে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ! বেতন প্রতিমাসে ৩০ হাজার টাকা।”