Water Cooling Tips: ফ্রিজের জলে বিপদ! কিন্তু ফ্রিজ ছাড়াই এই পদ্ধতিতে কনকনে ঠান্ডা থাকবে জল
বর্তমানে গরমে অবস্থা কাহিল বঙ্গবাসীর। এই প্রচন্ড তাপপ্রবাহের দিনে ঠান্ডা জলেই যেন মেলে। তবে ফ্রিজের (Fridge) জল খেলে অনেক সময় ঠান্ডা লাগার সম্ভাবনা দেখা দেয়।
তবে ফ্রিজ (Refrigerator) না থাকলেও অনেক সময় ধরে জল ঠান্ডা রাখতে পারবেন। খুব সাধারণ এই ধাপ গুলি মেনে চললে আপনি ফ্রিজ ছাড়াই জল অনেক সময় অবধি ঠান্ডা রাখতে পারবেন(Water Cooling Tips)।
ভেজা কাপড় জড়ানো:
বোতলের জল ঠান্ডা রাখতে ভালো উপায় হল বোতলের গায়ের ভেজা কাপড় জড়িয়ে রাখা। জলের পাত্র ভেজা কাপড় দিয়ে জড়িয়ে রাখলে দীর্ঘ সময় ধরে ঠান্ডা থাকে।
ঠান্ডা জলের ব্যবহার:
আপনি জলের বোতল ঠান্ডা জলের বালতিতে ডুবিয়ে রাখতে পারেন। জল ঠান্ডা রাখার জন্য এটি একটি অন্যন্য উপায়।
মাটির কলসির ব্যবহার:
এই তাপপ্রবাহের দিনে আপনি যদি মাটির কলসিতে জল রাখেন, তবে সেই জল অনেক সময় ঠান্ডা থাকবে। তাই জল ঠান্ডা রাখার জন্য মাটির কলসি ব্যবহার করুন।
কুলার বক্স:
জল ঠান্ডা রাখার জন্য এই গরমের দিনে আপনি একটি কুলারবক্স কিনতে পারেন। বোতলের জল ঠান্ডা রাখতে এটি বিশেষ কার্যকরী।
বরফের টুকরো:
বোতলের জল ঠান্ডা রাখতে আপনি বোতলের জলের মধ্যে অল্প পরিমাণ বরফের টুকরো দিয়ে রাখতে পারেন। জলে বরফের টুকরো দিয়ে রাখলে তা দীর্ঘ সময় অবধি ঠান্ডা থাকবে।