LIC Scheme: প্রতি মাসে ১২হাজার টাকা করে পাবেন একবার লগ্নি করেই, LIC-র এই ধামাকাদার স্কিম সম্পর্কে জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

LIC Scheme: বর্তমানে সবাই তাদের উপার্জিত অর্থের কিছু অংশ নানা ক্ষেত্রে বিনিয়োগ করছে। মানুষ টাকা বিনিয়োগ করছে শেয়ারবাজার ও নানা  সরকারি স্কিমে। তবে, ঝুঁকিহীন বিনিয়োগ যেমন LIC ও Post Office এর নানা স্কিমে মানুষ বেশি পরিমাণ বিনিয়োগ করছে। বিভিন্ন উদ্দেশ্যে নিয়ে মানুষ বিনিয়োগ করছে। কিছু লোক এই বিনিয়োগ অবসরকালীন সময়ে ভালো জীবনধারনের উদ্দেশ্যে করে যাতে সেই সময় তাদের অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ থাকে। LIC (Life Insurance Corporation) এমনি একটি প্ল্যান বাজারে এনেছে যা আপনাকে আপনার অবসরের সময় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থরাশি দিতে পারে।

এলআইসি সরল পেনশন প্ল্যান (LIC Saral Pension Plan) হল এমনই একটি প্ল্যান, যা আপনাকে অবসর গ্রহণের পর প্রতি মাসে পেনশনের নিশ্চয়তা দেয়। এই স্কিমের (LIC Scheme) বিশেষ বৈশিষ্ট্য হল আপনাকে এতে একবার মাত্র বিনিযোগ করতে হবে এবং আপনি এর থেকে আজীবন পেনশন পেতে থাকবেন আপনার অবসরগ্রহণের পর। এলআইসি সরল পেনশন প্ল্যান (LIC Saral Pension Plan) অবসরকালীন পরিকল্পনা রূপে বিশেষ ভাবে গ্রহণযোগ্য হয়ে উঠছে। এই স্কিম (LIC Scheme) আপনাকে অবসরগ্রহণের পর প্রতি মাসে নির্দিষ্ট পেনশন প্রদান করে, যা আপনার অবসর-পরবর্তী বিনিয়োগ পরিকল্পনাকে পুরোপুরি বাস্তবায়িত করে।

যদি কোনো ব্যক্তি যিনি সরকারী কিংবা বেসরকারী যে সেক্টরেই কাজ করুন না কেনো অবসর গ্রহণের আগে যদি তার পিএফ তহবিলে সঞ্চিত অর্থ এবং গ্র্যাচুইটির অর্থরাশি এই স্কিমে বিনিয়োগ করেন, তাহলে তিনি অবসরের পর সারা জীবন প্রতি মাসে পেনশনের সুবিধা পেতে পারবেন।

এলআইসি সরল পেনশন স্কিম (LIC Saral Pension Plan)-এর বৈশিষ্ট্যগুলি একনজরে

LIC-এর এই স্কিমে ৪০-৮০ বছরের মধ্যে যেকোনো ব্যক্তি বিনিয়োগ করতে পারবেন। ৪০ বছরের কমবয়সী কেউ এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন না। এই স্কিমে (LIC Scheme) বার্ষিক ভিত্তিতে প্রতি মাসে ১০০০ টাকা করে, ত্রৈমাসিক ভিত্তিতে ৩০০০ টাকা করে, অর্ধবার্ষিক ভিত্তিতে ৬০০০ টাকা করে এবং বার্ষিক ভিত্তিতে ১২০০০ টাকা বিনিয়োগ করতে হবে।

মাসিক ১২০০০ টাকা পেনশন পাবেন কিভাবে?

LIC-এর সরল পেনশন প্ল্যানে (LIC Saral Pension Plan) আপনাকে  বছরে কমপক্ষে ১২,০০০ টাকা বিনিয়োগ করতে হবে। এই স্কিমে সর্বাধিক বিনিয়োগের কোনো সীমা নির্দিষ্ট করা নেই। আপনি পছন্দমতো বিনিয়োগ করে পেনশনের সুবিধা নিতে পারেন। এই স্কিমে প্রিমিয়াম দেওয়ার পরে কোনো ব্যক্তি বার্ষিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক বা মাসিক ভিত্তিতে পেনশন পেতে পারেন।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

এলআইসি ক্যালকুলেটর অনুযায়ী বলা যায়, কোনও ব্যক্তি যদি ৪২ বছর বয়সে ৩০ লক্ষ টাকার একটি পলিসি কেনেন, তবে তিনি প্রতি মাসে পেনশন পাবেন ১২,৩৮৮ টাকা।

আছে ঋণ নেওয়ার সুবিধাও

পলিসি গ্রাহকের পরিবারের কেউ গুরুতর অসুস্থ হলে, পলিসি নেওয়ার ছয় মাস পর পলিসি তুলে নেওয়া যেতে পারে। এই পলিসি স্কিমের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল যে, ব্যক্তি পলিসি শুরু করার ছয় মাস পরে ঋণ নিতে পারবেন। এই প্ল্যানটি কিনতে আপনি LIC-এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.licindia.in/-এ যেতে পারেন অথবা নিকটবর্তী LIC branch এ গিয়ে কথা বলতে পারেন।

Shreya Goswami

Content Writer