WBCAP College Admission 2025: কলেজে ভর্তির অনলাইন পোর্টাল বন্ধ! কবে থেকে আবার চালু হবে? জানুন বিস্তারিত

WBCAP College Admission 2025: কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আনুষ্ঠানিকভাবে কলেজে ভর্তির জন্য অনলাইন পোর্টাল চালু করেছিলেন। শুরু থেকেই যথেষ্ট সক্রিয়ভাবে চলছিল এই পোর্টাল। তবে এবার হঠাৎ করেই নতুন সমস্যার মুখোমুখি ছাত্রছাত্রীরা। কয়েকদিন চালু থাকার পরই বন্ধ হয়ে গেছে অনলাইন এডমিশন পোর্টাল। ঠিক কী কারণে আবার বাধা এলো কলেজে ভর্তির প্রক্রিয়ায়? কবে থেকে ফের চালু হবে অনলাইন পোর্টাল? আজকের প্রতিবেদনে এইসব প্রশ্নের বিস্তারিত উত্তর রইল।

WBCAP College Admission 2025

পশ্চিমবঙ্গের কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া সহজ করতে নতুনভাবে তৈরি করা হয় কেন্দ্রীভূত অনলাইন পোর্টাল WBCAP। গত সপ্তাহেই শিক্ষামন্ত্রীর হাত ধরে এই পোর্টালের উদ্বোধন হয়। এরপর থেকেই বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি আবেদন করতে শুরু করেন। সবকিছু ঠিকঠাক চলছিল, এর মধ্যেই আচমকা বন্ধ করে দেওয়া হয় পোর্টালটি। সূত্রের খবর, ওবিসি ক্যাটাগরি নিয়ে আদালতে চলমান মামলার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

Read More: বছরে দুবার দিতে হবে মাধ্যমিক পরীক্ষা! নিয়মের বিরাট বদল আনল CBSE

হঠাৎ করে কেন বন্ধ WBCAP College Admission 2025?

বর্তমানে রাজ্যে ওবিসি সার্টিফিকেট নিয়ে মামলা চলছে আদালতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনগ্রসর জাতি কল্যাণ দপ্তরের সহায়তায় নতুন ওবিসি তালিকা প্রকাশ করেছিলেন। সেই তালিকা অনুযায়ী কলেজে ভর্তি প্রক্রিয়া চলছিল। তবে আদালতের নির্দেশে ওই তালিকার উপর স্টে অর্ডার জারি হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়। বিশেষ করে ওবিসি ক্যাটাগরি A এবং ক্যাটাগরি B নিয়ে মূল জটিলতা তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতেই প্রশাসন WBCAP পোর্টালকে মেইনটেন্যান্স মোডে রেখেছে। ফলে আপাতত বন্ধ রয়েছে অনলাইন এডমিশন।

কবে থেকে খুলবে ভর্তির অনলাইন পোর্টাল?

WBCAP অনলাইন পোর্টাল আপাতত সাময়িকভাবে বন্ধ থাকলেও খুব শীঘ্রই আবার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এবার থেকে যেসব ছাত্রছাত্রী ওবিসি ক্যাটাগরিতে আবেদন করেছিলেন, তাদের আবেদনপত্র জেনারেল ক্যাটাগরিতে সম্পাদনা করতে হবে। নতুনভাবে চালু হলে ওবিসি ক্যাটাগরি রাখা হবে না বলেই জানা যাচ্ছে। অর্থাৎ এবারের ভর্তি প্রক্রিয়ায় General, SC, ST এবং PWD ক্যাটাগরি থাকছে।

তাহলে কি ওবিসি ছাত্রছাত্রীরা সংরক্ষণ পাবেন না?

এ বছর কলেজে ভর্তি নিয়ে ওবিসি ছাত্রছাত্রীদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছে। সবকিছুই এখন আদালতের চূড়ান্ত রায়ের উপর নির্ভর করছে। যদি আদালত নতুন ওবিসি তালিকা মান্যতা দেয়, তবে ফের নতুন লিংকের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের ক্যাটাগরি আপডেট করার সুযোগ পাবেন। তবে যারা ওবিসি হিসেবে আবেদন করেছিলেন, পোর্টাল চালু হলে যদি তারা আবেদনপত্র জেনারেল হিসেবে এডিট না করেন, তাহলে তারা কোনো সংরক্ষণের সুবিধা পাবেন না।

WBCAP College Admission 2025

Leave a Comment