Swasthya Sathi Prakolpo: পশ্চিমবঙ্গ রাজ্যের দরিদ্র পরিবারগুলির আরোগ্যের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের অনুরুপে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য সাথী নামক একটি দুর্দান্ত প্রকল্প চালু রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কয় কোটি উপভোক্তা তাদের চিকিৎসা কত বিভিন্ন খাতে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা গ্রহণ করতে পারছেন। রাজ্য সরকারের এই দুর্দান্ত প্রকল্পে ইতিমধ্যেই কয়েক হাজার কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। এই বছরে আরো অতিরিক্ত খরচের জন্য এগিয়ে আসতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্প।
স্বাস্থ্য সাথী প্রকল্পের উদ্দেশ্য
পশ্চিমবঙ্গ রাজ্যে এমন বহু পরিবার রয়েছে যাদের পক্ষে প্রতিদিনের খরচ সামলে চিকিৎসা কত খাতে খরচ করার জন্য মেডিক্লেম বা অন্যান্য সঞ্চয় পদ্ধতি অবলম্বন করা প্রায় অসম্ভব। এতদিন পর্যন্ত এই সমস্ত পরিবার গুলিকে অসুস্থ মানুষের চিকিৎসার প্রয়োজনে সরকারি হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরতে হতো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সমস্ত পরিবার গুলিকে ষষ্ঠ সাথে প্রকল্পের আওতায় এনে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করার প্রচেষ্টা চালানো হচ্ছে।
Read More: নবান্ন স্কলারশিপে পাবেন ১০ হাজার টাকা! এখনই আবেদন পদ্ধতি জেনে নিন।
Swasthya Sathi Prakolpo এর সুযোগ সুবিধা
পশ্চিমবঙ্গ রাজ্যে দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংখ্যা প্রায় কয়েক কোটি রয়েছে। এই সমস্ত পরিবার গুলি তাদের প্রতিদিনের খরচ সামলে উঠতেই হিমশিম খেয়ে যাচ্ছে। তার উপরে যদি এই সমস্ত পরিবারের রোগ ব্যাধির সৃষ্টি হয় তাহলে তাদের কাছে অসহায়ত্ব ছাড়া আর কোন উপায় থাকে না। তবে এই সমস্ত পরিবার গুলিকে বেসরকারি মাধ্যমে ভালো মানের চিকিৎসা প্রদান করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্বাস্থ্যসাতে প্রকল্প শুরু করেছিল।
বর্তমানে এই প্রকল্পের (Swasthya Sathi Prakolpo) মাধ্যমে চিকিৎসা, অস্ত্রোপচার সহ একাধিক চিকিৎসা কত পরিষেবা পেয়ে থাকেন পশ্চিমবঙ্গের রাজ্যবাসী। পশ্চিমবঙ্গ রাজ্যের সম্পূর্ণ বিনামূল্যে সরকারি হাসপাতালের পরিষেবার পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে বেসরকারি হাসপাতালগুলির পক্ষ থেকে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্যের দরিদ্র পরিবার গুলি।
চিকিৎসাগত পরিষেবা আরো সহজতর করে তোলা এবং এর উন্নত প্রযুক্তি সমগ্র রাজ্যের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বর্তমানে ২,৯১৪টি হাসপাতালকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে।
প্রতিবছরের হিসাব অনুযায়ী জানা যাচ্ছে, স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে ২০২২-২৩ অর্থবর্ষে প্রায় ২,৬৩০ কোটি টাকা ব্যয় করতে হয়েছিল। যেখানে এই অংক ২০২৩-২৪ অর্থবর্ষে বেড়ে প্রায় ২,৬৯৪ কোটি টাকা হয়েছে। পরবর্তী সময়ে এই দুর্দান্ত প্রকল্পের মাধ্যমে আরো অধিক সংখ্যক উপভোক্তাকে একত্রিত করে চিকিৎসার সুবিধা প্রদান করতে ইচ্ছুক রাজ্য সরকার।