রাজ্যে সংখ্যালঘু বিভাগে গ্রুপ ডি পদে নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

যেসব প্রার্থীরা কম যোগ্যতার ভিত্তিতে একটি ভালো চাকরি করতে চাইছেন সেইসব প্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের জেলা প্রশাসক কার্যালয়ের সংখ্যালঘু বিভাগের গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার সমস্ত বিবরণ নীচে দেওয়া হল।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন

গ্রুপ ডি পদে নিয়োগ ২০২৩: চাকরির বিবরণ

নিয়োগকারী সংস্থার নামপশ্চিমবঙ্গ সরকারের জেলা প্রশাসক কার্যালয়ের সংখ্যালঘু বিভাগে
পদের নামমেট্রন, রাঁধুনি, রাঁধুনির সহকারী, নৈশপ্রহরী, কর্মবন্ধু
বেতনবিভিন্ন পদে বিভিন্ন রকম
আবেদন প্রক্রিয়া অফলাইন
আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৩

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization):

পশ্চিমবঙ্গ সরকারের জেলা প্রশাসক কার্যালয়ের সংখ্যালঘু বিভাগে নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post):

জেলা প্রশাসক কার্যালয়ে সংখ্যালঘু বিভাগে অনেকগুলি পদের জন্য কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

১) মেট্রন

২) রাঁধুনি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

৩) রাঁধুনির সহকারী

৪) নৈশপ্রহরী

৫) কর্মবন্ধু

এই পদগুলো নওপাড়া আহমেদিয়া উচ্চ মাদ্রাসার হোস্টেলে নিয়োগ করা হবে।এখানে শুধুমাত্র নওপাড়া গ্রামের বাসিন্দার মধ্যে স্বনির্ভর গোষ্ঠীর দলগুলি আবেদন করতে পারবে।

বেতন (Salary):

জেলা প্রশাসকের কার্যালয়ের সংখ্যালঘু বিভাগের বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম বেতন রয়েছে।

এখানে স্বনির্ভর গোষ্ঠীর দলকে প্রতি মাসে ১৮৫০০ টাকা দেওয়া হবে। এবার সেই আঠারো হাজার পাঁচশো টাকা ভাগ হয়ে প্রত্যেকটা পদ যা বেতন পাবে সেটি হল –

পদের নামবেতন
মেট্রন৮০০০ টাকা
রাঁধুনি৩০০০ টাকা
রাঁধুনির সহকারী ২৫০০ টাকা
নৈশপ্রহরী৩০০০ টাকা
কর্মবন্ধু২০০০ টাকা

আবেদন প্রক্রিয়া (Application Process):

  • এখানে আবেদন করতে হলে প্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • নীচের লিংকে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে ভালোভাবে পূরণ করে খামে ভরে জমা দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র (Important Documents):

জেলা প্রশাসকের কার্যালয়ের সংখ্যালঘু বিভাগের বিভিন্ন পদের আবেদন করতে হলে প্রার্থীকে যে যে নথিপত্রগুলি প্রয়োজন সেগুলি হল-

১) স্বনির্ভর গোষ্ঠীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট।

২) আইডি প্রুভ হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড /প্যান কার্ড ।

৩) ব্যাংকের যাবতীয় তথ্য অর্থাৎ পাসবই।

৪) কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র ।

যোগ্যতা (Qualification):

জেলা প্রশাসকের কার্যালয়ের সংখ্যালঘু বিভাগের বিভিন্ন পদের জন্য যে স্বনির্ভর দল আবেদন করবে, সেই স্বনির্ভর দলের যে যে যোগ্যতা থাকা চাই সেইগুলো হল –

১) স্বনির্ভর দলটি সরকারি নথিভুক্ত হতে হবে।

২) স্বনির্ভর দলটি ৩ বছরের পুরনো হতে হবে।

৩) কেবলমাত্র নওপাড়া গ্রামের দল হতে হবে তবেই আবেদনযোগ্য। নওপাড়া গ্রামের বাইরে অন্যকোনো দল আবেদন করতে পারবে না।

৪) স্বনির্ভর দলের মানুষদের এই সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

birbhum group d recruitment 2023

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates):

পশ্চিমবঙ্গ সরকারের জেলা প্রশাসক কার্যালয়ের সংখ্যালঘু বিভাগে অফলাইনের আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৩

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন
Official Notice Linkএখানে দেখুন

জেলা প্রশাসক কার্যালয়ের সংখ্যালঘু বিভাগে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ৩১ আগস্ট ২০২৩।

জেলা প্রশাসক কার্যালয়ের সংখ্যালঘু বিভাগে আবেদন প্রক্রিয়া কি?

Ans: অফলাইন।

জেলা প্রশাসক কার্যালয়ের সংখ্যালঘু বিভাগের বেতন কি?

Ans: বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন রকম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *