Assistant Professor: ৪,১০৮ শূন্যপদে এই রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিতে সহকারী অধ্যাপক নিয়োগ করবে, বিস্তারিত জেনে নিন
আপনিও কি চাকরি খুঁজছেন? আজ চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি খুশির খবর নিয়ে এসেছি আমরা। বিহার স্টেট ইউনিভার্সিটি সার্ভিস কমিশন (BSUSC) কর্তৃক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিহার স্টেট ইউনিভার্সিটি সার্ভিস কমিশনের (BSUSC) চেয়ারম্যান অধ্যাপক গিরিশ কুমার চৌধুরী বলেন, ২৪শে মে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং এই বছরের ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রতিটি বিষয়ের শিক্ষক থাকা প্রয়োজন এমনটাই তাঁর মত।
মোট ৪১০৮ টি শুন্যপদের জন্য নিয়োগ করা হবে। যার মধ্যে সংরক্ষিত প্রার্থীদের জন্য ৭৫৫টি শূন্যপদ আছে। ২৪শে মে থেকে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
বিষয়ভিত্তিক শূন্যপদ-
মনোবিজ্ঞান ৪২৪ টি
উদ্ভিদবিদ্যা ৩৩৩ টি
রসায়ন ৩৩২ টি
ইতিহাস ৩১৬ টি
পদার্থবিদ্যা ৩০০ টি
প্রাণিবিদ্যা ২৮৫ টি
রাষ্ট্রবিজ্ঞান ২৮০ টি
অর্থনীতি ২৬৮ টি
গণিত ২৬১ টি
ইংরেজি ২৫৩ টি
দর্শন ১৫৩ টি
ভূগোল ১৪২ টি
বাণিজ্য ১১২ টি
সমাজবিজ্ঞান ১০৮ টি
উর্দু ১০০ টি
হোম সাইন্স ৮৩ টি
সংস্কৃত ৭৬ টি
AIH & C ৫৫ টি
মৈথিলী ৪৩ টি
বাংলা ২৮ টি
সংগীত ২৩ টি
শিক্ষাবিদ্যা ১০ টি
বায়োকেমিস্ট্রি ০৫ টি
নেপালি ভাষা ০১ টি
এর আগে ২০২০ সালে মোট ৪৬৩৮ টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তবে তখন সংরক্ষণ তালিকা ঠিকমত অনুসরণ না করার জন্য পাটনা হাইকোর্ট নিয়োগের স্থগিতাদেশ দিয়েছিল। সেই সময় মাত্র ৫৩১ জনকে নিয়োগ করা হয়।