Vivo V30 5g: জলের দরে মাত্র ২,২২৬ টাকায় ঘরে নিয়ে আসুন ৫০mpxl সেলফি ক্যামেরাযুক্ত Vivo ফোন!
ভিভো (Vivo) সংস্থা তাদের মিড রেঞ্জ ডিভাইস Vivo V30 ফোনে অফার দেওয়ার কথা ঘোষণা করেছে। Vivo সংস্থা তাদের এই Vivo V30 ফোনটি এই বছরের মার্চ মাসে লঞ্চ করেছিল। এই ফোনটিতে 50 MP ফ্রন্ট ক্যামেরা ও 50 MP প্রাইমারি ক্যামেরা আছে। আপনি যদি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন তাহলে এই ফোনটিকে আপনার প্রথম পছন্দ হিসেবে রাখতেই পারেন। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Vivo V30 মূল্য এবং অফার:
Vivo V30 ফোনটি তিনটি কনফিগারেশনে পাওয়া যাচ্ছে। Vivo V30 ফোনের 8GB RAM ও 12GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 33,999 টাকা। 8GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 35,999 টাকা। 12GB RAM ও 512 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 37,999 টাকা। Vivo কোম্পানির তরফ থেকে ইএমআই তে এই ফোন কেনার প্রস্তাবও দেওয়া হয়েছে। মাসিক 2266 টাকার ইএমআই তে এই ফোনটি কিনতে পারা যাবে। এই ফোনটি যদি কেউ Yes Bank, SBI, ICICI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কেনেন তাহলে 15% অবধি ছাড় পাওয়া যাবে। Vivo এর অফিসিয়াল ওয়েবসাইট ও ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোনটি পাওয়া যাবে।
Vivo V30 ফোনের স্পেসিফিকেশন:
Vivo V30 একটি 5G ফোন। এই ফোনটিতে 6.78 ইঞ্চি AMOLED Display আছে। এই ফোনটির প্রসেসর Qualcomm Snapdragon 7 Gen 3। এই ফোনটির সর্বোচ্চ 12GB পর্যন্ত RAM ও 512 GB পর্যন্ত স্টোরেজের বিকল্প আছে। এই ফোনটি Android 14 এর FunTouch OS 14 এর উপর ভিত্তি করে কাজ করে। এই ফোনটিতে 50 MP ফ্রন্ট ক্যামেরা ও 50 MP প্রাইমারি ক্যামেরা আছে। এই ফোনটির ব্যাটারি দক্ষতা 5000 mAh, যেটি 80W এর চার্জিংকে সমর্থন করে।