Madhyamik Result 2024: মোবাইলের মাধ্যমেই দেখুন মাধ্যমিক রেজাল্ট ২০২৪, রইলো পদ্ধতি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Madhyamik Result 2024: লোকসভা ভোট সহ আরো একাধিক কারণে এই বছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024) অনেক আগে নেওয়া হয়েছিল। সেই মতো রেজাল্টও দেওয়া হচ্ছে কিছুটা আগেই। মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফ থেকে জানানো হয়েছে আগামী ২ রা মে ২০২৪ তারিখ অর্থাৎ আগামীকাল মাধ্যমিকের রেজাল্ট (WB Madhyamik Result 2024) প্রকাশ করা হবে। এছারও নিচে সরাসরি রেজাল্ট দেখার লিংক দেওয়া হয়েছে, সেই Button-এ ক্লিক করেই দেখতে পারবেন মাধ্যমিক রেজাল্ট 2024

এই বছর একাধিক ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও রেজাল্ট দেখা যাবে। ওয়েবসাইটে রেজাল্ট দেখার পদ্ধতি অনেকেই হয়তো জানেন, তবে অ্যাপ্লিকেশনে রেজাল্ট দেখার পদ্ধতি কি তা অধিকাংশ জনের কাছে অজানা। আজকে আমরা এই প্রতিবেদনে আপনাদের সেই বিষয়েই জানাবো।  

আগামীকাল সকাল ন’টায়  সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে মাধ্যমিক রেজাল্ট ২০২৪ (WBBSE Result 2024) প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবে না। সকাল টা বেজে ৪৫ মিনিট সময় থেকে অনলাইনে রেজাল্ট দেখা যাবে। শিক্ষার্থীরা একাধিক অনলাইন ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল অ্যাপ্লিকেশনেও নিজেদের রেজাল্ট দেখতে পারবে।

মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখবেন?

নিম্নলিখিত উপায়ে মোবাইল অ্যাপ্লিকেশন এর মাধ্যমে রেজাল্ট দেখা যাবে-

image Sarkari Barta

১) প্রথমে প্লে স্টোর থেকে “Madhyamik Result” অথবা “Madhyamik Result 2024”  এপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

২) তারপর সেটি ওপেন করে নিজের বৈধ একটি ফোন নম্বর ও সঠিক নাম দ্বারা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

৩) তারপর “Madhyamik Result 2024” অপশন দেখা যাবে সেটি সিলেক্ট করতে হবে।

৪) এরপর সামনে কয়েকটি ফাঁকা স্থান দেখা যাবে সেখানে নির্দিষ্ট জায়গায় পরীক্ষার্থীর রোল নম্বর এবং জন্মতারিখ লিখে সাবমিট করতে হবে।

৫) সাবমিট করা মাত্রই পরীক্ষার্থীর রেজাল্ট স্ক্রিনে প্রদর্শিত হবে। এর পাশে রেজাল্ট ডাউনলোডের একটি অপশন রয়েছে প্রয়োজনে সেখান থেকে রেজাল্ট ডাউনলোড করা যাবে।

তবে রেজাল্ট দেখার সময় কয়েকটি বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে সমস্ত তথ্য সঠিক দিতে হবে এবং রোল নম্বর ও জন্মতারিখ লেখার সময় তা ঠিক হয়েছে কিনা তা দেখে নিতে হবে। তবে রেজাল্ট দেখার সময় কোন প্রয়োজনে WBBSE-র হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন।

👇নিচে মাধ্যমিক রেজাল্ট দেখার লিংক দেওয়া হলো👇

Madhyamik Result 2024

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp গ্রুপে যুক্ত হনযুক্ত হন

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।