খাদ্য সুরক্ষা ও মান দপ্তরে চাকরির সুযোগ, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন (FSSAI Recruitment 2023)
FSSAI Recruitment 2023: বর্তমান যুগে দেশের যা অবস্থা তাতে সরকারি হোক বা বেসরকারি যেকোনো চাকরি পাওয়াই দুঃসাধ্য ব্যাপার। এই অবস্থায় কোনরকম চাকরির সুযোগ হাতছাড়া করা উচিত নয়। বর্তমানে আমাদের দেশে হাজার হাজার শিক্ষিত বেকার যুবক- যুবতী ঘুরে বেড়াচ্ছে। উচ্চ মানের ডিগ্রী থাকা সত্ত্বেও তারা কোনো চাকরি পাচ্ছে না। আবার অনেকে কম শিক্ষাগত যোগ্যতার মধ্যে চাকরি খোঁজেন। ভালো একটি চাকরির আশায় সকলেই চেয়ে থাকে। আর যদি সেটা হয় সরকারি চাকরি তাহলে তো আর কোনো কথাই নেই। আবার এমন অনেক বেসরকারি বা কোম্পানির চাকরি রয়েছে যেগুলিতে ভালো ও অনেক উন্নত পরিষেবা পাওয়া যায়। সব নির্বিশেষে সরকারি ও বেসরকারি উভয় চাকরিই লাভজনক। আজকে এই প্রতিবেদনে আমরা আপনাদের একটি বিশেষ চাকরির বিষয়ে জানাবো। চলুন জেনে নেওয়া যাক।
যারা খাদ্য সুরক্ষা ও মান দপ্তরে কাজ করতে চান তাদের জন্য বিশেষ খবর। Food safety and standard authority of India (FSSAI)– এর তরফ থেকে গ্রুপ বি ও গ্রুপ সি পদের জন্য কর্মী নিয়োগের (FSSAI Recruitment 2023) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যে কোন প্রান্তের যোগ্য ছেলেমেয়ে নির্বিশেষে সকলে এই পদে আবেদন করতে পারে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের আবেদনের আহ্বান জানানো হয়েছে। যারা ভালো একটি চাকরির আশায় রয়েছেন তাদের জন্য এটি বিশেষ অফার দ্রুত আবেদনের কাজ সম্পন্ন করে নিন নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)
Food safety and standard authority of India (FSSAI)– এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
Food safety and standard authority of India (FSSAI) – এর তরফ থেকে গ্রুপ বি ও গ্রুপ সি- এর একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। নিম্নে সেই পদগুলি সম্পর্কে আলোচনা করা হলো –
- Administrative Officer, Gr. B, Non & Ministerial
- Senior Private Secretary, Gr. B, Non & Ministerial
- Personal Secretary, Gr. B, Non- Ministerial
- Assistant Manager (IT), Gr. B, Non- Ministerial
- Assistant, Gr. B, Non- Ministerial
- Junior Assistant (Grade-II) (Gr. C, Non- Ministerial)
মোট শূন্যপদ (Total Vacancy)
Food safety and standard authority of India (FSSAI)- এর তরফ থেকে গ্রুপ বি ও গ্রুপ সি- এর একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। আর এইসব প্রার্থীদের ভারতের বিভিন্ন প্রান্তে নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা হল ৪২টি। নিম্নে কোন পদে কতটি শূন্য পদ রয়েছে ও কোন পোস্টে কতগুলি প্রার্থী নিয়োগ করা হবে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
ক্রমিক নম্বর | পদের নাম | নিয়োগের স্থান ও শূন্যপদের সংখ্যা | মোট শূন্যপদ |
1 | Administrative Officer, Gr. B, Non & Ministerial | (New Delhi – ০৬, Ghaziabad – ০১, SR Chennai– ০১) | ৮ |
2 | Senior Private Secretary, Gr. B, Non & Ministerial | (New Delhi- ০৩) | ৩ |
3 | Personal Secretary, Gr. B, Non- Ministerial | (New Delhi–১০, Ghaziabad– ০১, Mumbai– ০১, Chennai– ০১, Kolkata–০১) | ১৪ |
4 | Assistant Manager (IT), Gr. B, Non- Ministerial | (New Delhi-০১) | ১ |
5 | Assistant, Gr. B, Non- Ministerial | (New Delhi-০৬) | ৬ |
6 | Junior Assistant (Grade-II) (Gr. C, Non- Ministerial) | (New Delhi, Ghaziabad, Chennai, Kolkata and Mumbai-১০) | ১০ |
বয়সসীমা (Age Limit)
গ্রুপ সি ও গ্রুপ ডি-এর সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
পদের ভিত্তিতে প্রার্থীদের আলাদা আলাদা বেতন দেওয়া হবে। নিম্নে পদের ভিত্তিতে বেতনের পরিমাণ কত হবে সেই সম্পর্কে আলোচনা করা হলো –
ক্রমিক নম্বর | পদের নাম | মাসিক বেতন |
1 | Administrative Officer, Gr. B, Non & Ministerial | (Pay Level–8 of 7 th CPC) (₹.47,600- 1,51,100) |
2 | Senior Private Secretary, Gr. B, Non & Ministerial | (Pay Level -08 of 7th CPC) (₹. 47,600- 1,51,100) |
3 | Personal Secretary, Gr. B, Non- Ministerial | (Pay Level-07 of 7th CPC) (₹ 44,900- 1,42,400) |
4 | Assistant Manager (IT), Gr. B, Non- Ministerial | (Pay Level – 07 of 7th CPC) (₹ 44,900- 1,42,400) |
5 | Assistant, Gr. B, Non- Ministerial | (Pay Level-06 of 7th CPC) (₹ 35,400 – 1,12,400) |
6 | Junior Assistant (Grade-II) (Gr. C, Non- Ministerial) | (Pay Level 02 of 7th CPC) (₹.19,900- 63,200) |
আবেদন প্রক্রিয়া (Application Process)
Food safety and standard authority of India (FSSAI) – এর তরফ থেকে গ্রুপ বি ও গ্রুপ সি- এর একাধিক শূন্য পদগুলিতে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। এর নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট www.fssai..gov.in-এ গিয়ে আবেদন লিংকে ক্লিক করে সেখান থেকে আবেদন করতে পারেন। আপনাদের সুবিধার্থে নিচে আবেদনের লিঙ্ক দিয়ে দেওয়া হলো। আবেদনের লিংকে ক্লিক করে সেখানে বৈধ ফোন নম্বর ও ইমেইল আইডি দ্বারা রেজিস্ট্রেশন করে লগইন করতে হবে। এরপর আবেদনপত্রটি ডাউনলোড করে নিজের উপযুক্ত তথ্য দ্বারা পূরণ করতে হবে। সব শেষে সিগনেচার ফটো আপলোড করে এর সঙ্গে নিজের প্রয়োজনীয় অন্যান্য নথিগুলি আপলোড করতে হবে। সবশেষে ফাইনাল সাবমিট করে আপনার কাজ সম্পন্ন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এক্ষেত্রে গ্রুপ বি ও গ্রুপ সি পদের যে পদগুলোতে কর্মী নিয়োগ করা হবে সেখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে। নিম্নে পদ ভেদে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আলোচনা করা হলো –
১. Administrative Officer, Gr. B, Non & Ministerial পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্নান্য যোগ্যতা
- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ICWA স্নাতকোত্তর ডিগ্রি বা এমবিএ (পার্সোনেল বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা ফাইন্যান্স) বা সিএ বা সিএস ডিগ্রি থাকতে হবে।
২. Senior Private Secretary, Gr. B, Non & Ministerial পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্নান্য যোগ্যতা
- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
৩. Personal Secretary, Gr. B, Non- Ministerial পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্নান্য যোগ্যতা
- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
৪. Assistant Manager (IT), Gr. B, Non- Ministerial পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্নান্য যোগ্যতা
- কম্পিউটারে B.Tech বা M.Tech থাকা বিজ্ঞান বা অন্য কোন সম্পর্কিত ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন বা এমসিএ বা প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
৫. Assistant, Gr. B, Non- Ministerial পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্নান্য যোগ্যতা
- স্নাতক ডিগ্রি থাকতে হবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে।
৬. Junior Assistant (Grade-II) (Gr. C, Non- Ministerial) পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্নান্য যোগ্যতা
- স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণী বা সমমানের পরীক্ষায় পাসের ডিগ্রি থাকতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)
সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ তারিখ হল ২২ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
🔥আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉 | 🔥যুক্ত হন |
অফিসিয়াল নোটিশ👉 | এখানে দেখুন |
অফিসিয়াল ওয়েবসাইট👉 | এখানে দেখুন |
আবেদন করুন👉 | এখানে দেখুন |
FAC
Q. Food safety and standard authority of India (FSSAI)- এর তরফ থেকে মোট কতগুলি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে?
Ans: ৪২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
Q. Food safety and standard authority of India (FSSAI)- এর সংশ্লিষ্ট পদে কত বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে?
Ans: ৫৬ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
Q. Food safety and standard authority of India (FSSAI)- এর তরফ থেকে সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ তারিখ কত?
Ans: আবেদনের শেষ তারিখ হল ২২ নভেম্বর ২০২৩ তারিখ?