LPG Gas: এবার মাত্র ৪২৮ টাকায় পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার! জানুন কীভাবে
(১/৬) LPG Gas: আমাদের মধ্যে কমবেশি প্রায় সকলের কাছেই রেশন কার্ড (Ration Card) রয়েছে। এই রেশন কার্ড খাদ্য শস্য সংগ্রহ ছাড়া আরও যে অনেক কাজে লাগতে পারে তা আমরা অনেকেই জানিনা। সম্প্রতি এই রেশন কার্ড দ্বারা সরকার দারুন একটি সুবিধার কথা ঘোষণা করেছে। আপনার কাছে যদি রেশন কার্ড থাকে তাহলে আপনি পেয়ে যাবেন মাত্র ৪২৮ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার (Gas Cylinder)। যারা এখনও পর্যন্ত গ্যাস সিলিন্ডার নেননি তাদের জন্য এটি দারুন সুখবর।
(২/৬) তবে এই সুবিধা পেতে গেলে আপনার কাছে একটি বিশেষ ধরনের রেশন কার্ড (Ration Card) থাকতে হবে। সেটি হলো অন্ত্যোদয় অন্ন যোজনার (Antyodaya Anna Yojana) কার্ড। এই কার্ড থেকে গ্যাস সিলিন্ডার নিলে আপনাক ২৭৫ টাকা ভর্তুকি দেওয়া হবে।
(৩/৬) গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant) এবং কেন্দ্রীয় মন্ত্রী শিরপদ ওয়াই নায়েক (Shripad Naik) সম্প্রতি পানাজিতে ‘এলজিপি সিলিন্ডার রিফিলিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তা’ প্রকল্পের মাধ্যমে এই সুবিধার কথা জানান।
(৪/৬) গোয়ার মুখ্যমন্ত্রী জানান যে, “প্রধানমন্ত্রী মোদী প্রথমে এলপিজি সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। গোয়া সরকার এক ধাপ এগিয়ে এএওয়াই রেশন কার্ডধারীদের প্রতি মাসে অতিরিক্ত ২৭৫ টাকা ঘোষণা করেছে। ১১ হাজারেরও বেশি মানুষের কাছে এএওয়াই (অন্ত্যোদয় অন্ন যোজনা) রেশন কার্ড রয়েছে। তাদের এখন মোট ৪৭৫ টাকা ভর্তুকি দেওয়া হবে। অর্থাৎ, মানুষ এখন মাত্র ২০০ কিন্তু ৪৭৫ টাকার চেয়ে সস্তায় সিলিন্ডার পাবেন।”
আরও পড়ুন: ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে চাকরির সুযোগ! রইলো আবেদন সহ বিস্তারিত (NIA Recruitment 2024)
(৫/৬) তিনি আরও জানান যে, “প্রধানমন্ত্রীর দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা এএওয়াই রেশন কার্ডধারীদের জন্য ২৭৫ টাকা অতিরিক্ত ভর্তুকি ঘোষণা করেছি এবং আজ আমার সাথে কেন্দ্রীয় মন্ত্রী শিরপদ ওয়াই নায়েক, মন্ত্রী রবি নায়েক এবং অন্যান্যরা অনুমোদনের চিঠি বিতরণ করেছেন। এখন মানুষকে ৪৭৫ টাকা ভর্তুকি দেওয়া হবে। ব্যাখ্যা করুন যে অন্ত্যোদয় অন্ন যোজনা (এএওয়াই) দরিদ্র পরিবারগুলির চাহিদা পূরণ করে।”
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এবার মহিলারা পাবেন প্রচুর টাকা! ঘোষণা কেন্দ্র সরকারের
(৬/৬) বর্তমানে পানাজিতে ৯০৩ টাকায় ১৪.২ কেজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে। পূর্বের তুলনায় এই দাম কিছুটা বেড়েছে। দক্ষিণ গোয়ায় এই দাম ৯১৭ টাকা। সেই হিসেবে ৯০৩ টাকার হিসেবে যদি এই দাম দেখা হয় তাহলে একই সময়ে এই দাম ২০০ টাকা কমানো হয়েছিল। আর যারা উজ্জ্বলা যোজনার (Pradhan Mantri Ujjwala Yajana) গ্রাহক রয়েছে তারা ভর্তুকি বাবদ অতিরিক্ত ২০০ টাকা পেয়েছে।