ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে চাকরির সুযোগ! রইলো আবেদন সহ বিস্তারিত (NIA Recruitment 2024)
NIA Recruitment 2024: National Investigation Agency (NIA)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারত জুড়ে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, তাই সব জায়গার প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। মোট ৪০ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
এনআইএ নিয়োগ ২০২৪: নিয়োগকারী সংস্থার নাম (NIA Recruitment 2024: Name of the Recruitment Organisation)
National Investigation Agency (NIA)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এনআইএ নিয়োগ ২০২৪: পদের নাম (NIA Recruitment 2024: Name of the Post)
National Investigation Agency (NIA)-এর নির্দেশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো নিম্নরূপ
১) Assistant
২) Stenographer
৩) Upper Divisional Clerk (UDC)
এনআইএ নিয়োগ ২০২৪: মোট শূন্যপদ (NIA Recruitment 2024: Total Vacancy)
এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে ৪০ টি।
আরও পড়ুন: LPG Gas: এবার মাত্র ৪২৮ টাকায় পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার! জানুন কীভাবে
এনআইএ নিয়োগ ২০২৪: বয়সসীমা (NIA Recruitment 2024: Age Limit)
সংশ্লিষ্ট পদে ৫৬ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
এনআইএ নিয়োগ ২০২৪: বেতন (NIA Recruitment 2024: Salary)
এই পদে নিয়োগ করে প্রার্থীদের মাসিক ২৫,৫০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। তবে পদ ভিত্তিতে বেতন আলাদা আলাদা রয়েছে।
আরও পড়ুন: ২১,০০০ টাকা বেতনে রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ চলছে, রইলো বিস্তারিত
এনআইএ নিয়োগ ২০২৪: আবেদন প্রক্রিয়া (NIA Recruitment 2024: Application Process)
আবেদনের জন্য প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা-SP (Adm), NIA Hqrs, CGO Complex, Lodhi Road, New Delhi-110003। ২ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে আবেদনপত্রটি পাঠাতে হবে।
এনআইএ নিয়োগ ২০২৪: আবেদন ফি (NIA Recruitment 2024: Application Fee)
এই পদে আবেদনের জন্য কোন প্রকার আবেদন ফি লাগবেনা।
এনআইএ নিয়োগ ২০২৪: শিক্ষাগত যোগ্যতা (NIA Recruitment 2024: Education Qualification)
এইপদে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক পাস হতে হবে তবে এক এক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা রয়েছে।
এনআইএ নিয়োগ ২০২৪: আবেদনের শেষ তারিখ (NIA Recruitment 2024: Last Date of Application)
২ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে হবে। এর পরে আবেদন করলে সেটি গ্রহণযোগ্য হবে না।
এছাড়াও আবেদনের ব্যাপারে আরো বিস্তারিত জানতে এর নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট nia.gov.in-এ ভিজিট করুন।