২১,০০০ টাকা বেতনে রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ চলছে, রইলো বিস্তারিত
Office of the Chief Medical Officer of Health-এর তরফ থেকে Laboratory Technician পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৭ টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ১৮ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত সকলেই এই পদে আবেদন করতে পারবে। এই পদে নিয়োগ কারী প্রার্থীদের মাসিক ২১ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Office of the Chief Medical Officer of Health-এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
Office of the Chief Medical Officer of Health-এর তরফ থেকে Laboratory Technician পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে ৭ টি।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগ চলছে, রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত
বয়সসীমা (Age Limit)
০১.০১.২০২৪ অনুযায়ী ১৮ থেকে ৬০ বছর বয়সী প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে।
বেতন (Salary)
যাদের এই পদে নিয়োগ করা হবে তাদের মাসিক বেতন হিসেবে ২১,০০০ টাকা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রথমে এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করার পর আবেদনের লিংকে ক্লিক করে সেটি ডাউনলোড করে নিজের সঠিক তথ্য দ্বারা পূরণ করতে হবে। এর সঙ্গে অফিসিয়াল নোটিসের নির্দেশ মতো নিজের প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি প্রদান করে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফি (Application Fee)
প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০ টাকা প্রদান করতে হবে। আর সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ৫০ টাকা দিতে হবে।
আরও পড়ুন: প্রত্যেককে ১ লক্ষ ৪০ হাজার টাকা করে দেবে কেন্দ্র সরকার! কারা কী ভাবে আবেদন করবেন?
নির্বাচন পদ্ধতি (Selection Process)
আবেদনকারী প্রার্থীদের প্রথমে ৭০ মার্কসের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপরে ২০ মার্কসের একটি কম্পিউটার টেস্ট নেওয়ার পর ১০ মার্কসের ইন্টারভিউ নিয়ে তাদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
রাজ্য সরকার/কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি প্রযুক্তিতে B.SC (BMLT) বা BMLS। অথবা কমপক্ষে ২ বছরের কোর্সের মেয়াদ সহ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা (DMLT) বা DMLS ডিগ্রি থাকতে হবে। এছাড়া অন্যান্য যোগ্যতা হিসেবে প্রার্থীদের ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এই পদে আবেদনের কাজ শুরু হয়েছে ২৪.০২.২০২৪ তারিখ ১২:০১ am টা থেকে এবং আবেদনের শেষ তারিখ হল ১১.০৩.২০২৪ তারিখ ১১:৫৯ pm টা পর্যন্ত।
গুরুত্বপূর্ন লিংক (Important Links)
WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | যুক্ত হন |
অফিসিয়াল ওয়েবসাইট & আবেদনের লিংক👉 | এখানে দেখুন |