উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগ চলছে, রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Office of the District Magistrate, Nadia-এর তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। প্যারামেডিক্যাল স্টাফ সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত লিপিবদ্ধ করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

Office of the District Magistrate, Nadia-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলো হল নিম্নরূপ-

  1. Child welfare officer
  2. Paramedical staff
  3. House mother

বয়সসীমা (Age Limit)

২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে পারবে।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে কলকাতা হাইকোর্টে চাকরির সুযোগ! রইলো বিস্তারিত (Calcutta High Court Group C Recruitment 2024)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বেতন (Salary)

এক এক পদের জন্য ভিন্ন প্রকার বেতন নির্ধারণ করা হয়েছে নিম্নে কোন পদের জন্য প্রার্থীদের কত টাকা বেতন দেওয়া হবে তা লিপিবদ্ধ করা হলো-

ক্রমিক নম্বরপদের নাম মাসিক বেতন
Child welfare officer২৩,১৭০ টাকা
Paramedical staff১২,০০০ টাকা
House mother১৪৫৬৪ টাকা

আবেদন প্রক্রিয়া (Application Process)

সংশ্লিষ্ট পদ আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। নিম্নে আবেদনের প্রক্রিয়াটি লিপিবদ্ধ করা হলো-

১) আবেদনের জন্য প্রথমে এর নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

৩) সেখান থেকে আবেদনের লিংকে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে।

৪) এরপর সেটি নিজস্ব তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে।

৫) এর সঙ্গে নিজের স্বাক্ষর ও ছবি সহ নির্দেশ অনুযায়ী অন্যান্য গুরুত্বপূর্ণ নথি যোগ করতে হবে।

৬) সবশেষে আবেদনপত্রটি একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ে গিয়ে জমা করে আসতে হবে।

আরও পড়ুন: প্রত্যেককে ১ লক্ষ ৪০ হাজার টাকা করে দেবে কেন্দ্র সরকার! কারা কী ভাবে আবেদন করবেন?

নির্বাচন পদ্ধতি (Selection Process)

যারা আবেদন করবে তাদের প্রথমে ৮০ মার্কসের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে এরপরে ১০ মাসের একটি কম্পিউটার টেস্ট নেওয়া হবে যারা নির্বাচিত হবে তাদের ইন্টারভিউ নেওয়া হবে ১০ মার্কসের উপর। যারা এই ইন্টারভিউ নির্বাচিত হবে তাদের চাকরির পদে নিয়োগ করা হবে।

ঠিকানা (Address)

প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে নিম্নলিখিত ঠিকানায়-

The Social Welfare Section, Office of the District Magistrate, Nadiya Krishnanagar, Pin- ৭৪১১০১

গুরুত্বপূর্ণ নথি (Important Documents)

প্রার্থীদের ইন্টারভিউয়ে যেসব নথিপত্র নিয়ে যেতে হবে সেগুলি হল নিম্নরূপ-

  1. বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  2. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
  3. কম্পিউটার অভিজ্ঞতার সার্টিফিকেট
  4. SC সার্টিফিকেট (যদি থাকে)
  5. এক কপি পাসপোর্ট সাইজ ছবি
  6. কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট
  7. স্টাম্পের সঙ্গে একটি সেলফ অ্যাড্রেশড এনভেলপ

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

সংশ্লিষ্ট পদে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষকতা যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক পাস ও স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া অন্যান্য যোগ্যতা হিসেবে প্রার্থীদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই পদে আবেদনের কাজ শুরু হয়েছে ১২.০২.২০২৪ তারিখ থেকে। আর ০৭.০৩.২০২৪ তারিখ বিকেল ৫ টা পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।

গুরুত্বপূর্ন লিংক (Important Links)

WhatsApp গ্রুপে যুক্ত হনযুক্ত হন

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।