General Knowledge: AM এবং PM-এর ফুল ফর্ম কী জানেন? ৯৯% লোকই জানে না!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

সময়ের মাপ ঘড়ির কাটাচ্ছে ভালো আর কে জানে!কিন্তু অনেক সময়ই আমাদের সময় লিখে বোঝানোর প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে দিন এবং রাতে চিহ্নিত করার জন্য আমরা ব্যবহার করি am এবং pm

একটি গোটা দিনের ২৪ ঘণ্টাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে 12 ঘন্টা +12 ঘণ্টা। প্রথম ১২ ঘণ্টাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি am এবং দ্বিতীয় ১২ ঘণ্টাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি pm।

মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সময়কালটি হলো am। আবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত সময়কালটি হল pm।

দুপুর ১১ টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত সময়কালকে am দ্বারা চিহ্নিত করা হয়। এরপর অর্থাৎ দুপুর বারোটা থেকে রাত্রি ১১টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত সময়কালকে pm দ্বারা চিহ্নিত করা হয়। আবার রাত্রি ১২ টা থেকে পরের দিন দুপুর ১১ টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত সময়কালকে am দ্বারা চিহ্নিত করা হয়।

কিন্তু কখনো কি আপনারা ভেবেছেন যে এই am এবং pm এর ফুল ফর্ম (full form) কি হতে পারে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

am এর পুরো শব্দ হল: Ante meridiem।

pm এর পুরো শব্দ হল: Post meridiem।

Ante meridiem:

এই শব্দটির দ্বারা দুপুরের আগের অংশকে চিহ্নিত করা হয় অর্থাৎ “before noon”।

Post meridiem:

এই শব্দটির দ্বারা দুপুরের পরের অংশটিকে চিহ্নিত করা হয় অর্থাৎ “Afternoon”।

এছাড়া Meridiem হলো একটি ল্যাটিন ভাষা যার অর্থ হলো দুপুর।

গুরুত্বপূর্ন লিংক (Important Links)

WhatsApp গ্রুপে যুক্ত হনযুক্ত হন