মাধ্যমিক পাশে গ্রুপ ডি ও ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যেকোনো প্রান্ত থেকে যোগ্য ছেলে মেয়ে সকলেই এই পদে আবেদন করতে পারবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)

BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL)-এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED-এর তরফ থেকে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো নিম্নরূপ-

  1. Medical Officer
  2. Staff Nurse
  3. Lab Technician
  4. Ward Attendant
  5. Radiology Technician
  6. Pharmacist
  7. Dresser
  8. Panchakarma Technician Male-5 Female-5
  9. OT Assistant
  10. Gardner
  11. MTS
  12. Driver
  13. Yoga Therapist
  14. Physiotherapist
  15. Data Entry operator
  16. IT Assistant
  17. Panchakarma Attendant
  18. Lab Attendant
  19. Bio Medical Engineer
  20. Public Relation officer(PRO)
  21. Personal Secretary to Dean
  22. Assistant Library officer
  23. Museum Keeper
  24. Optometrist

মোট শূন্যপদ, বয়স ও মাসিক বেতন (Total Vacancy, Age, Monthly Salary)

Sr noপদের নাম মোট শূন্যপদ বয়সসীমামাসিক বেতন
1Medical Officer১২৪৫ বছর১৭,১৯০ টাকা
2Staff Nurse২০৩৫ বছর২৫,০০০ টাকা
3Lab Technician৪৫ বছর২৮,০০০ টাকা
4Ward Attendant১৬৩০ বছর২০,০০০ টাকা
5Radiology Technician২৫ বছর২৫,০০০ টাকা
6Pharmacist৪৫ বছর২৮,০০০ টাকা
7Dresser৩০ বছর২০,০০০ টাকা
8Panchakarma Technician Male-5 Female-5১০৩০ বছর২৪,০০০ টাকা
9OT Assistant৪৫ বছর২৫,০০০ টাকা
10Gardner৪৫ বছর১৭,১৯০ টাকা
11MTS২০৩০ বছর১৭,১৯০ টাকা
12Driver৪৫ বছর১৮,৮৪০ টাকা
13Yoga Therapist৪৫ বছর৫০,০০০ টাকা
14Physiotherapist৪৫ বছর৫০,০০০ টাকা
15Data Entry operator১০৩০ বছর১৮,৮৪০ টাকা
16IT Assistant৪৫ বছর২৫,০০০ টাকা
17Panchakarma Attendant৩০ বছর১৮,৮৪০ টাকা
18Lab Attendant১০৩০ বছর১৮,৮৪০ টাকা
19Bio Medical Engineer১০৪৫ বছর৭০,০০০ টাকা
20Public Relation officer(PRO)৪৫ বছর৭০,০০০ টাকা
21Personal Secretary to Dean৩০ বছর৪৪,৯০০ টাকা
22Assistant Library officer৩০ বছর৩৫,০০০ টাকা
23Museum Keeper৩০ বছর১৮,৮৪০ টাকা
24Optometrist৩০ বছর২৯,২০০ টাকা

আবেদন প্রক্রিয়া (Application Process)

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। http://www.becil.com অথবা https://becilregistration.in এই দুটো ওয়েবসাইটে গিয়ে প্রার্থীর আবেদন করতে পারে অন্য কোথাও আবেদন করলে সেটি গ্রহণযোগ্য হবে না। নিম্নে অনলাইনে আবেদনের প্রক্রিয়া গুলি বলে দেওয়া হলো

  • অনলাইন আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে।
  • সেখান থেকে ‘career’ অপশনে ক্লিক করার পর নির্দিষ্ট প্রসেস অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীদের একটি বৈধ ইমেইল নম্বর ও একটি ফোন নম্বরের প্রয়োজন হবে।
  • রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আবেদন পত্রটি ডাউনলোড করে উপযুক্ত তথ্য সহকারে সেটি পূরণ করতে হবে।
  • আবেদনপত্র পূরণ হয়ে গেলে এর সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজ ফটো, নিজস্ব স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর আবেদন ফি পেমেন্ট করার পর আবেদন পত্রটি ফাইনাল ভাবে সাবমিট করতে হবে।

গুরুত্বপূর্ণ নথিপত্র (Important Documents)

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য যে সমস্ত নথিপত্র গুলি লাগবে সেগুলো হল নিম্নরূপ-

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now
  • Birth certificate/10th certificate
  • cast certificate
  • All education qualification marksheet and certificate
  • passport size photo

আবেদন ফি (Application fee )

টাকাক্যাটাগরি
৮৮৫General, OBC, Ex-Serviceman, Women
৫৩১SC/ST, EWS/PH

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Sr noপদের নামশিক্ষাগত যোগ্যতা
1Medical Officerএমডি/এমএস (আয়ু) ক্লিনিকাল অভিজ্ঞতা লাগবে।
2Staff Nurseযেকোনো স্বীকৃত ইনস্টিটিউট/বিশ্ববিদ্যালয় থেকে / B.Sc (অনার্স) নার্সিং / নিয়মিত কোর্সে B.Sc. নার্সিং (4 বছর) / B.Sc. নার্সিং আয়ুর্বেদ (৪ বছর কোর্স) পোস্ট- বেসিক B.Sc নার্সিং (২ বছরের কোর্স)
3Lab Technicianযেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান স্নাতক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ল্যাবরেটরিতে ডিপ্লোমা প্রযুক্তি (১ বছর)
4Ward Attendantযেকোনো সরকারী স্বীকৃত বোর্ড থেকে ১২ তম পাস একটি স্বনামধন্য ১ বছরের কাজের অভিজ্ঞতা সহ হাসপাতাল বা নার্সিং হোম
5Radiology Technicianস্বীকৃত প্রতিষ্ঠান বা বোর্ড থেকে ১০+২ বা বিজ্ঞানের সাথে সমমানের যোগ্যতা লাগবে।
6PharmacistB. ফার্মা (Ay) ৩ বছরের পেশাদার সহ একটি স্বনামধন্য ইনস্টিটিউট / হাসপাতালে অভিজ্ঞতা
7Dresserস্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ১২ পাস হতে হবে।
8Panchakarma Technician Male-5 Female-5স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ১২ পাস হতে হবে।
9OT Assistantস্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে ১২ পাস হতে হবে।
10Gardnerম্যাট্রিকুলেশন বা তার সমমানের যোগ্যতা।
11MTSস্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ১২ পাস হতে হবে।
12Driverমাধ্যমিক পাস বা সমমানের যোগ্যতা
13Yoga Therapistএকটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যোগব্যায়ামে একটি পূর্ণকালীন নিয়মিত পিজি ডিগ্রি [(M.A. (যোগ)/ এমএসসি (যোগ)] ন্যূনতম ৫৫% নম্বর সহ
14Physiotherapistস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MPT ডিগ্রি।
15Data Entry operatorযেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি।
16IT Assistant১স্ট ক্লাস কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে সেন্ট ক্লাস ডিপ্লোমা/ ন্যূনতম ৩ বছরের পূর্ণ তথ্য প্রযুক্তি সময়কাল বা কমপক্ষে ২ বছর পূর্ণ সময় ডিপ্লোমাতে পার্শ্বীয় ভর্তির ক্ষেত্রে সময়কাল কোর্স
17Panchakarma Attendantস্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ১২ পাস হতে হবে।
18Lab Attendantস্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ১২ পাস হতে হবে।
19Bio Medical EngineerB.E/B.Tech এ থেকে বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ স্বীকৃত প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয়। অথবা ডিপ্লোমা ইন একটি স্বীকৃত থেকে বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রাসঙ্গিক ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা সহ
20Public Relation officer(PRO)কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী বা সমতুল্য/ আয়ুর্বেদ/ MPH/ MBA
21Personal Secretary to Deanএকটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।
22Assistant Library officerএকটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে M.Lib ডিগ্রী
23Museum Keeperএকটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী
24Optometristস্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে ১২ পাস হতে হবে।

এছাড়াও আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা হিসেবে আরো অনেক যোগ্যতার কথা বলা হয়েছে সে বিষয়ে সম্পূর্ণ জানার জন্য আবেদনের অফিসিয়াল নোটিসটি ফলো করার অনুরোধ করা হচ্ছে।

group d mts data entry operator recruitment 2023

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)

সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ তারিখ হল ১৯ অক্টোবর ২০২৩

এছাড়াও আবেদনের ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিশটি ভালোভাবে ফলো করার অনুরোধ করা হচ্ছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন
Official Notice Link👉এখানে দেখুন
Official Website Link👉এখানে দেখুন

FAQ
Q. BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL)-এর তরফ থেকে মোট কইটি পদে কর্মী নিয়োগ করা হবে?

Ans: ২৪ টি।

Q. BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL)-এর তরফ থেকে মোট কতগুলি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে?

Ans: ৯৬ টি।

Q. BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL)-এর সংশ্লিষ্ট পদগুলিতে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: আবেদনের শেষ তারিখ হল ১৯ অক্টোবর ২০২৩।

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *