মাধ্যমিক পাশে গ্রুপ ডি ও ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি জেনে নিন
BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যেকোনো প্রান্ত থেকে যোগ্য ছেলে মেয়ে সকলেই এই পদে আবেদন করতে পারবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)
BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL)-এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED-এর তরফ থেকে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো নিম্নরূপ-
- Medical Officer
- Staff Nurse
- Lab Technician
- Ward Attendant
- Radiology Technician
- Pharmacist
- Dresser
- Panchakarma Technician Male-5 Female-5
- OT Assistant
- Gardner
- MTS
- Driver
- Yoga Therapist
- Physiotherapist
- Data Entry operator
- IT Assistant
- Panchakarma Attendant
- Lab Attendant
- Bio Medical Engineer
- Public Relation officer(PRO)
- Personal Secretary to Dean
- Assistant Library officer
- Museum Keeper
- Optometrist
মোট শূন্যপদ, বয়স ও মাসিক বেতন (Total Vacancy, Age, Monthly Salary)
Sr no | পদের নাম | মোট শূন্যপদ | বয়সসীমা | মাসিক বেতন |
1 | Medical Officer | ১২ | ৪৫ বছর | ১৭,১৯০ টাকা |
2 | Staff Nurse | ২০ | ৩৫ বছর | ২৫,০০০ টাকা |
3 | Lab Technician | ১ | ৪৫ বছর | ২৮,০০০ টাকা |
4 | Ward Attendant | ১৬ | ৩০ বছর | ২০,০০০ টাকা |
5 | Radiology Technician | ১ | ২৫ বছর | ২৫,০০০ টাকা |
6 | Pharmacist | ১ | ৪৫ বছর | ২৮,০০০ টাকা |
7 | Dresser | ১ | ৩০ বছর | ২০,০০০ টাকা |
8 | Panchakarma Technician Male-5 Female-5 | ১০ | ৩০ বছর | ২৪,০০০ টাকা |
9 | OT Assistant | ১ | ৪৫ বছর | ২৫,০০০ টাকা |
10 | Gardner | ২ | ৪৫ বছর | ১৭,১৯০ টাকা |
11 | MTS | ২০ | ৩০ বছর | ১৭,১৯০ টাকা |
12 | Driver | ১ | ৪৫ বছর | ১৮,৮৪০ টাকা |
13 | Yoga Therapist | ১ | ৪৫ বছর | ৫০,০০০ টাকা |
14 | Physiotherapist | ১ | ৪৫ বছর | ৫০,০০০ টাকা |
15 | Data Entry operator | ১০ | ৩০ বছর | ১৮,৮৪০ টাকা |
16 | IT Assistant | ২ | ৪৫ বছর | ২৫,০০০ টাকা |
17 | Panchakarma Attendant | ২ | ৩০ বছর | ১৮,৮৪০ টাকা |
18 | Lab Attendant | ১০ | ৩০ বছর | ১৮,৮৪০ টাকা |
19 | Bio Medical Engineer | ১০ | ৪৫ বছর | ৭০,০০০ টাকা |
20 | Public Relation officer(PRO) | ১ | ৪৫ বছর | ৭০,০০০ টাকা |
21 | Personal Secretary to Dean | ১ | ৩০ বছর | ৪৪,৯০০ টাকা |
22 | Assistant Library officer | ২ | ৩০ বছর | ৩৫,০০০ টাকা |
23 | Museum Keeper | ২ | ৩০ বছর | ১৮,৮৪০ টাকা |
24 | Optometrist | ২ | ৩০ বছর | ২৯,২০০ টাকা |
আবেদন প্রক্রিয়া (Application Process)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। http://www.becil.com অথবা https://becilregistration.in এই দুটো ওয়েবসাইটে গিয়ে প্রার্থীর আবেদন করতে পারে অন্য কোথাও আবেদন করলে সেটি গ্রহণযোগ্য হবে না। নিম্নে অনলাইনে আবেদনের প্রক্রিয়া গুলি বলে দেওয়া হলো
- অনলাইন আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে।
- সেখান থেকে ‘career’ অপশনে ক্লিক করার পর নির্দিষ্ট প্রসেস অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীদের একটি বৈধ ইমেইল নম্বর ও একটি ফোন নম্বরের প্রয়োজন হবে।
- রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আবেদন পত্রটি ডাউনলোড করে উপযুক্ত তথ্য সহকারে সেটি পূরণ করতে হবে।
- আবেদনপত্র পূরণ হয়ে গেলে এর সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজ ফটো, নিজস্ব স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
- এরপর আবেদন ফি পেমেন্ট করার পর আবেদন পত্রটি ফাইনাল ভাবে সাবমিট করতে হবে।
গুরুত্বপূর্ণ নথিপত্র (Important Documents)
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য যে সমস্ত নথিপত্র গুলি লাগবে সেগুলো হল নিম্নরূপ-
- Birth certificate/10th certificate
- cast certificate
- All education qualification marksheet and certificate
- passport size photo
আবেদন ফি (Application fee )
টাকা | ক্যাটাগরি |
৮৮৫ | General, OBC, Ex-Serviceman, Women |
৫৩১ | SC/ST, EWS/PH |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
Sr no | পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
1 | Medical Officer | এমডি/এমএস (আয়ু) ক্লিনিকাল অভিজ্ঞতা লাগবে। |
2 | Staff Nurse | যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট/বিশ্ববিদ্যালয় থেকে / B.Sc (অনার্স) নার্সিং / নিয়মিত কোর্সে B.Sc. নার্সিং (4 বছর) / B.Sc. নার্সিং আয়ুর্বেদ (৪ বছর কোর্স) পোস্ট- বেসিক B.Sc নার্সিং (২ বছরের কোর্স) |
3 | Lab Technician | যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান স্নাতক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ল্যাবরেটরিতে ডিপ্লোমা প্রযুক্তি (১ বছর) |
4 | Ward Attendant | যেকোনো সরকারী স্বীকৃত বোর্ড থেকে ১২ তম পাস একটি স্বনামধন্য ১ বছরের কাজের অভিজ্ঞতা সহ হাসপাতাল বা নার্সিং হোম |
5 | Radiology Technician | স্বীকৃত প্রতিষ্ঠান বা বোর্ড থেকে ১০+২ বা বিজ্ঞানের সাথে সমমানের যোগ্যতা লাগবে। |
6 | Pharmacist | B. ফার্মা (Ay) ৩ বছরের পেশাদার সহ একটি স্বনামধন্য ইনস্টিটিউট / হাসপাতালে অভিজ্ঞতা |
7 | Dresser | স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ১২ পাস হতে হবে। |
8 | Panchakarma Technician Male-5 Female-5 | স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ১২ পাস হতে হবে। |
9 | OT Assistant | স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে ১২ পাস হতে হবে। |
10 | Gardner | ম্যাট্রিকুলেশন বা তার সমমানের যোগ্যতা। |
11 | MTS | স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ১২ পাস হতে হবে। |
12 | Driver | মাধ্যমিক পাস বা সমমানের যোগ্যতা |
13 | Yoga Therapist | একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যোগব্যায়ামে একটি পূর্ণকালীন নিয়মিত পিজি ডিগ্রি [(M.A. (যোগ)/ এমএসসি (যোগ)] ন্যূনতম ৫৫% নম্বর সহ |
14 | Physiotherapist | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MPT ডিগ্রি। |
15 | Data Entry operator | যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি। |
16 | IT Assistant | ১স্ট ক্লাস কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে সেন্ট ক্লাস ডিপ্লোমা/ ন্যূনতম ৩ বছরের পূর্ণ তথ্য প্রযুক্তি সময়কাল বা কমপক্ষে ২ বছর পূর্ণ সময় ডিপ্লোমাতে পার্শ্বীয় ভর্তির ক্ষেত্রে সময়কাল কোর্স |
17 | Panchakarma Attendant | স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ১২ পাস হতে হবে। |
18 | Lab Attendant | স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ১২ পাস হতে হবে। |
19 | Bio Medical Engineer | B.E/B.Tech এ থেকে বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ স্বীকৃত প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয়। অথবা ডিপ্লোমা ইন একটি স্বীকৃত থেকে বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রাসঙ্গিক ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা সহ |
20 | Public Relation officer(PRO) | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী বা সমতুল্য/ আয়ুর্বেদ/ MPH/ MBA |
21 | Personal Secretary to Dean | একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। |
22 | Assistant Library officer | একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে M.Lib ডিগ্রী |
23 | Museum Keeper | একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী |
24 | Optometrist | স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে ১২ পাস হতে হবে। |
এছাড়াও আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা হিসেবে আরো অনেক যোগ্যতার কথা বলা হয়েছে সে বিষয়ে সম্পূর্ণ জানার জন্য আবেদনের অফিসিয়াল নোটিসটি ফলো করার অনুরোধ করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)
সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ তারিখ হল ১৯ অক্টোবর ২০২৩।
এছাড়াও আবেদনের ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিশটি ভালোভাবে ফলো করার অনুরোধ করা হচ্ছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉 | 🔥যুক্ত হন |
Official Notice Link👉 | এখানে দেখুন |
Official Website Link👉 | এখানে দেখুন |
FAQ
Q. BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL)-এর তরফ থেকে মোট কইটি পদে কর্মী নিয়োগ করা হবে?
Ans: ২৪ টি।
Q. BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL)-এর তরফ থেকে মোট কতগুলি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে?
Ans: ৯৬ টি।
Q. BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL)-এর সংশ্লিষ্ট পদগুলিতে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: আবেদনের শেষ তারিখ হল ১৯ অক্টোবর ২০২৩।