উচ্চমাধ্যমিক পাশে হেড কনস্টেবল পদে নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি জেনে নিন (Head Constable Recruitment 2023)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Head Constable Recruitment 2023: বর্তমান সময়ে সরকারি হোক বা বেসরকারি যে কোন চাকরি পাওয়াই অনেক কষ্টসাধ্য। রাজ্যে হাজার হাজার বেকার যুবক-যুবতীরা সবাই ডিগ্রী অর্জন করে বসে আছে অথচ রাজ্যে কোন চাকরি নেই। তবে আপনি যদি ভালো একটি চাকরির আশায় থেকে থাকেন তাহলে আপনার জন্য একটি ভালো খবর। CENTRAL INDUSTRIAL SECURITY FORCE-এর তরফ থেকে HEAD CONSTABLE (GENERAL DUTY) AGAINST SPORTS QUOTA-2023– এ কর্মী নিয়োগ করা হবে। এই পদে ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

🔥আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)

CENTRAL INDUSTRIAL SECURITY FORCE-এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

CENTRAL INDUSTRIAL SECURITY FORCE-এর তরফ থেকে HEAD CONSTABLE (GENERAL DUTY) AGAINST SPORTS QUOTA-2023– এ কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা (Age Limit)

০১.০৮.২০২৩ অনুসারে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। সেই অনুসারে প্রার্থীর জন্ম সাল ০২.০৮.২০০০ থেকে ০১.০৮.২০০৫ এর মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেনিদের জন্য বয়সের ছাড় রয়েছে।

ক্যাটাগরির নামবয়সের ছাড়
তফসিলি জাতি/উপজাতি৫ বছর
অন্যান্য অনগ্রসর শ্রেণী৩ বছর
বিভাগীয় প্রার্থী যারা কমপক্ষে ৩ বছর রেন্ডার করেছেন কেন্দ্রীয় অধীনে অবিচ্ছিন্ন পরিষেবা সরকারউচ্চতর SC/ST-এর জন্য ৪৫ বছর পর্যন্ত বয়স সীমা. Gen/EWS/OBC এর জন্য ৪০ বছর পর্যন্ত ঊর্ধ্ব বয়সসীমার মধ্যে।

শূন্যেপদের বিবরণ

ক্রমিক সংখ্যা পদের বিবরণশূন্যপদ(পুরুষ)শূন্যপদ (মহিলা)মোট শূন্যপদ
1Athletics৪০৩৪৭৪
2Boxing১০
3Basket ball
4Football
5Gymnastics
6Hand ball
7Hockey
8Shooting
9Swimming
10Volley ball
11Weight Lifting১৭১১২৮
12Wrestling৩১১৬৪৭
13Taekwondo
14Body Building১৪১৪
15মোট শূন্যপদের সংখ্যা১৪৭৬৪২১৫

বেতন (Salary)

সংশ্লিষ্ট পদে নিয়োগ কারী কর্মীদের মাসিক ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আবেদন প্রক্রিয়া (Application Process )

আবেদন করতে হলে CISF – এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। https://cisfrectt.cisf.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অন্যভাবে আবেদন করলে সেটি গ্রহণযোগ্য হবে না। দুটি প্রক্রিয়ার মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর আবেদনের লিংকে ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করে নিতে হবে। পরে সেটি উপযুক্ত তথ্য সহকারে পূরণ করে ডকুমেন্টস সহ সাবমিট করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। প্রক্রিয়াগুলো হলো নিম্নরূপ –

  • 1st stage:
    a) Trial Test
    b) Proficiency Test
    c) Physical Standard Test (PST) &
    d) Documentation
  • 2nd stage:
    Medical Examination

আবেদন ফি

এরপরে আবেদন করতে হলে প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীদের অর্থপ্রদানের আবেদন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ফি এই ধরনের সকল প্রার্থীকে অবশ্যই নির্ধারিত সার্টিফিকেট জমা দিতে হবে তাদের অবস্থা প্রমাণ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা প্রফর্মা।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

প্রতিনিধিত্ব করার কৃতিত্ব সহ একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২ শ্রেণী পাসের সঙ্গে সঙ্গে খেলা, ক্রীড়া এবং অ্যাথলেটিক্সে রাজ্য / জাতীয় / আন্তর্জাতিক কৃতিত্ব থাকতে হবে।

রাজ্য বোর্ড/সেন্ট্রাল বোর্ড ব্যতীত অন্য শিক্ষাগত শংসাপত্র থাকতে হবে ভারত সরকারের বিজ্ঞপ্তির সাথে এইরকম ঘোষণা করা হয়েছে যোগ্যতা পরিষেবার জন্য ১২ তম শ্রেণি পাসের সমতুল্য যোগ্যতা লাগবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)

হেড কনস্টেবল পদে আবেদনের কাজ শুরু হয়েছে ৩০.১০.২০২৩ তারিখ থেকে। এই আবেদনের শেষ তারিখ হলো ২৮ নভেম্বর ২০২৩ তারিখ রাত ১১:০০ পর্যন্ত।

Head Constable Recruitment 2023

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)

 🔥আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন
Official Notice Link👉এখানে দেখুন
Official Website Link👉এখানে দেখুন
Apply Online 👉 আবেদন করুন

FAQ
Q.CENTRAL INDUSTRIAL SECURITY FORCE-এর তরফ থেকে HEAD CONSTABLE (GENERAL DUTY) AGAINST SPORTS QUOTA-2023 পদে আবেদনকারীর বয়স সীমা কত?

Ans: ১৮ থেকে ২৩ পর্যন্ত, তবে সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড়া রয়েছে।

Q. CENTRAL INDUSTRIAL SECURITY FORCE-এর তরফ থেকে HEAD CONSTABLE (GENERAL DUTY) AGAINST SPORTS QUOTA-2023 পদে বেতন কত দেওয়া হবে?

Ans: সংশ্লিষ্ট পদে নিয়োগ কারী কর্মীদের মাসিক ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

Q. CENTRAL INDUSTRIAL SECURITY FORCE-এর তরফ থেকে HEAD CONSTABLE (GENERAL DUTY) AGAINST SPORTS QUOTA-2023 পদে আবেদনের শেষ তারিখ কত?

Ans: হেড কনস্টেবল পদে আবেদনের শেষ তারিখ হলো ২৮ নভেম্বর ২০২৩ তারিখ রাত ১১:০০ পর্যন্ত।

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *