SSC Scam: SSC কাণ্ডে আসলে কতজন অযোগ্য প্রার্থী? ৫২৫০ নাকি ৮৮৬১? আদালতে কমিশন যা জানাল চমকে উঠবেন!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বাংলার এসএসসি দুর্নীতি (SSC Scam) কান্ডে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলা সহ গোটা দেশ। এই এসএসসি কাণ্ডে ২২ শে এপ্রিল ২৬০০০ চাকরি প্রার্থীর চাকরি বাতিল করার রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। এই মঙ্গলবার হাইকোর্টের সেই আদেশকেই স্থগিত করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। অর্থাৎ ২৬০০০ চাকরি প্রার্থীর চাকরি বাতিল হচ্ছে না আপাতত।

সুপ্রিম কোর্টের রায় মেনে আপাতত স্থগিত রাখা হয়েছে হাইকোর্টের আদেশ। তাই অযোগ্য হিসেবে বিবেচিত চাকরিপ্রার্থীদের চাকরি আপাতত বহাল থাকছে। তবে এক্ষেত্রে শীর্ষ আদালতের কিছু শর্ত মানতে হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যেসব প্রার্থীদের চাকরি বাতিল হয়েছিল, তাদেরকে একটা মুচলেকার মাধ্যমে জানাতে হবে যে, ভবিষ্যতে যদি তাদের অযোগ্য হিসেবে প্রমাণিত করা হয় তাহলে হাইকোর্টের নির্দেশ মেনে তারা তাদের পূর্ববর্তী বেতনের টাকা ফেরত দেবে।

হাইকোর্টের রায়কে স্থগিত রেখে আপাতত সুপ্রিম কোর্ট এই নির্দেশই দিয়েছে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ওপর ভিত্তি করেই উঠে এসেছে একটি প্রশ্ন; 2016 সালের এসএসসি (ssc)প্যানেলে অযোগ্য প্রার্থীর সংখ্যা আসলে কত?

এর আগে এসএসসি জানিয়েছিল ৫২৫০ জন প্রার্থী বেআইনি পদ্ধতিতে নিয়োজিত হয়েছে। অথচ মঙ্গলবার সুপ্রিম কোর্টে অন্য বক্তব্য রেখেছে এসএসসি। এই দিন আদালতে সিবিআই (CBI) কে উদ্ধৃত করে এসএসসি বলেছে যে, ২০১৬ সালে এসএসসিতে বেআইনিভাবে নিয়োজিত প্রার্থীর সংখ্যা ৮৮৬১ জন। এসএসসির বক্তব্যের এই ভিন্নতা থেকে থেকেই আবারো শুরু হয়েছে জল্পনা। অযোগ্য প্রার্থীর সংখ্যা আসলে কত – তা নিয়ে দ্বিধাগ্রস্ত অনেক মানুষ।

তবে এই বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, আপাতত অযোগ্য হিসেবে বিবেচিত কোন প্রার্থীরই ১২ শতাংশ সুদ সহ পূর্ববর্তী বেতনের টাকা ফেরত দেওয়ার প্রয়োজন নেই। এই বিষয়ে আগামী ১৬ই জুলাই চূড়ান্ত রায় জানাবে সুপ্রিম কোর্ট।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp গ্রুপে যুক্ত হন