WhatsApp-এ কেউ আপনাকে ব্লক করলে সহজেই জেনে ফেলতে পারবেন, রইলো পদ্ধতি
বর্তমান যুগ হলো ডিজিটাল (Digital) যুগ। আর এই যুগে প্রায় প্রতিটা মানুষের হাতেই রয়েছে অ্যান্ড্রয়েড (Android) ফোন। আর অ্যান্ড্রয়েড ফোন মানেই তারা দুনিয়ার সাথে যুক্ত থাকতে কোনো না কোনো সোশ্যাল মিডিয়াতে (Social media) অবশ্যই আছেন। এমনই একটি জনপ্রিয় প্লাটফর্ম হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)।
সারা বিশ্বে কোটি কোটি মানুষ ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপের সাহায্যে পৃথিবীর যেকোন মানুষের সাথে খুব সহজেই যোগাযোগ করা যায়। এই হোয়াটসঅ্যাপের অনেক রকম সেটিংস এবং ফাংশান আছে। আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব হোয়াটসঅ্যাপের এমনই একটি অন্যতম সেটিং (settings) সম্পর্কে।
অনেক সময়েই whatsapp ব্যবহারকারীরা বিভিন্ন কারণে অনেক মানুষকে ব্লক করে থাকেন। যাকে ব্লক করা হয়, সেই ব্যক্তি জানতে পারেনা। তাই আজকের প্রতিবেদনে আমরা দেখব এমন কিছু পদ্ধতি যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কেউ ব্লক (block) করেছে কিনা।
লাস্ট সিন (Last Seen):
আপনি যদি হঠাৎ করে আপনার কন্টাক্ট এ থাকা কোন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর লাস্ট সিন দেখতে না পান যার লাস্ট সিন আপনি কিছুদিন আগে পর্যন্ত দেখতে পেতেন, তাহলে বুঝবেন তিনি আপনার নাম্বার ব্লক লিস্টে রেখেছেন।
স্ট্যাটাস আপডেট (Status Update):
আপনি যদি আপনার কন্ট্যাক্ট এর কোন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর স্ট্যাটাস আপডেট দেখতে না পারেন, তাহলে হতে পারে সংশ্লিষ্ট ব্যক্তি আপনাকে ব্লক করেছে।
ব্ল্যাঙ্ক প্রোফাইল পিকচার (Blank Profile Picture):
আপনি যদি নির্দিষ্ট whatsapp ব্যবহারকারীর প্রোফাইল ফটো হঠাৎ করেই দেখতে না পান, তবে বুঝবেন তিনি আপনাকে ব্লক করেছেন। তবে অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারি হোয়াটসঅ্যাপের প্রোফাইলে ফটো রাখতে পছন্দ করেন না।
পাঠানো মেসেজের উপরে টিক (double grey tick):
আপনি হয়তো আপনার কোন পরিচিত whatsapp ব্যবহারকারীকে মেসেজ পাঠিয়েছেন, অথচ বহুদিন কেটে যাওয়া সত্ত্বেও আপনার পাঠানো মেসেজে ডাবল গ্রে টিক পড়েনি। তাহলে বুঝবেন ওই ব্যক্তি আপনার নাম্বার ব্লক লিস্টে রেখেছেন।
হোয়াটসঅ্যাপে কল করা (WhatsApp Call):
আপনি যদি আপনার কন্টাক্ট এ থাকা whatsapp ব্যবহারকারী ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে কল করতে না পারেন, তাহলে এটি সম্ভব যে ওই ব্যক্তি আপনাকে ব্লক করেছেন।
নিউ গ্রুপে এড করা (Add in New Group):
আপনি যদি আপনার কন্টাক্ট এ থাকা WhatsApp ব্যবহারকারীর ব্যক্তিকে কোন নতুন গ্রুপে এড করতে সক্ষম না হন, তাহলে বুঝবেন তিনি আপনাকে ব্লক করেছেন।