মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরির সুযোগ! ৮৩,২০০ টাকা পর্যন্ত মাসিক বেতন
India Post Office Group C recruitment 2024: অতি সম্প্রতি পোস্ট অফিসে (Post Office) গ্রুপ সি (Group C) পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্টাফ, ড্রাইভার ইত্যাদি বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ করবে পোস্ট অফিস। চাকরির দরখাস্তের জন্য নূন্যতম যোগ্যতা হলো মাধ্যমিক পাস। এছাড়া বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা প্রয়োজনীয় যোগ্যতা আছে যা আপনারা নির্দিষ্ট ওয়েবসাইটে(website) পেয়ে যাবেন। কর্মীদের বেতন সর্বনিম্ন ১৯৯০০ টাকা এবং সর্বোচ্চ ৮৩২০০ টাকা। মোট শূন্য পদের সংখ্যা ২৭। আজকের প্রতিবেদনে পোস্ট অফিসের এই কর্মী নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
কোন কোন পদে কর্মী নিয়োগ হবে (posts):
পোস্ট অফিস যে যে পদের জন্য কর্মী নিয়োগ করবে তা হলো-
১) স্টাফ কার ড্রাইভার (Stuff Car Driver)
২) জেনারেল সেন্ট্রাল সার্ভিস (General Central Service)
৩) নন গেজেটেড (Non Gazetted)
৪) নন মিনিস্টিরিয়াল (Non Minesterial)
কতগুলি শূন্য পদ আছে (Job Vacancy):
পোস্ট অফিস সর্বমোট ২৭ টি বিভিন্ন শূন্য পদের জন্য বিভিন্ন যোগ্যতার কর্মী নিয়োগ করবে।
বয়সেসীমা (Age limit) :
সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত কর্মী নিয়োগ করবে পোস্ট অফিস। Sc/St প্রার্থীরা অতিরিক্ত ৫ বছর পর্যন্ত এবং obc প্রার্থীরা অতিরিক্ত ৩ বছর পর্যন্ত এবং সরকারি কর্মীরা অতিরিক্ত ৪০ বছর পর্যন্ত ছাড় পাবে।সৈনিক এবং অন্যান্য কিছু গোত্রের প্রার্থীরাও বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবে।
বেতনের (Salary):
যোগ্যতা অনুযায়ী কর্মীদের বেতন দেবে পোস্ট অফিস। বেতনের পরিমাণ সর্বনিম্ন ১৯৯০০ টাকা এবং সর্বোচ্চ ৮৩২০০ টাকা
আবেদনের পদ্ধতি (Process of form fill up) :
পোস্ট অফিসের চাকরির জন্য প্রার্থীরা অফলাইনে আবেদন জানাতে পারবে । www.indiapost.gov.in এই ওয়েবসাইটটিতে প্রার্থীরা আবেদনের জন্য ফর্ম (form) পেয়ে যাবেন। সেই ফর্ম ডাউনলোড(Download) করে প্রিন্ট করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সতর্কতার সাথে ফর্ম ফিলাপ (Form fill up) করতে হবে। এছাড়া নির্দিষ্ট কিছু দরকারি ডকুমেন্ট প্রয়োজনমতো যোগ করতে হবে। তারপর ফর্ম সহ প্রত্যেকটি ডকুমেন্ট (document) নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। ফর্ম ফিলাপের সময় নির্দিষ্ট। যে ঠিকানায় ফফর্ম জমা করতে হবে, তা হলো : “The Manager, Mail Motor Service, Bengaluru-560003”
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা (Educational qualification) :
পোস্ট অফিস এ চাকরির জন্য নূন্যতম যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক পাস। এছাড়া আবেদনকারীদের ড্রাইভিং লাইসেন্স (Driving licence) থাকা অত্যাবশ্যক। যে পদের জন্য আবেদন করবে প্রার্থীরা, সেই কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
ফর্ম ফিলাপের শেষ তারিখ (Last date) :
পোস্ট অফিসে চাকরির জন্য আবেদনের শেষ তারিখ আগামী ১৪/৫/২০২৪ বিকেল ৫:০০ অবধি।