IRCTC-তে কনসালটেন্ট পদে নিয়োগ চলছে, বিজ্ঞপ্তি জারি, কবে আবেদনের শেষ তারিখ?
Indian Railway Catering & Tourism Corporation Ltd (IRCTC)-এর তরফ থেকে Consultant পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৬৪ বছর বয়স পর্যন্ত যোগ্য প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। অফলাইন মাধ্যমে আবেদনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Indian Railway Catering & Tourism Corporation Ltd (IRCTC)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
Consultant পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমা (Age Limit)
১৪.০৫.২০২৪ তারিখ অনুযায়ী যারা এই চাকরির পথে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
যেসব প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করবে তাদের নির্ধারিত পদে নিয়োগ করার পর IRCTC এর নিয়ম অনুযায়ী বেতন প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
চাকরির পদে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা অফিশিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল নোটিশ থেকে আবেদন সংগ্রহ করার পর আবেদন করতে পারবে। আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে কিছু নথি যোগ করে নিজের ফটো ও স্বাক্ষর করতে হবে। সবশেষে সেগুলো একটি খামের মধ্যে ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে জমা করে আসতে হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের পদ সম্পর্কিত বিশেষ যোগ্যতা থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
আবেদনের শেষ তারিখ হলো আগামী ৩১ মে ২০২৪ তারিখ পর্যন্ত।
এছাড়াও আবেদন সম্পর্কিত আরো একাধিক তথ্য জানতে এর মূল অফিসিয়াল ওয়েবসাইট www.irctc.com ফলো করুন।