সুপারভাইজার, সার্ভেয়ার ও অন্যান্য পদে চাকরির সুযোগ, এই ভাবে আবেদন করুন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

IREL (India) Limited-এর তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যা বেকার চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুখবর। এই পদে শুধুমাত্র ভারতীয়রাই আবেদন করতে পারবে। যারা বেকার হয়ে বসে আছেন ভালো একটি চাকরির আশায় রয়েছেন তারা সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য বলা হয়েছে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো –

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)

IREL (India) Limited-এর তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

যে পদগুলোতে কর্মী নিয়োগ করা হবে সেই পদগুলো হলো নিম্নরূপ-

  1. Junior Rajbhasha Adhikari
  2. Junior Supervisor (Chemical)
  3. Junior Supervisor (Admin)
  4. Mining Mate
  5. Mining Surveyor
  6. Mining Foreman
  7. Supervisor (Electrical)
  8. Supervisor (Civil)
  9. Supervisor (Finance)

মোট শূন্যপদ (Total Vacancy)

একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। সবগুলি পদ মিলিয়ে সর্বমোট ৩২ টি পদে কর্মী নিয়োগ করা হবে। নিম্নে সেই পদগুলি ও তার শূন্যপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-

ক্রমিক নম্বরপদের নামমোট শূন্যপদের সংখ্যা
1Junior Rajbhasha Adhikari০৪
2Junior Supervisor (Chemical)০৪
3Junior Supervisor (Admin)০৪
4Mining Mate০৮
5Mining Surveyor০১
6Mining Foreman০৪
7Supervisor (Electrical)০২
8Supervisor (Civil)০২
9Supervisor (Finance)০৩

বয়সসীমা ও বেতন (Age Limit and Salary)

ক্রমিক নম্বরপদের নামবয়সসীমাবেতন
1Junior Rajbhasha Adhikari৩০ বছরS-1 Grade Rs.25000- 68000/- Rs 7.25 Lakhs
2Junior Supervisor (Chemical)৩০ বছরS-1 Grade
Rs.25000-
68000/-
Rs 7.25 Lakhs
3Junior Supervisor (Admin)৩০ বছরS-1 Grade
Rs.25000-
68000/-
Rs 7.25 Lakhs
4Mining Mate৩০ বছরS-1 Grade
Rs.25000-
68000/-
Rs 7.25 Lakhs
5Mining Surveyor৩০ বছরS-1 Grade
Rs.25000-
68000/-
Rs 7.25 Lakhs
6Mining Foreman৩৩ বছরS-2 Grade Rs.26500- 72000/- Rs 7.7 Lakhs
7Supervisor (Electrical)৩৩ বছরS-2 Grade
Rs.26500-
72000/-
Rs 7.7 Lakhs
8Supervisor (Civil)৩৩ বছরS-2 Grade
Rs.26500-
72000/-
Rs 7.7 Lakhs
9Supervisor (Finance)৩৩ বছরS-2 Grade
Rs.26500-
72000/-
Rs 7.7 Lakhs

আবেদন প্রক্রিয়া (Application Process)

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। এর জন্য প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে আবেদনের লিংকে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। আপনাদের সুবিধার্থে নিম্নে আবেদনের লিংকটি দিয়ে দেওয়া হলো। আবেদন করতে হবে নিম্নলিখিত পদ্ধতিতে-

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now
  • আবেদনের জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট যেতে হবে।
  • সেখান থেকে আবেদনের লিংকে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে।
  • এরপর সেটি উপযুক্ত তথ্য দ্বারা ভালো করে পূরণ করতে হবে।
  • নিজের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি এর সঙ্গে আপলোড করতে হবে। সঙ্গে কালো পেনে নিজের সাক্ষর করে সঙ্গে ফটো সহ দুটি আপলোড করতে হবে।
  • সব শেষে আবেদন ফি পেমেন্ট করে সেটি ফাইনাল সাবমিট করে আবেদনের কাজ সম্পন্ন করতে হবে।

আবেদন ফি

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের আবেদন ফি জমা করতে হবে। প্রত্যেকটি প্রার্থীকে আবেদন করার পর ৫০০ টাকা আবেদন ফি জমা করতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীদের ক্ষেত্রে ছাড় রয়েছে।

গুরুত্বপূর্ণ নথিপত্র (Important Documents)

এই পদে আবেদন করতে হলে যেসব ডকুমেন্টস লাগবে সেগুলি হলো নিম্নরূপ-

  • All Educational documents
  • Experience Certificates
  • PWD Certificate (if applicable)
  • Discharge / Service Certificate in case of Ex-servicemen.
  • Caste Certificate (if applicable)
  • Income certificate
  • Scribe certificate, (if applicable)
  • Passport size photo

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

প্রার্থীদের কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে পদে নিয়োগ করা হবে। নিম্নে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো –

১. First Level Test

  • Written Test

২. First Level Test

  • Skill Test / Trade Test / Computer Proficiency Test and Psychometric Test

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

১. Junior Rajbhasha Adhikari পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা

  • হিন্দি বা ইংরেজিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে বিষয় হিসেবে হিন্দি থাকবে।
  • ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর, সাথে হিন্দি বিষয় কম্পালসারি অথবা elective বিষয় হিসেবে থাকতে হবে।
  • হিন্দি বিষয়ে স্নাতকোত্তর, সাথে ইংরেজি বিষয় কম্পালসারি অথবা elective বিষয় হিসেবে থাকতে হবে।

২. Junior Supervisor (Chemical) পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা

  • ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা/বিজ্ঞান বিষয়ে স্নাতক সঙ্গে প্রধান বিষয় হিসেবে কেমিস্ট্রি থাকতে হবে।
  • ন্যূনতম ৩ বছরের পোস্ট যোগ্যতা অভিজ্ঞতা প্রাসঙ্গিক ক্ষেত্র।

৩. Junior Supervisor (Admin) পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা

  • যেকোনো স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী থাকতে হবে।
  • ন্যূনতম ৩ বছরের পোস্ট যোগ্যতা অভিজ্ঞতা প্রাসঙ্গিক ক্ষেত্র।

৪. Mining Mate পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা

  • মাইনিং মেট সার্টিফিকেট সহ HSC ডিজিএমএস দ্বারা জারি করা যোগ্যতা অনুযায়ী ধাতব খনি প্রবিধান (এমএমআর), 1961
  • ন্যূনতম ৩ বছরের পোস্ট যোগ্যতা অভিজ্ঞতা প্রাসঙ্গিক ক্ষেত্র।

৫. Mining Surveyor পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা

  • ডিপ্লোমা ইন মাইনস সার্ভে/মাইনিং সার্ভে সার্টিফিকেট সহ ইঞ্জিনিয়ারিং ডিজিএমএস থেকে মাইনিং সার্ভেতে দক্ষতা ধাতব খনি প্রবিধান অনুযায়ী (এমএমআর), 1961
  • ন্যূনতম ৩ বছরের পোস্ট যোগ্যতা অভিজ্ঞতা প্রাসঙ্গিক ক্ষেত্র।

৬. Mining Foreman পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা

  • ফোরম্যানের সাথে মাইনিংয়ে ডিপ্লোমা ডিজিএমএস দ্বারা জারি করা যোগ্যতার শংসাপত্র ধাতব খনি প্রবিধান অনুযায়ী (এমএমআর), ১৯৬১
  • ন্যূনতম ৬ বছরের পোস্ট যোগ্যতা অভিজ্ঞতা প্রাসঙ্গিক ক্ষেত্র।

৭. Supervisor (Electrical) পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা

  • ০৩ বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল এর বৈদ্যুতিক সুপারভাইজার সার্টিফিকেট ভারতীয় অধীনে যোগ্যতা এবং লাইসেন্স বিদ্যুৎ বিধি, ১৯৫৬।
  • ন্যূনতম ৬ বছরের পোস্ট যোগ্যতা অভিজ্ঞতা প্রাসঙ্গিক ক্ষেত্র।

৮. Supervisor (Civil) পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা

  • সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ৩ বছরের ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে।
  • ন্যূনতম ৬ বছরের পোস্ট যোগ্যতা অভিজ্ঞতা প্রাসঙ্গিক ক্ষেত্র।

৯. Supervisor (Finance) পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা

  • বাণিজ্যে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • ন্যূনতম ৬ বছরের পোস্ট যোগ্যতা অভিজ্ঞতা পেমেন্ট প্রক্রিয়াকরণ এবং অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ একটি প্রতিষ্ঠানের। উচিত কম্পিউটারে কাজ করেছেন এবং জ্ঞান আছে ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যার অর্থ ও হিসাব ফাংশন এই অন্যান্য যোগ্যতাগুলি থাকতে হবে।
irel India ltd recruitment 2023

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)

সংশ্লিষ্ট পদে আবেদনের কাজ শুরু হয়েছে ৩০.১০.২০২৩ তারিখ থেকে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ হল ১৪.১১.২০২৩ তারিখ ১১:৫৯ পর্যন্ত। আবেদন ফি পেমেন্ট করার শেষ সময়ও ১৪ নভেম্বর ২০২৩, ১১:৫৯ পর্যন্ত।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)

🔥আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥যুক্ত হন
অফিসিয়াল নোটিশ👉এখানে দেখুন
অফিসিয়াল ওয়েবসাইট👉এখানে দেখুন
আবেদন করুন👉আবেদনের লিঙ্ক

FAQ
Q. IREL (India) Limited-এর তরফ থেকে মোট কয়টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে?

Ans: মোট ৩২ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

Q. IREL (India) Limited-এর তরফ থেকে সংশ্লিষ্ট পদে আবেদন করতে হবে কীভাবে?

Ans: অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

Q. IREL (India) Limited-এর তরফ থেকে সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: আবেদনের শেষ তারিখ হল ১৪.১১.২০২৩ তারিখ ১১:৫৯ পর্যন্ত।

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *