CSIR NCL Group C Recruitment 2025: রাজ্যের কেমিক্যাল ল্যাবরেটরীতে উচ্চমাধ্যমিক পাশে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ! প্রতিমাসে বেতন ৬৩ হাজার টাকা।

CSIR NCL Group C Recruitment 2025: CSIR -এর কেমিক্যাল ল্যাবরেটরীতে দুর্দান্ত নিয়োগ চলছে! উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতাতেই বিভিন্ন গ্রুপ সি পদে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এখানে কোনরকম ইন্টারভিউয়ের ঝামেলা ছাড়াই সরাসরি কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলি ভালোভাবে জেনে নেবেন। আবেদনপত্রে কোনো রকম ভুল ভ্রান্তি হলে আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। তাই এই পদ এবং পদে আবেদনের বিস্তারিত তথ্য জেনে নিতে শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

নিয়োগ সংক্রান্ত তথ্য

নিয়োগ কারী সংস্থাCSIR, পুনে
পদের নামগ্রুপ সি
শূন্য পদের সংখ্যা১৮ টি
আবেদন পদ্ধতিঅনলাইন
শিক্ষাগত যোগ্যতাউচ্চ মাধ্যমিক
আবেদনের শেষ তারিখ০৫/০৫/২০২৫

Read More: রাজ্যে ৯৬১৭ টি শুন্যপদে পুলিশ কনস্টেবল নিয়োগ! এখনই আবেদন পদ্ধতি দেখে নিন।

পদের বিবরণ

সম্প্রতি পুনেতে অবস্থিত CSIR -এর তরফে অ্যাসিস্ট্যান্ট জেনারেল, এসিস্ট্যান্ট স্টোরস এবং পার্চেস, অ্যাকাউন্টস ফাইনান্স দপ্তরে জুনিয়র সেক্রেটারিয়েট assistant পদে কর্মী নিয়োগ হচ্ছে।

মাসিক বেতনের পরিমাণ

প্রতিটি পদেই কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় বেতন ক্রম অনুসারে ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা মূল বেতন দেওয়া হবে। পাশাপাশি একাধিক সরকারি সুযোগ-সুবিধা মিলবে নিযুক্ত কর্মীদের।

শিক্ষাগত যোগ্যতা

CSIR NCL Group C Recruitment 2025 তে উল্লেখিত পদ গুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এর পাশাপাশি উচ্চতর শিক্ষাগত যোগ্যতাতেও আপনারা আবেদন জানাতে পারবেন।

অতিরিক্ত দক্ষতা

প্রতিটি চাকরিপ্রার্থীকে এই পদে নিয়োগের পদ্ধতি হিসেবে দক্ষতা পরীক্ষা দিতে হবে। যেখানে আপনাদের ইংরেজি ভাষায় প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি ভাষায় ৩০টি শব্দ প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা যাচাই করা হবে।

বয়স সীমা (CSIR NCL Group C Recruitment 2025)

এখানে চাকরিপ্রার্থীরা নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

নিয়োগ পদ্ধতি

১) ইচ্ছুক চাকরি প্রার্থীদের সবার আগে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। এই লিখিত পরীক্ষা ২টি ধাপে নেওয়া হবে।

পেপার ১- মেন্টাল এবিলিটি টেস্ট।
পেপার ২- জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংরেজি।

২) এক্ষেত্রে দ্বিতীয় পেপারে মেধার ভিত্তিতে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। প্রথম পেপারটি শুধুমাত্র পাস করতে হবে চাকরিপ্রার্থীদের।

৩) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে টাইপিং টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করে যোগ্য চাকরিপ্রার্থীকে নির্দেশ পদে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি (CSIR NCL Group C Recruitment 2025)

ইচ্ছুক চাকরিপ্রার্থীরা recruit.ncl.res.in -এই অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে সম্পূর্ণ অনলাইন আবেদন জানাতে পারবেন। আবেদন পত্র পূরণ করার পাশাপাশি অবশ্যই প্রয়োজনীয় সকল নথিপত্র সঠিক পদ্ধতি মেনে আপলোড করবেন।

আবেদন মূল্য

সাধারণ এবং OBC চাকরি প্রার্থী৫০০/- টাকা
SC/ST/PWD/মহিলা চাকরিপ্রার্থীআবেদন মূল্য নেই

CSIR NCL Group C Recruitment 2025

Official Website Click Here
Apply Link Apply Now
Official Notification Download PDF

Leave a Comment