WB Health Recruitment 2025: রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ! প্রতিমাসে বেতন ২০ হাজার টাকা।

WB Health Recruitment 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর! এই রাজ্যেরই স্বাস্থ্য দপ্তর থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কোন রকম লিখিত পরীক্ষার ছাড়াই সরাসরি চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। সর্বোপরি, উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

এই নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আপনি যদি এর পদের নাম, যোগ্যতা, মাসিক বেতনের পরিমাণ, নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতি বিষয়ক সমস্ত তথ্য বিশদে জেনে নিতে চান তাহলে অবশ্যই আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।

Important Dates

আবেদন শুরুইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন শেষ২১/০৩/২০২৫
ইন্টারভিউয়ের তারিখ২৮/০৩/২০২৫ 

পদের বিবরন

নিয়োগকারী সংস্থাNorth Bengal Medical College and Hospital, Sushrutanagar, Darjeeling
পদের নামপ্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট II
মোট শুন্যপদউল্লেখিত নেই

শিক্ষাগত যোগ্যতা

WB Health Recruitment 2025 পদের জন্য চাকরিপ্রার্থীরা বিজ্ঞান বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থেকেই আবেদন জানাতে পারবেন। তবে এই যোগ্যতার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য বিষয়ের উপর একটি ডিপ্লোমা ডিগ্রী এবং অন্ততপক্ষে ৫ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক। অপরদিকে চাকরিপ্রার্থীরা যদি বিজ্ঞানের যেকোন বিভাগের সাথে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকেন তাহলে মাত্র ২ বছরের পূর্ব অভিজ্ঞতায় এখানে আবেদন জানাতে পারবেন।

Read More: রাজ্যের ডিএম অফিসে কর্মী নিয়োগ! বয়সসীমা ২৫ থেকে ৪৫ বছর।

মাসিক বেতন

WB Health Recruitment 2025 পদে যে কর্মী নিযুক্ত হবেন, তাকে প্রতিমাসে ২০ হাজার টাকা মূল বেতন প্রদান করা হবে। এর পাশাপাশি কর্মীর থাকার জন্য ১০ শতাংশ HRA দেওয়া হবে।

বয়স সীমা

ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের চাকরি প্রার্থীরা এই দুর্দান্ত কাজের জন্য আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য অবশ্যই বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ ছাড় প্রদান করা হবে। সকল বয়সের এবং যোগ্যতার হিসাব ০১/০১/২০২৫ তারিখ অনুসারে করবে পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

নিয়োগ পদ্ধতি

এখানে চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী হিসেবে নিযুক্ত করা হবে। ২৮/০৩/২০২৫ তারিখ সকাল ১১ টা থেকে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

How to Apply For WB Health Recruitment 2025?

আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি সঙ্গে সংযুক্ত সম্পূর্ণ আবেদন পত্রটি প্রিন্ট করে হাতে-কলমে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় সকল নথিপত্র যেমন- আধার কার্ড, বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, পূর্ব অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সকল বিবরণ, রঙিন পাসপোর্ট সাইজ ছবি ও জাতিগত সার্টিফিকেট সহ নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

প্রয়োজনীয় সকল নথিপত্র

  1. আধার কার্ড।
  2. বয়সের প্রমাণপত্র।
  3. ঠিকানার প্রমাণপত্র।
  4. জাতিগত সার্টিফিকেট।
  5. পূর্ব অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সকল বিবরণ।
  6. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

আবেদন পাঠানোর ঠিকানা

Department of Pathology, North Bengal Medical College and Hospital, Sushrutanagar, Darjeeling, PIN-734012

Important Links

WB Health Recruitment 2025Click Here
Official NotificationDownload PDF

Leave a Comment