সরাসরি রেলওয়ে কর্পোরেশন লিমিটেডে চাকরির সুযোগ! এইভাবে আবেদন করুন
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রেলওয়ে কর্পোরেশন লিমিটেড (Konkan Railway Corporation Limited) সংস্থা কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে রেলওয়ে কর্পোরেশন লিমিটেড (Railway Corporation Limited) এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে। যারা অনেকদিন ধরেই চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে পারে। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থা:
Konkan Railway Corporation Limited (KRCL) কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম:
মোট চার ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,
- Assistant Engineer / Contract
- Project Engineer
- Sr. Technical Assistant
- CAD / Draftsman
শিক্ষাগত যোগ্যতা:
এই পদগুলিতে আবেদনের জন্য সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি অথবা ডিপ্লোমা পাস করে থাকতে হবে। বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিন।
বয়স সীমা:
প্রতিটি পদের জন্য বয়সের উর্ধ্বসীমা আলাদা।
- Assistant Engineer / Contract পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।
- Project Engineer পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
- Sr. Technical Assistant পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- CAD/ Draftsman পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ৪৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন কাঠামো:
প্রতিটি পদ অনুযায়ী মাসিক বেতন কাঠামো ভিন্ন।
- Assistant Engineer / Contract- ৫৬,১০০ টাকা।
- Project Engineer- ৪৪,৯০০ টাকা।
- Sr. Technical Assistant – ৪৪,৯০০ টাকা।
- CAD/ Draftsman- ৩৫,৪০০ টাকা।
নিয়োগ প্রক্রিয়া:
এই পদগুলিতে নিয়োগ সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে করা হবে।
আবেদন প্রক্রিয়া:
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটির একটি প্রিন্ট কপি বের করে নিতে হবে।
- এরপর আবেদন পত্রটিকে নিজের সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
- আবেদন পত্রটির সাথে একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার যুক্ত করতে হবে।
- তারপর নিজের সমস্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ নথি আবেদন পত্রটির সঙ্গে যুক্ত করে খামের ভেতর ভরে ইন্টারভিউ এর দিন নির্দিষ্ট জায়গায় উপস্থিত থাকতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ:
১৫.০৬.২০২৪ থেকে ২৭.০৬.২০২৪ এর তারিখ অবধি ইন্টারভিউ প্রক্রিয়া চলবে।
অফিসিয়াল ওয়েবসাইট:
অফিসিয়াল ওয়েবসাইটটি হল- https://konkanrailway.com। আবেদন করার পূর্বে বিস্তারিত ভাবে জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিন।