ডেটা এন্ট্রী অপারেটর, ক্লার্ক সহ অন্যান্য পদে চাকরির সুযোগ, বিস্তারিত জানুন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES, JODHPUR (Rajasthan)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে গ্রুপ এ, বি এবং সি পদে সরাসরি নিয়োগ করা হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের আবেদনের আহ্বান জানানো হয়েছে। নিম্নে এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉যুক্ত হন

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)

ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES, JODHPUR (Rajasthan) – এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, যোধপুর (রাজস্থান)- এর পক্ষ থেকে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলো হল নিম্নরূপ-

  1. Assistant Nursing Superintendent
  2. Medico Social Service Office Grade I
  3. Artist (Modellar)
  4. Social Worker
  5. Data Entry Operator Grade-A
  6. Senior Administrative Assistant
  7. Cashier
  8. Store Keeper-cum-Clerk
  9. Junior Administrative Assistant

মোট শূন্যপদ ও বয়সসীমা (Total Vacancy and Age Limit)

পদের নাম শূন্যপদবয়সসীমা
Assistant Nursing Superintendent২০২১ থেকে ৩৫ বছর
Medico Social Service Office Grade I১৫২১ থেকে ৩৫ বছর
Artist (Modellar)১৪২১ থেকে ৩৫ বছর
Social Worker১৮ থেকে ৩৫
Data Entry Operator Grade-A১৮ থেকেe ২৭
Senior Administrative Assistant২১ থেকে ৩০ বছর
Cashier২১ থেকে ৩০ বছর
Store Keeper-cum-Clerkv২১৩০ বছর পর্যন্ত
Junior Administrative Assistant২৫১৮ থেকে ৩০ বছর

উপরে নির্ধারিত বয়স অনুযায়ী সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। তবে সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় রয়েছে। কোন পদে কত বছর ছাড় রয়েছে সেই ব্যাপারে বিস্তারিত জানার জন্য অফিশিয়াল নিবন্ধটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইলো।

বেতন (Salary)

পদের নামগ্রুপবেতন(Grade pay)
Assistant Nursing SuperintendentA৫৪০০ টাকা
Medico Social Service Office Grade IB৪৬০০ টাকা
Artist (Modellar)C২৮০০ টাকা
Social WorkerC২৪০০ টাকা
Data Entry Operator Grade-AC২৪০০ টাকা
Senior Administrative AssistantC২৪০০ টাকা
CashierC২৪০০ টাকা
Store Keeper-cum-ClerkvC১৯০০ টাকা
Junior Administrative AssistantC১৯০০ টাকা

আবেদন প্রক্রিয়া (Application Process)

এক্ষেত্রে সকল আবেদনকারীদের অনলাইন মাধ্যমে আবেদন করার জন্য বলা হয়েছে। এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট http://www.aiimsjodhpur.edu.in-এ গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর এক কপি ছবি ও নিজস্ব স্বাক্ষর দিতে হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification)

১. Assistant Nursing Superintendent পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

  • ভারতের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে B.Sc. নার্সিং (৪ বছরের কোর্স) করা লাগবে।
  • ভারতীয় নার্সিং কাউন্সিল থেকে স্বীকৃত ইনস্টিটিউট/বিশ্ববিদ্যালয়।
  • ভারতীয় নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে B.Sc. (পোস্ট সার্টিফিকেট) বা সমমানের যেমন B.Sc. নার্সিং (পোস্ট-বেসিক) (২বছরের কোর্স) যোগ্যতা লাগবে।
  • সংশ্লিষ্ট পদে কমপক্ষে ছয় বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

২. Medico Social Service Office Grade I পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

  • ভারতের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে এমএ (সামাজিক কাজ) / এমএসডব্লিউ, যোগ্যতার সঙ্গে সঙ্গে সহ চিকিৎসা সামাজিক কাজে বিশেষীকরণ, এর যোগ্যতা থাকতে হবে।
  • সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে সেই পদ সম্পর্কে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. Artist (Modellar) পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

  • সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য ভারতের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে Fine Arts/ Commercial Arts/Modeling ইত্যাদি বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট সহ কাজের বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • অথবা যেকোন মেডিকেল কলেজ থেকে Matriculation / equivalent ডিগ্রী থাকতে হবে, সঙ্গে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ।

৪. Social Worker পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

  • সরকার স্বীকৃতি যেকোনো প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা সহ সংশ্লিষ্ট পদে কম করে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৫. Data Entry Operator Grade-A পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

  • সরকার স্বীকৃতি যেকোনো প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে।

৬. Senior Administrative Assistant পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

  • একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী বা সমমানের যোগ্যতা লাগবে।
  • উচ্চ গতিতে টাইপিং সহ কম্পিউটার সম্পর্কে যাবতীয় জ্ঞান থাকতে হবে।

৭. Cashier পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

  • একটি সরকারি সংস্থায় কমপক্ষে ২ বছরের হিসাব পরিচালনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৮. Store Keeper-cum-Clerkv পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

  • যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রী সহ সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৯.Junior Administrative Assistant পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

  • যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস ও সমতুল্য শিক্ষাগত যোগ্যতার লাগবে।
  • উচ্চগতিতে কম্পিউটার টাইপিং-এর যোগ্যতা থাকতে হবে।

উপরে উক্ত যোগ্যতা ছাড়াও আরো কয়েকটি অন্যান্য যোগ্যতার কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য সম্পূর্ণ যোগ্যতা জানতে হলে অফিশিয়াল নোটিসটি ফলো করুন।

Medical Science Institute Recruitment 2023

গুরুত্বপূর্ণ তারিখ সমূহ (Important Dates)

সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন জানাতে পারবেন বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিন পর্যন্ত। আবেদনপত্র প্রকাশিত হয়েছে ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important links)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉যুক্ত হন
Official Notice Link👉এখানে দেখুন
Apply Online👉আবেদন করুন

FAQ

Q.ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES, JODHPUR (Rajasthan)-এর তরফ থেকে মোট কয়টি পদে কর্মী নিয়োগ করা হবে?

Ans: মোট ৯টি পদে কর্মী নিয়োগ করা হবে।

Q. ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES, JODHPUR (Rajasthan)-এর মোট শূন্য পদ সংখ্যা কত?

Ans: মোট শূন্য পদ সংখ্যা হলো ১০৫ টি।

Q. ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES, JODHPUR (Rajasthan)-এর তরফ থেকে কর্মী পদে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: বিজ্ঞপ্তি প্রকাশ থেকে ২০ দিন পর্যন্ত। ২১ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *