মেট্রো রেলে বিভিন্ন পদে নিয়োগ চলছে, বিস্তারিত জেনে নিন (Metro Rail Recruitment 2024)
Metro Rail Recruitment 2024: Uttar Pradesh metro rail corporation limited-এর তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগ প্রার্থীদের মাসে ২৫,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা প্রদান করা হবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Uttar Pradesh metro rail corporation limited-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
১) Assistant Manager/Electrical
২) Assistant Manager S&T
৩) Assistant Manager/Operations
৪) Assistant Manager/IT
৫) Assistant Manager/(Accounts)
৬) Assistant Manager/Architect
৭) Assistant Manager/Human Resource
৮) Assistant Manager/Public Relation
৯) Assistant Company Secretary
মোট শূন্যপদ (Total Vacancy)
এই চাকরির পদে মোট শূন্যপদ রয়েছে ১৫ টি।
বয়সসীমা (Age Limit)
০১.০৩.২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স ২১ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
এই চাকরির পদে নিয়োগের পড়ে প্রার্থীদের মাসিক বেতন হিসেবে ২৫,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা পর্যন্ত প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। www.lmrcl.com অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে।
আবেদন ফি (Application Fee)
এই পদে আবেদনের জন্য ফি হিসেবে ১১৮০ টাকা প্রদান করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
প্রত্যেকটি পদের জন্য প্রার্থীদের আলাদভাবে নির্বাচন করে পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
প্রত্যেকটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে। এই ব্যাপারে বিস্তারিত জানতে পোস্টটির মূল অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এই পদে আবেদনের কাজ শুরু হয়েছে ২০.০৩.২০২৪ তারিখ থেকে এই আবেদনের কাজ চলবে আগামী ১৯.০৪.২০২৪ তারিখ পর্যন্ত।