কত টাকা দামে লঞ্চ হতে চলেছে Moto G85 5G? লঞ্চের আগেই লিক হল দাম

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Moto G85 5G Price Launch Date: মোবাইলের জগতে অতি পরিচিত একটি মডেল হল Motorola। অতি সম্প্রতি খবর পাওয়া গেছে যে এই কোম্পানিটি তাদের “জি” সিরিজের নতুন মডেল বাজারে আনতে চলেছে যার নাম “মোটো G85 5G”)। ইউরোপের একটি রিটেইল ওয়েবসাইটে এই কোম্পানির নতুন মডেলের একটি ছবি প্রকাশিত হয়েছে। ফলস্বরূপ কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই এই নতুন মডেল সম্পর্কে বিস্তারিত বিবরণ ছড়িয়ে গেছে। আজকের প্রতিবেদনে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো

Moto G84 5G ফোনের স্পেসিফিকেশন ( Moto G84 5G specification):

১) ডিসপ্লে: ফোনটির ডিসপ্লে হল 6.8 inch এর 10 bit pOLED (Polymer Organic Light Emitting Diode) ডিসপ্লে। এই ডিসপ্লে থাকার কারণে মোবাইলের ব্যাটারি খুব বেশি খরচ হবে না মডেলটির রিফ্রেস রেট (Refresh rate) অর্থাৎ কাজের গতি 120Hz। ১৩০০ নীটস পিক (1300 nits peak) ব্রাইটনেস (brightness) হওয়ার কারণে এই মডেলটির ব্রাইটনেস খুব বেশি ।

২) প্রসসর: নতুন এই মডেলটির প্রসেসর হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 (Qwallcom Snapdragon 695)। এই প্রসেসরটি গেমিংয়ের জন্য আদর্শ।

৩) স্টোরেজ: ফোনটির স্টোরেজ হলো 12GB RAM + 256GB

৪) ক্যামেরা: ফোনটিতে ডুয়াল রেন্ডার ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ডুয়াল রেন্ডার ক্যামেরাতে কোম্পানি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এর জন্য ৫০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করেছে। ফলস্বরূপ এই মোবাইলটিতে আপনি খুব সুন্দর ছবি তুলতে পারবেন, বিশেষত যখন কোন অবজেক্টের ডিটেলস এর দিকে ফোকাস করবেন। সেলফি এবং ভিডিও কলের জন্য ৮ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে এটিতে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

৫) ব্যাটারি: এই ফোনটির ব্যাটারি পাঁচ হাজার এম এ এর এবং চার্জিং ফিচার আছে ৩০W টার্বো।

৬) অপারেটিং সিস্টেম: এই ফোনটি android 13 এর সঙ্গে যুক্ত করে বাজারে আনা হচ্ছে।

Moto G85 5G ফোনের দাম (Moto G85 5G price):

বিশেষ সূত্রে জানা গেছে যে, এই ফোনটির দাম হল ৩০০ ইউরো যার ভারতীয় মূল্য হলো প্রায় ২৬৯০০ টাকা। তবে আশা করা যাচ্ছে যে, ভারতে এই ফোনটি আরো কম দামে বিক্রি করা হবে।

গুরুত্বপূর্ণ লিংক:

WhatsApp গ্রুপে যুক্ত হন