মাধ্যমিক পাশেই MTS পদে নিয়োগ চলছে, শূন্যপদ ৫৬৭টি (MTS Job Recruitment 2024)
MTS Job Recruitment 2024: Delhi Subordinate Services Selection Board-এর তরফ থেকে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। বয়স ১৮ থেকে ২৭ বছর হলে প্রার্থীরা এতে আবেদন করতে পারবে। মোট ৫৬৭ টি শূন্যপদ রয়েছে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Delhi Subordinate Services Selection Board-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
Multi Tasking Staff (MTS)- এ প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে ৫৬৭ টি।
বয়সসীমা (Age Limit)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
Multi Tasking Staff (MTS) পদে কর্মী নিয়োগের পর তাদের ১৮০০০ থেকে ৫৬৯০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
নির্বাচন পদ্ধতি (Selection Process)
MTS পদে আবেদনকারী প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
আবেদন ফি (Application Fee)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস হতে হবে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এই পদে আবেদনের কাজ শুরু হয়েছে ০৮.০২.২০২৪ তারিখে। আবেদনের কাজ চলবে ০৮.০৩.২০২৪ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত।