৭০,০০০ টাকা বেতনে সরাসরি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ | National Forensic Sciences University Recruitment 2023
National Forensic Sciences University Recruitment 2023: বর্তমান সময়ে আমাদের দেশে হাজার হাজার চাকরিপ্রার্থী উচ্চশিক্ষা শেষ করে বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। দেশে চাকরির কোন নাম গন্ধ নেই। সরকারি হোক বা বেসরকারি যেকোনো চাকরি পাওয়াই যেন দুঃসাধ্য হয়ে গিয়েছে। দেশের অধিকাংশ পড়ুয়ারা নিজেদের উচ্চ শিক্ষা সম্পন্ন করার পর হতাশ ভাবে জীবন যাপন করছে। তবে আর নয়, আজকে আমরা এই প্রতিবেদনে বেকার চাকরিপ্রার্থীদের জন্য দারুন একটি চাকরির অফার নিয়ে হাজির হয়েছি। এই পদে আবেদন করলে প্রার্থীরা উচ্চ বেতন সহ অন্যান্য আরো অনেক সুযোগ সুবিধা পাবে। যদি আপনিও তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার জন্যই। নিম্নে আজকের চাকরির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন জেনে নিই সমস্ত বিবরণ।
National forensic science University-এর তরফ থেকে Scientific Assistant-এ চুক্তিভিত্তিক পদে কর্মী নিয়োগ করা হবে। বেকার চাকরিপ্রার্থীদের জন্য এটি দারুণ সুযোগ। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদনের আহ্বান জানানো হয়েছে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)
National forensic science University-এর তরফ থেকে Scientific Assistant পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
National forensic science University-এর তরফ থেকে Scientific Assistant-এ চুক্তিভিত্তিক পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
Scientific Assistant পদে মোট শূন্য পদ রয়েছে ৭ টি। অর্থাৎ এই ৭ টি পদে National forensic science University-এর তরফ থেকে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমা (Age Limit)
প্রত্যেকটি চাকরিতে প্রার্থীদের আবেদনের একটি নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করা থাকে এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের একটি বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। Scientific Assistant পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
Scientific Assistant পদে যেসব প্রার্থীদের নিয়োগ করা হবে তাদের চাকরিতে জয়েন করার পর মাসিক বেতন ৭০ হাজার করে দেওয়া হবে। তবে এই বেতন প্রতি বছরে ১০ শতাংশ করে বৃদ্ধি পাবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফর্ম পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আপনাদের সুবিধার্থে নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দিয়ে দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইন মাধ্যমে আবেদন ছাড়া অন্য কোন মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনের জন্য প্রার্থীর নিজস্ব বৈধ ইমেইল আইডি ও ফোন নম্বর দিতে হবে। আবেদনকারী প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন পত্রের সঙ্গে সঙ্গে তাদের cv details অন্যান্য সাহায্যকারী ডকুমেন্টস জমা করতে হবে।
নিয়োগের স্থান
সংশ্লিষ্ট পদে নিয়োগকারী প্রার্থীদের চাকরির জন্য যেসব জায়গায় পাঠানো হবে সে স্থানগুলি হল নিম্নরূপ-
- Delhi
- Chandigarh
- Kolkata
- Gandhinagar
- Mumbai
- Chennai
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
National forensic science University-এর তরফ থেকে Scientific Assistant-এ চুক্তিভিত্তিক পদে যারা আবেদন করবে তাদের আবেদনের ভিত্তিতে একটি তালিকা প্রকাশ করা হবে। আর সেই তালিকার ভিত্তিতে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই ইন্টারভিউয়ে যারা নির্বাচিত হবে তাদের সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
Scientific Assistant পদে আবেদনের জন্য প্রার্থীদের যেসব শিক্ষাগত যোগ্যতা লাগবে সেগুলো হল নিম্নরূপ-
- আবেদনকারী প্রার্থীকে কম্পিউটার বিজ্ঞানের ডিজিটাল ফরেনসিক সহ স্নাতকোত্তর ডিগ্রি Mtech/ME/MSc/MCA পাস হতে হবে অথবা সাইবার নিরাপত্তা বা তথ্য প্রযুক্তি বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে। তবে আবেদনকারী প্রার্থী সেখান থেকে ডিগ্রী অর্জন করবে সেই প্রতিষ্ঠান অবশ্যই বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন 1956 এর ধারা 3 এর অধীনে ক্লিয়ার করা হয়েছে এমন ভারতের কেন্দ্রীয় বা রাজ্য আইনের অধীনে প্রতিষ্ঠিত বা অন্তর্ভূক্ত হতে হবে। এছাড়াও যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত বা স্থানীয় সংস্থা বা অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান সরকারের অধীনে বিশ্ববিদ্যালয় থেকে বিবেচিত হয়েছে এমন প্রতিষ্ঠান থেকে কাঙ্ক্ষিত ডিগ্রি অর্জন করতে হবে তবে সে আবেদন করতে পারবে।
- অথবা আবেদনকারী প্রার্থীকে কম্পিউটার বিজ্ঞানের ডিজিটাল ফরেনসিক সহ স্নাতকোত্তর ডিগ্রি Mtech/BE/BSc/BCA পাস হতে হবে অথবা সাইবার নিরাপত্তা বা তথ্য প্রযুক্তি বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে। আবেদনকারী যে প্রতিষ্ঠান থেকে কাঙ্খিত ডিগ্রী অর্জন করবে সেটি অবশ্যই ভারত সরকারের যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)
সংশ্লিষ্ট পদে আবেদন করার শেষ তারিখ হল ২৪ নভেম্বর ২০২৩ তারিখ (১৮:০০) পর্যন্ত।
এছাড়া আবেদনের ব্যাপারে বা পদের ব্যাপারে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের nfsu.ed@nfsu.ac.in এই ইমেইল নম্বরে ও সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগের জন্য বলা হয়েছে। নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এই পদের ব্যাপারে বিস্তারিত জেনে নিতে পারবেন। তাই আবেদনের ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য ওয়েবসাইটটি ফলো করার অনুরোধ করা হচ্ছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
🔥আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥যুক্ত হন |
অফিসিয়াল নোটিশ 👉 | এখানে দেখুন |
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | এখানে দেখুন |
আবেদন করুন | এখানে দেখুন |
FAQ
Q. National forensic science University-এর তরফ থেকে Scientific Assistant পদে মোট কয়টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে?
Ans: মোট ৭ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
Q. National forensic science University-এর তরফ থেকে Scientific Assistant পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত হতে হবে?
Ans: Scientific Assistant পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
Q. National forensic science University-এর তরফ থেকে Scientific Assistant পদে আবেদনের শেষ তারিখ কত?
Ans: Scientific Assistant পদে আবেদন করার শেষ তারিখ হল ২৪ নভেম্বর ২০২৩ তারিখ (১৮:০০) পর্যন্ত।