মোদী নয়, কার নামে আছে ভারতের সবথেকে বেশি জমি? জানলে চমকে যাবেন!
সময় যত এগোচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে পাল্টাচ্ছে মানুষের জীবনযাত্রা ধরন। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে ফ্ল্যাট বাড়ি, অফিস বিল্ডিং,হাসপাতাল, স্কুল-কলেজ ইত্যাদি। তাই যত সময় এগোছে, পাল্লা দিয়ে বাড়ছে জমির দাম। ভারতের বড় বড় মেট্রোপলিটন শহর গুলোতে জমি কেনা সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে।
সম্প্রতি বিশ্ব ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। এই তথ্য অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ভারতীয়দের বাসস্থানের চাহিদা মেটানোর জন্য অতিরিক্ত ৪০ থেকে ৮০ লক্ষ্য হেক্টর জমি লাগবে। ফলে এখান থেকেই অনুমান করা যায় যে, ভবিষ্যতে জমির দাম হতে চলেছে আকাশ ছোঁয়া।
বেশি পরিমাণ জমির মালিক:
এখন অনেকের মনে একটি প্রশ্ন আসতে পারে। ভারতের সবথেকে বেশি পরিমাণ জমির মালিক কে? উত্তর হল ভারত সরকার (Government of India)। গভর্মেন্ট ইনফরমেশন সিস্টেম ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ভারত সরকার প্রায় ১৫৫৩১ বর্গ কিলোমিটার জমির মালিক ছিল। এই জমিতে আছে মোট ৫১ টি মন্ত্রণালয় এবং ১১৬ টি পাবলিক সেক্টর।
এরপর রয়েছে আরও কিছু অবাক করা তথ্য। বিশ্বে কমপক্ষে ৫০টি এমন দেশ আছে যাদের আয়তন ভারত সরকারের অধীনে থাকা মোট জমির চেয়ে অনেক কম।এরকম কিছু দেশ হলো :
কাতার (১১৫৮৬ বর্গ কিলোমিটার), জামাইকা (১০৯৯১ বর্গ কিলোমিটার), বাহমস (১৩৯৪৩ বর্গ কিলোমিটার), লেবানন (১০৪৪২ বর্গ কিলোমিটার), সাইপ্রাস (৯২৫১ বর্গ কিলোমিটার), ব্রুনাই (৫৭৬৫ বর্গ কিলোমিটার), সিঙ্গাপুর (৭২৩ বর্গ কিলোমিটার)।
ভারতের বিভিন্ন জমির মালিকানা:
১) ভারতের রেলের মন্ত্রণালয় সবচেয়ে বেশি পরিমাণ জমির মালিক। গোটা ভারতবর্ষে প্রায় ২৯২৬.৬ বর্গ কিলোমিটার পরিমাণ জমি হল রেলের।
২) এছাড়া প্রতিরক্ষা মন্ত্রক এবং কয়লা মন্ত্রক প্রায় ২৬৮০.৯২ বর্গ কিলোমিটার জমির মালিক।
৩) বিদ্যুৎ মন্ত্রক প্রায় ১৮০৬.৬৮৯ বর্গ কিলোমিটার জমির মালিক।
৪) ভারি শিল্প প্রায় ১২০৯.৪৯ বর্গ কিলোমিটার জমির মালিক।
৫) নৌ পরিবহন ১১৮৩ বর্গ কিলোমিটার জমির মালিক।